দুই জেলা থেকে ৯১ স্বর্ণের বার উদ্ধার
ঝিনাইদহের মহেশপুরে ও চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় অভিযান চালিয়ে ৯১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় শুকুর আলী নামের একজনকে আটক করেছে তারা।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে এ পৃথক অভিযান চালানো হয়। এ ঘটনায় আটক শুকুর আলী জীবননগর উপজেলার নতুন পাড়া গ্রামের তবিবুর রহমানের ছেলে।
এ ব্যাপারে রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানান মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম। এতে তিনি উল্লেখ করেন, মহেশপুর উপজেলার গোপালপুর মাঠের মধ্যে স্বর্ণের বার পুঁতে রাখা আছে-এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে ৮৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৮ কোটি চার লাখ ৫৮ হাজার টাকা।
অন্যদিকে চুয়াডাঙ্গার দর্শনা থেকে আকন্দবাড়িয়া যাওয়ার সময় পাচারকারি শুকুর আলীকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে জুতার মধ্যে রাখা ৫০ লাখ ৯৯ হাজার টাকা মূল্যের ছয়টি স্বর্ণের বার জব্দ করে বিজিবি। এ ব্যাপারে মহেশপুর ও জীবননগর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
এসআইএইচ