সুন্দরবনসহ বিভিন্ন চর থেকে শতাধিক জেলে উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গত দুই দিনে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া জেলেদের মধ্যে শতাধিক জেলেকে সুন্দরবনসহ বিভিন্ন চর থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর মৎস্য বন্দরে তাদের পৌঁছে দেওয়া হয়েছে।
শনিবার (২০ আগস্ট) দিনভর চেষ্টার পর রাতে জেলেদের আলীপুর ও মহিপুর মৎস্য বন্দরে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়।
এ বিষয়টি নিশ্চিত করে আলীপুর-কুয়াকাটা মৎস্য বন্দর আড়তদার সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, গত ১৮ আগস্ট বৈরি আবহাওয়ায় সমুদ্রে নিখোঁজ হওয়া ট্রলার ও জেলেদের মধ্যে প্রায় শতাধিক জেলেকে আমরা আজকে সন্ধ্যার পরে এই বন্দরে নিয়ে এসেছি। দিনব্যাপী কোস্টগার্ড, নৌ-বাহিনী ও মৎস্য আড়তদার সমিতির সমন্বয়ে তাদের সুন্দরবনসহ পাশের এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।
আনসার মোল্লা বলেন, এ ছাড়াও ভারতের ওয়েস্ট বেঙ্গল সুন্দরবন ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি রবিন দাশের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। ভারতে আমাদের ১১ জেলেসহ একটি ট্রলার পুলিশ হেফাজতে রয়েছে। এ ছাড়াও পাথরঘাটা ও সুন্দরবনে আরও কিছু জেলের সন্ধান মিলেছে। তারা আজকে আমাদের বন্দরে পৌঁছাবে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত জেলেসহ ৭টি ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে আগত জেলেদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে যে প্রবল বাতাসে তারা ভারতে আশ্রয় নিতে পারে। তাই ঊর্ধ্বতন প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, ট্রলারগুলো যদি ভারতে থাকে সেটি নিশ্চিত হয়ে খুব দ্রুত তাদের যেন ফিরিয়ে আনা হয়।
এসআইএইচ
