রুদ্র মোহাম্মদ ইদ্রিস এর কবিতা ‘অল্প আয়ের মুখেতে নেই হাসি’

১৪ মার্চ ২০২৩, ০২:১০ পিএম | আপডেট: ০৩ জুন ২০২৩, ০৮:৫৫ পিএম


রুদ্র মোহাম্মদ ইদ্রিস এর কবিতা ‘অল্প আয়ের মুখেতে নেই হাসি’

ফাগুন মাসে লাগলো আগুন বাজারে

ব্যাগ ভরে না পাঁচশো কিংবা হাজারে।

বিষন্নতায় ধুঁকছে মধ্যবিত্ত

আসছে রোজা টেনশনেতে চিত্ত।

অল্প আয়ের মুখেতে নেই হাসি

আবেগঘন মনটা হলো বাসি।

আয়ের সাথে মিলছে না তো ব্যয়

কেমন করে সংসার পাড়ি দেই?

কবে নিভবে বাজারের এই আগুন?

দয়া করে ক্যালেন্ডারে দাগুন।

ডিএসএস/