নিত্যপণ্যের দাম কমাতে বিডিএসের বিক্ষোভ সমাবেশ

চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে ভোলায় বিডিএস নামক একটি সেচ্ছাসেবী সংগঠনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) সকাল ১১টায় ভোলা শহরের কেজাহান মার্কেটের সামনে এ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
বিডিএসের ভোলা জেলা সভাপতি সোলায়মান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিকের সভাপতি মোবাম্বিরুল হক, দৈনিক আজকের ভোলার সম্পাদক আল হজ্ব শোকত হোসেন, ভোলা আলিয়া মাদ্রাসার উপ-অধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাইম, জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত, বিডিএস ভোলা জেলা শাখার উপদেষ্টা কবির হোসেনসহ প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকত হোসেন বলেন, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাদের নাভিশ্বাস তৈরি করেছে। পণ্যের দাম যেভাবে দিনদিন বেড়েছে তাতে নিম্ন আয়ের সাধারণের ক্রয় ক্ষমতার নাগালের বাহিরে। আমরা চাই সরকার এই হটকারি সিদ্ধান্ত পরিহার করে অনতিবিলম্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে সাধারন মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে নিয়ে আসুক।
তিনি আরও বলেন, দ্রব্যের দাম যে হারে বেড়েছে তাতে ক্রয় করা আমাদের জন্য কষ্টদায়ক। আমরা আশা করি আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরকার চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের নতুন করে মূল্য নির্ধারণ করে বাজার নিয়ন্ত্রণ করে দেশে নিত্যপ্রয়োজনীয় বাজারের স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনবে।
এসআইএইচ
