রাজশাহীতে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রতিকী ছবি: সংগৃহীত
রাজশাহীতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী কবির হোসেন (৬০) নামের এক বৃদ্ধকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
সোমবার (১০ জানুয়ারি) সকালে কবিরের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন শিশুটির বাবা।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত কবিরের বাড়ি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়। তিনি সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছেন বলে মামলা হয়েছে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার (৯ জানুয়ারি) বিকালে কবির তার প্রতিবেশী ওই শিশুকে বরই পাড়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর টাকা দেওয়ার লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটি কান্নাকাটি শুরু করলে কবির তাকে ছেড়ে দেন। পরে মেয়েটি বাড়ি গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানায়।
এরপর ঘটনা জানাজানি হলে এলাকাবাসী কবিরকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে সন্ধ্যায় পুলিশ গিয়ে তাকে থানায় আনে। এ নিয়ে পরদিন সকালে ভুক্তভোগী শিশুর বাবা মামলা করেন। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
টিটি/
