দেবব্রত রায় দিপন এর কবিতা 'সবার আগে কর্ম'

২৪ মার্চ ২০২৩, ০১:১৪ পিএম | আপডেট: ৩০ মে ২০২৩, ০৯:১৩ এএম


দেবব্রত রায় দিপন এর কবিতা  'সবার আগে কর্ম'

বৃথাই কেনো মরছো খুঁজে

ইশ্বর তো নয় মন্দিরে

মসজিদে কি পাবে তারে?

আল্লাহ্ নয়তো বন্দিরে।

মসজিদ, মন্দির, গীর্জা, মঠে

করছো পালন ধর্ম টা,

আমি বলি বৃথা সবই

আসল বিচার কর্ম টা।

কর্মের মাঝে ধর্মের সুর

জাগুক সকল প্রাণে

কালো-ধলো ভেদ করোনা

মানবতার ঘ্রাণে।

সৃষ্টির মাঝে স্রষ্টা বিরাজ

ধর্ম বলে জানিও,

মন-মন্দিরে আসিন তিনি

বোধটা দিয়ে মানিও।

 

ডিএসএস/