পানের বরজ থেকে ফেরার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু

২৪ মে ২০২৩, ০৩:৪৩ পিএম | আপডেট: ২৮ মে ২০২৩, ১১:৫০ পিএম


পানের বরজ থেকে ফেরার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে রহমত উল্লাহ (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রহমত উল্লাহ হাজামপাড়া এলাকার মৃত সোনা আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে পানের বরজে কাজ করতে যান রহমত উল্লাহ। হঠাৎ কালবৈশাখী ঝড়-বৃষ্টি শুরু হলে পানের বরজ থেকে বাড়ির পথে রওনা দেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির (তদন্ত কেন্দ্র) পরিদর্শক মো. মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে।

এসজি