বুধবার, ১৯ মার্চ ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বিদেশে পালানো ঠেকাতে শাহ আমানত বিমানবন্দরে কড়া নজরদারি

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর থেকেই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের সন্ত্রাস-নৈরাজ্যে জড়িত নেতাকর্মীরা দেশ ছেড়ে পালানোর জন্য হুমড়ি খেয়ে পড়েন। এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের বিদেশে পালানো ঠেকাতে কঠোর অবস্থানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। ইতোমধ্যে তারা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দুই নেতার বিদেশ যাওয়া ঠেকিয়ে দিয়ে সেনাবাহিনীর হাতে তাদের সোপর্দ করেছে।

সোমবার (১২ আগস্ট) চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ এবং দেশত্যাগ করেন। ছাত্র-জনতার ওপর হামলা ও সহিংসতায় জড়িত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশত্যাগ করতে পারেন, এই তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে। ইতোমধ্যে দুজনকে দেশত্যাগে বাধা দেওয়া হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট সৌদি আরবে যাওয়ার পথে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে আটকে দেওয়া হয়। পরবর্তীতে ১০ আগস্ট দিল মোহাম্মদ নামে ফেনীর এক সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। এ দুজনের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে।

এ ছাড়াও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য নুরুল আজিম রনিকে গত ৯ আগস্ট দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর যেসব পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুলি-হামলা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে। ইতোমধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে।

Header Ad
Header Ad

তল্লাশি চালানোর সময় পুলিশ সদস্যকে অপহরণ করলো ডাকাতদল  

ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জে ট্রাকে তল্লাশি চালানোর সময় এক পুলিশ সদস্যকে অপহরণ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শান্তিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় অপহৃত পুলিশ সদস্যকেও।

বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী। 

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দিরাই উপজেলা থেকে দ্রুত গতিতে একদল ডাকাত একটি ট্রাকে করে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দিরাইয়ের শরীফপুর এলাকার চেকপোস্টে ট্রাকটিতে তল্লাশি চালান এক পুলিশ সদস্য। তখন ওই পুলিশ সদস্যকে ট্রাকে তুলে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দলটি। বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ট্রাকটিকে তারা ধাওয়া করেন। 

একপর্যায়ে ট্রাকটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে ডাকাতদের গণধোলাই দেন।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আর দিরাই চেকপোস্ট থেকে তুলে আনা পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে।

 

Header Ad
Header Ad

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে তরুণকে গণপিটুনি, পুলিশের ওপর হামলা

ছবিঃ ঢাকাপ্রকাশ

ঢাকার খিলক্ষেতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক তরুণকে গ্রেফতার করে পুলিশ। পরে অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।

গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) রাতে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ ওই ধর্ষণকারীকে আটক করতে গেলে এলাকাবাসী পুলিশের উপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেছে। এঘটনায় খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত আশিকুর রহমান আশিকসহ পাঁচজন আহত হয়েছেন। স্থানীয়রা আরো ৭/৮ জন পুলিশ সদস্যকে আটকে রেখেছে।

খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই ইসমাইল হোসেন বলেন, মধ্যপাড়া এলাকায় এক ধর্ষককে স্থানীয়রা মারপিটের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। ওই ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসার পথে সেখানে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা করে অভিযুক্ত ধর্ষককে গাড়ি থেকে নামিয়ে আনেন। এরপর বিক্ষুব্ধরা ওই অভিযুক্ত ধর্ষক তরুণকে গণপিটুনি দেয়। একপর্যায়ে উপস্থিত পুলিশ সদস্যদের উপর হামলা করে বিক্ষুব্ধ জনতা।

এএসআই ইসমাইল আরো জানান, রাত সোয়া ১২ টা পর্যন্ত তাদের ৭/৮ জন পুলিশ সদস্যকে এলাকাবাসী আটকে রেখেছে। তদন্ত ওসিসহ পাঁচজনকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মধ্যপাড়া এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে পুলিশ ও সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে। প্রাথমিকভাবে নিহত তরুণের পরিচয় জানা যায়নি বলে তিনি জানান।

Header Ad
Header Ad

সোনার দাম ফের বাড়ল

ছবি: সংগৃহীত

ঈদের আগে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (১৮ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম বুধবার (১৯ মার্চ) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী:

২২ ক্যারেটের সোনা: এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা (১ হাজার ৪৭০ টাকা বৃদ্ধি)।
২১ ক্যারেটের সোনা: এক ভরি ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা (১ হাজার ৪০০ টাকা বৃদ্ধি)।
১৮ ক্যারেটের সোনা: এক ভরি ১ লাখ ২৬ হাজার ৭৭৬ টাকা (১ হাজার ২০১ টাকা বৃদ্ধি)।
সনাতন পদ্ধতির সোনা: এক ভরি ১ লাখ ৪ হাজার ৪৯৮ টাকা (১ হাজার ২৭ টাকা বৃদ্ধি)।

যদিও সোনার দাম বৃদ্ধি পেয়েছে, তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৬ মার্চ সোনার দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়, যা পরদিন থেকে কার্যকর হয়েছিল।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

তল্লাশি চালানোর সময় পুলিশ সদস্যকে অপহরণ করলো ডাকাতদল  
খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে তরুণকে গণপিটুনি, পুলিশের ওপর হামলা
সোনার দাম ফের বাড়ল
চুয়াডাঙ্গায় শিশু খাদ্য, কাপড় ও কসমেটিক্সের দোকান মালিককে ৪৪ হাজার টাকা জরিমানা
আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির ৬ সদস্য নারায়ণগঞ্জে গ্রেপ্তার
আমরা চাই না আওয়ামী লীগ নির্বাচনে আসুক: ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম
গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় আটক ১৫ বাংলাদেশি
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউড ইনফ্লুয়েন্সার ওরি আটক
জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরু বৃহস্পতিবার, আলোচনায় থাকছে রাষ্ট্র সংস্কারের প্রস্তাব
গ্রামের মানুষকে নিজ হাতে ঈদ উপহার দিলেন হামজা
ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই: মাসুদ সাঈদী
সাদ্দাম-ইনানসহ ঢাবির বহিষ্কৃত ১২৮ ছাত্রলীগ নেতার নাম-পরিচয় প্রকাশ
গাজায় ইসরায়েলি হামলায় এক রাতে নিহত ৪০০ ছাড়াল, আহতের সংখ্যা ৬৬০
১৫ দিনের মধ্যে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদের
পাকিস্তানের কল সেন্টারে জনতার তাণ্ডব, শত শত ল্যাপটপসহ ইলেকট্রনিক পণ্য লুট!
নগরবাসীকে স্বস্তি দিতে দাঁড়িয়েই ট্রাফিক পুলিশদের ইফতারি (ভিডিও)
যমুনা রেলসেতুতে দুর্নীতি হলে খতিয়ে দেখা হবে: রেলপথ সচিব
এবার খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ খান, থাকছেন আল্লু অর্জুন!
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর নতুন প্রধান মহিউল ইসলাম