সোমবার, ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, পরীক্ষার হলে মেয়ে জানে না মৃত্যুর খবর

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে এসএসসি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। অসুস্থ হয়ে পথেই মারা যান বাবা মাহবুবুর রহমান। অথচ তার মেয়ে তাসফিয়া তখন পরীক্ষার হলে। বাবার মৃত্যুর খবর সে এখনো জানে না।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রাম থেকে কালিশুরী এসএ ইনস্টিটিউশন কেন্দ্রে যাচ্ছিলেন মাহবুবুর রহমান ও তার মেয়ে তাসফিয়া। মাহবুবুর রহমান নিজেও একজন শিক্ষক, ওই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক ছিলেন। সকাল ৯টার দিকে তারা রওনা দিলে গাজিমাঝি বাজার এলাকায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাসফিয়াকে পরীক্ষাকেন্দ্রে পাঠিয়ে দেন এবং মাহবুবুর রহমানকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইউসুফ জানান, তাসফিয়া এখনো পরীক্ষায় অংশ নিচ্ছে এবং বাবার মৃত্যুর খবর সে জানে না। কালিশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, মাহবুবুর রহমানের তিন কন্যার মধ্যে তাসফিয়া মেজো। পরীক্ষার পর মেয়েকে জানানো হবে বাবার মৃত্যুর খবর।

এই করুণ ঘটনাটি এলাকায় শোকের ছায়া নামিয়েছে।

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গায় কমেছে তাপমাত্রা, স্বস্তিতে জনজীবন

ছবি : ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় টানা চারদিনের প্রচণ্ড দাবদাহের পর আজ সোমবার (১২ মে) তাপমাত্রা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে দাঁড়িয়েছে ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াসে। এতে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।

রোববার (১১ মে) দুপুর ৩টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল মাত্র ২৬ শতাংশ। আজ সে তুলনায় তাপমাত্রা কমলেও বাতাসে আর্দ্রতা বেড়ে দাঁড়িয়েছে ৪১ শতাংশে, ফলে গরম কমলেও ভ্যাপসা অনুভূতি এখনো রয়েই গেছে।

গত কয়েক দিন চুয়াডাঙ্গায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। শুক্রবার (৯ মে) ৪১.২, শনিবার (১০ মে) ৪২ এবং বৃহস্পতিবার (৮ মে) সর্বোচ্চ ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এতে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন চরম দুর্ভোগে পড়ে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, এ ধরনের তাপমাত্রা আগামীকাল ১৩ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর ১৪ মে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Header Ad
Header Ad

বুর্জ খলিফায় বেনজীরে স্ত্রীর ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

বেনজীর আহমেদ এবং তার স্ত্রী জিসান মির্জা। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান অনুসন্ধানে এবার বড় পদক্ষেপ নেওয়া হলো সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পরিবারের বিরুদ্ধে। তার স্ত্রী জিসান মির্জার নামে দুবাইয়ে থাকা দুটি অভিজাত ফ্ল্যাট এবং দুটি ব্যাংক হিসাব ক্রোক ও ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

এর মধ্যে একটি ফ্ল্যাট রয়েছে বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফায় এবং অন্যটি দুবাইয়ের আল ওয়াসি এলাকায়। সোমবার (১২ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে উপপরিচালক জয়নাল আবেদীন আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ ও তার স্ত্রী জিসান মির্জার বিরুদ্ধে ১৬ কোটি টাকার সম্পদ গোপন এবং প্রায় ৩২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তদন্তে উঠে এসেছে, জিসান মির্জা তার বৈধ আয় উৎস ছাড়াই বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন।

আদালতে দুদক আরও জানায়, সংযুক্ত আরব আমিরাত থেকে এই অর্থ ফেরত আনার জন্য ফ্ল্যাট ও ব্যাংক হিসাব হস্তান্তর রোধ করতে তাৎক্ষণিকভাবে এগুলো ক্রোক ও ফ্রিজ করা জরুরি ছিল।

ফৌজদারি আইনের আওতায়, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ধারা ২৬(২) ও ২৭(১) অনুযায়ী, এসব অপরাধ শাস্তিযোগ্য।

Header Ad
Header Ad

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ইতোমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপন অনুযায়ী, দলটির সব সভা-সমাবেশ, রাজনৈতিক প্রচার ও সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অধ্যাদেশ অনুসারে বিষয়টি বাস্তবায়নের দায়িত্ব আমাদের। তাই আইন অনুযায়ী নিষেধাজ্ঞা কার্যকর করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

এর আগে গত শনিবার (১০ মে) রাতে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই বৈঠকে দেশব্যাপী রাজনৈতিক সহিংসতা, সাম্প্রতিক সময়ের সংঘাতময় পরিস্থিতি এবং বিভিন্ন মামলায় দলটির জড়িত থাকার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় কমেছে তাপমাত্রা, স্বস্তিতে জনজীবন
বুর্জ খলিফায় বেনজীরে স্ত্রীর ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি
ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: আসিফ মাহমুদ
আ.লীগ নিষিদ্ধের উল্লাসে শাহবাগে নেতাদের নাম দিয়ে গরু-ছাগল জবাই
সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে মোদির জরুরি বৈঠক, উপস্থিত শীর্ষ কর্মকর্তারা
পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না শিশুর, অটোরিকশার ধাক্কায় সড়কেই ঝড়ল প্রাণ
রিয়াল মাদ্রিদের হেড কোচের দায়িত্ব পেলেন জাবি আলোনসো
সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নিষিদ্ধ
দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড
ভারতের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তানি বিমানবাহিনী
২২ মে থেকে বাজারে আসছে নওগাঁর আম (ভিডিও)
শাহবাগে কয়েক দিন যাবৎ নাটক চলছে: মির্জা আব্বাস
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে
দেশে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ: প্রেস সচিব
দেশে প্রয়োজনের তুলনায় ২ লাখের বেশি নার্সের ঘাটতি
এবার বাঁধের গেট খুলে দিল ভারত, পাকিস্তানে জরুরি সতর্কতা
রংপুরে ধর্ষণের পর শিশুকে হত্যার অভিযোগ, ওসি অবরুদ্ধ
স্বাস্থ্যসেবা নিয়ে কোনো রাজনীতি নেই: প্রধান উপদেষ্টা
নিলামে উঠল এস আলম গ্রুপের বেনামি প্রতিষ্ঠানের ৩১ একর জমি