বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সিলেটে বাড়ছে জরায়ু ক্যান্সার, নেই থেরাপি

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী সম্প্রতি সিলেট বিভাগে স্তন ক্যান্সার রোগী বাড়ছে। কিন্তু সেই অনুপাতে নেই থেরাপির জন্য 'ব্রাকি' যন্ত্র। যে কারণে একটি থেরাপির জন্য সিলেট থেকে যেতে হয় ঢাকায়।

সিলেট বিভাগে কোটি মানুষের সরকারিভাবে উচ্চ চিকিৎসার একমাত্র ভরসা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ক্যান্সারের ক্ষেত্রে সরকারিভাবে এ প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। অথচ এ হাসপাতালে ক্যান্সার চিকিৎসায় রয়েছে নানা সংকট। রেডিও থেরাপি যন্ত্র একটি হওয়ায় একবার থেরাপি নিতে হলে রোগীকে অপেক্ষা করতে হয় অন্তত ২ থেকে ৩ মাস।

এদিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান,
সিলেট বিভাগে প্রায় পাঁচ হাজারের বেশি ক্যান্সারের রোগী রয়েছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০২০-২১ অর্থ বছরে হাসপাতালটির ক্যান্সার ইউনিটে ইতোমধ্যে চিকিৎসা নিচ্ছেন ৭৫১ জন। একই অর্থবছরে কেমো থেরাপি নিয়েছেন ১০৮৯ জন। তবে এসব রোগীর জন্য নির্ধারিত শয্যা মাত্র ২৬ টি। যার ১২টি পুরুষ আর ১৪টি শয্যা নারীদের জন্য। সে ক্ষেত্রেচিকিৎসা দিতে বিড়ম্বনায় পড়তে হয় সংশ্লিষ্টদের।

সরকারিভাবে রেডিও থেরাপির জন্য ওসমানীতে মাত্র একটি ‘কোবাল-৬০’ যন্ত্র রয়েছে। এই মেশিনটি ইতোমধ্যে ৩৬ হাজার ৬ শত ২১ বার ব্যবহৃত হয়েছে।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, সবচেয়ে বেশি হেড অ্যান্ড নোজ ক্যান্সার আক্রান্ত রোগী। যাদের বয়স ৪০ থেকে ৭০। এরপরের অবস্থানে রয়েছে স্তন ও জরায়ু ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা।

সীমাবদ্ধতার কথা জানিয়ে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক সরদার বনিউল আহমেদ বলেন, ‘সীমাবদ্ধতা আছে, তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সে ক্ষেত্রে ওসমানী হাসপাতালের অভ্যন্তরের বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল হলে সকল সমস্যা দূর হবে বলে আশা করছি।’

সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘ক্যান্সার রোগীদের সমস্যার কথা বিবেচনায় সিলেটে নতুন ভবন হচ্ছে। সেখানে অত্যাধুনিক যন্ত্র স্থাপনের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হবে। একই যন্ত্রে সকল থেরাপি দেওয়া যাবে। এতে আলাদা ইউনিট থাকবে। ফলে একদিকে যেমন সেবার মান বাড়বে সেই সঙ্গে প্রতিটি থেরাপিতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগায় সিরিয়াল পেতে দীর্ঘ অপেক্ষার অবসান হবে।’

সরেজমিনে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে দেখা যায় বিশেষায়িত এ ক্যান্সার হাসপাতালের কাজ চলছে। বর্তমানে এর ফাইলিং কাজ চলমান। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনটি নির্মাণ কাজ করছে গণপূর্ত বিভাগ। চলতি বছরের আগস্ট মাসের ১৮ তারিখ থেকে নির্মাণ কাজ শুরু হওয়া ভবনের কাজ শেষ হবে ২০২২ সালের ১৮ অক্টোবর। মোট ৮৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ভবনে থাকবে ক্যান্সার রোগীদের জন্য নির্ধারিত ১০০ শয্যা। সেই সঙ্গে একই ভবনে যুক্ত হচ্ছে কিডনি রোগীদের ডায়ালাসিসের জন্য ৫০ শয্যা ও হৃদরোগীদের জন্য ৫০ শয্যা চিকিৎসা সেবা। সব মিলে ২০০ শয্যার ১৫ তলা নতুন ভবনে সিলেটে সরকারিভাবে চিকিৎসা ক্ষেত্রে এক অভাবনীয় মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালটি ওসমানী মেডিকেল কলেজের আওতায় দেওয়া হচ্ছে নাকি স্বতন্ত্র কোনো প্রতিষ্ঠান হবে তা এখনও অনিশ্চিত।

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুল আলম বলেন, ‘নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালটি যদি ওসমানী হাসপাতালের বর্ধিতকরণ হয়ে থাকে তাহলে আমাদের পক্ষ থেকে জনবল চাহিদা তৈরি করা হবে। নাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় নিজেরাই নির্ধারণ করবে। তবে হাসপাতালটি হলে সিলেট বিভাগে ক্যান্সারের চিকিৎসায় নতুন এক মাত্রা যোগ হবে।’

এসইউ/এএন

Header Ad
Header Ad

বাসায় চুরি, পুলিশের দ্বারস্থ ওমর সানী

চিত্রনায়ক ওমর সানী। ছবি: সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না ঢাকাই সিনেমার ৯০ দশকের আলোচিত চিত্রনায়ক ওমর সানীর। সম্প্রতি চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকাসহ তিনটি মোবাইল ফোন চুরি হয়েছে। এ ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেতা।

জানা গেছে, সোমবার (২ নভেম্বর) সকাল হাঁটতে বেরিয়েছিলেন তিনি। মিনিট চল্লিশ হাঁটাহাঁটির পর বাসায় ফিরে দেখেন তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন, ২২ হাজার টাকা এবং তার সহকারীর একটি দামি ফোন চুরি হয়ে গেছে!

অভিযোগ জানাতে সেদিনই ভাটারা থানায় উপস্থিত হন সানী। অজ্ঞাত চোরদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

ওমর সানী বলেন, সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ড্রয়িং রুমে এসে দেখি আমার স্যামসাং এস টুয়েন্টি আল্ট্রা এবং আরেকটি অপ্পো ফোন নেই। ড্রয়ারে নগদ ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনটিও চুরি হয়েছে।

অভিনেতার ধারণা, মর্নিং ওয়াকে যাওয়ার পর সুযোগ বুঝে চোর বাসায় প্রবেশ করে এবং তিনটি মোবাইল ফোন ও নগদ ২২ হাজার টাকা হাতিয়ে নেয়। তিনি মনে করেন, যেহেতু চুরি যাওয়া ফোনগুলোর আইএমইআইসহ সমস্ত তথ্যই পুলিশকে দেওয়া হয়েছে, তাই শিগগিরই চোরদের খুঁজে বের করা সম্ভব।

Header Ad
Header Ad

ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আজ বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ফ্যাসিবাদবিরোধী এবং গণঅভ্যুত্থানে ভূমিকা পালনকারী ছাত্র সংগঠনগুলোর মধ্যে পূর্বনির্ধারিত বৈঠক আজ বুধবার অনুষ্ঠিত হবে ৷ এ নিয়ে দ্বিতীয় বারের মতো ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এক বার্তায় এ তথ্য জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল।

বার্তায় জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর ‌‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালন শেষে ধারাবাহিক আলোচনা হিসেবে বাংলামোটর, রূপায়ন টাওয়ারে সন্ধ্যা ৬টায় মতবিনিময় সভা করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সব ছাত্রসংগঠনের ঐকমত্যে জাতীয় সংকট রূখে দিতে বদ্ধপরিকর বলেও বার্তায় উল্লেখ করা হয়।

গত ২৫ নভেম্বর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত সব ছাত্রসংগঠনের সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনে এক সপ্তাহব্যাপী ফ্যাসিবাদবিরোধী সব ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছিল।

Header Ad
Header Ad

শীত জেঁকে বসেছে দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়

শীত জেঁকে বসেছে দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। ছবি: ঢাকাপ্রকাশ

শীত জেঁকে বসেছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। কুয়াশাচ্ছন্ন সকালে আর সন্ধ্যা নামার সাথে সাথেই বেশ শীত অনুভূত হচ্ছে। গায়ে গরম কাপড় জড়িয়ে কাঁপতে কাঁপতে খেটে খাওয়া মানুষের ছুটে চলা। গাছ থেকে গাছিদের খেজুর রসের হাড়ি নামানো। সেই রস থেকে গুড়-পাটালি তৈরি। আর গৃহিণীদের কুমড়ো কলায়ের সুস্বাদু বড়ি বসানো- অগ্রাহায়নে এমন দৃশ্য এখন চুয়াডাঙ্গায়।

এদিকে হঠাৎ করেই শীত জেঁকে বসায় জনজীবনে কিছুটা শীতের প্রভাব লক্ষ্য করা গেছে। ভ্যান চালক সাদেক আলী বলেন, সকালে ঠান্ডায় ভ্যানের হ্যান্ডেল ধরা যাচ্ছে না।

ইটভাটা শ্রমিক তরিকুল বলেন, এতো শীত যে ভোরে ভাটায় এসে কাঁদা-পানিতে ইট কাটা যাচ্ছে না। ঠান্ডায় হাত আকাটা হয়ে যাচ্ছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ছয়টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস ১৩.৬° সেলসিয়াস তাপমাত্রা এবং ৯৫% বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগার কেন্দ্রের কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, এখন থেকে এ অঞ্চলের তাপমাত্রা কমতেই থাকবে। শীতের তীব্রতাও বেড়ে যাবে। কর্কট ক্রান্তি রেখা বরাবর চুয়াডাঙ্গার অবস্থান হওয়ায় শীত মওসুমে প্রায় দিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে চুয়াডাঙ্গায়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাসায় চুরি, পুলিশের দ্বারস্থ ওমর সানী
ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আজ বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শীত জেঁকে বসেছে দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়
আবারও সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা
সব রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়
বিদ্যুৎ খাতে ১৫ বছরে ৭২ হাজার কোটি টাকার লুটপাট
সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক
ভারতের আগরতলায় বাংলাদেশি জানলেই হয়রানি
প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করিনি: সোহেল তাজ
মাইক্রোসফটের সমীক্ষায় ভুয়া খবর ছড়ানোর শীর্ষে ভারত
আগরতলার বাংলাদেশ হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধ
একটি ইস্যু দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক মূল্যায়ন করা যাবে না : ভারতীয় হাইকমিশনার
জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ
শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা মমতা বোঝেন কিনা, নিশ্চিত নই: শশী থারুর
যমুনার চর কেটে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ
২০২৩ সালে সর্বোচ্চ দুর্নীতি পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলায়
শেখ হাসিনার পতন কোনোভাবেই মানতে পারছেন না ভারত : রিজভী
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব
সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদনের সুযোগ