সারাদেশ

বিরল সীমান্তে পতাকা বৈঠক, দুই দেশের নাগরিকদের আনুষ্ঠানিক হস্তান্তর


সারাদেশ ডেস্ক
প্রকাশ :০২ মে ২০২৫, ০৩:৫৯ পিএম

বিরল সীমান্তে পতাকা বৈঠক, দুই দেশের নাগরিকদের আনুষ্ঠানিক হস্তান্তর
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল সীমান্তে আবারও মানবিক ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটেছে। পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), বিনিময়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফিরিয়ে দিয়েছে আটককৃত দুই ভারতীয় নাগরিককে।

শুক্রবার (১ মে) রাত ৮টার পর বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলাদেশি দুই কৃষককে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে আসে।

এর আগে, দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তের ৩২০ নম্বর মেইন পিলারের কাছাকাছি ধান কাটতে গেলে স্থানীয় কৃষক এনামুল হোসেন ও তার ছেলে মাসুদকে ধরে নিয়ে যায় বিএসএফ।

ঘটনার পরপরই ক্ষুব্ধ গ্রামবাসীরা নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত অবিনাশ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয়কে আটক করে এবং পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

প্রসঙ্গত, এর আগে ২৪ জানুয়ারিতেও একই উপজেলায় এমন একটি ঘটনা ঘটেছিল। সেদিন বাংলাদেশি এক কিশোরকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার পর প্রতিক্রিয়ায় এক ভারতীয় কৃষককে আটক করেছিল স্থানীয়রা।

নিয়মিত সীমান্ত বৈঠক ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এ ধরনের উত্তেজনাপূর্ণ ঘটনার শান্তিপূর্ণ সমাধান যে সম্ভব, আজকের পতাকা বৈঠক সেটিরই একটি বড় উদাহরণ।