বিরামপুরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

বিরামপুরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত। ছবি: ঢাকাপ্রকাশ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত ও সংগঠিত করার লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি কর্মী সভার আয়োজন করেছে।
সোমবার (১৯ মে) সকাল ১০টায় বিরামপুর পৌর শহরের শালবাগান কে এম কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল ইসলাম মামুন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহী চৌধুরী রুবেল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু।
এসময় আরও উপস্থিত ছিলেন বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দবিরুল ইসলাম, সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর ইসলামসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক এবং বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন বলেন, “আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় নির্বাচন রয়েছে। এই নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে হলে প্রতিটি নেতাকর্মীকে নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে। জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ গড়ে তুলতে হবে, যাতে তারা আমাদের ওপর আস্থা রাখতে পারে।”
তিনি আরও বলেন, “এই নির্বাচন হবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। তাই এখন থেকেই দলের প্রতিটি ইউনিটকে সক্রিয় ও প্রস্তুত হতে হবে।”
সভার শেষে দলীয় কার্যক্রম আরও জোরদার ও মাঠপর্যায়ে সংগঠনের ভিত্তি মজবুত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
