রাজবাড়ীতে ৪ কেজি গাঁজাসহ আটক ৩

১৯ মার্চ ২০২৩, ০৩:০৪ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ০৮:০৬ এএম


রাজবাড়ীতে ৪ কেজি গাঁজাসহ আটক ৩

রাজবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিএনজি যাত্রীর ব্যাগের ভেতর থেকে ৪ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে রাজবাড়ী পৌরসভার মুরগির ফার্ম বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

রবিবার (১৯ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন।

আটকরা হলেন- নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ধাপা ইদরাকপুর ব্যাংক কলোনি এলাকার ভাড়াটিয়া মো. আমির হোসেনের ছেলে হাসিবুর রহমান হিমেল (২২), একই এলাকার ভাড়াটিয়া মৃত জামাল সরদারের ছেলে মো. মাসুদ রানা (২০) এবং একই এলাকার ভাড়াটিয়া ও মুন্সীগঞ্জ জেলার টুংগীবাড়ী থানার মো. ইদ্রিস আলীর ছেলে মো. রাকিব ওরফে জুনায়েদ (২১)।

ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, রাজবাড়ী থানা পুলিশ নিয়মিত মাদকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে আসছে। এরই প্রেক্ষিতে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি মাদক কারবারির দল কিছু মাদক নিয়ে রাজবাড়ী থানা এলাকা দিয়ে বালিয়াকান্দিতে যাবে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজবাড়ী শহরের মুরগির ফার্ম বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসায়। চেকপোস্টে একপর্যায়ে সিএনজিটি আসে। সিএনজিতে ৩ জন যাত্রী ছিল। তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা ট্রাভেল ব্যাগের ভেতরে ৪টি পলিব্যাগের মধ্যে ৪ প্যাকেটে ৪ কেজি গাঁজা উদ্ধার করি এবং ৩ জনকে আটক করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসজি