সারাদেশ
ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (০২ জানুয়ারি) দুপুরে শহরতলীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম শারমিন আক্তার সুমাইয়া (১৯)। তিনি জেলার ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া এলাকার নাজমুল হোসেনের স্ত্রী।
ফেনী জিআরপি পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী পাহাড়ীকা এক্সপ্রেস ট্রেন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় শারমিন আক্তার দ্রুত লাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
/এএন
সারাদেশ নিয়ে আরও পড়ুন