৪ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

প্রতিবেশী দেশ ভারতে পাচারের আগ মুহূর্তে ৫০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ৫ কেজি ৮শ গ্রাম ওজনের অবৈধ এই স্বর্ণের আনুমানিক মূল্য ৪ কোটি ৬ লাখ টাকা।
শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকা থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় দুজন পাচারকারীকে।
বিজিবির যশোর ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আবুল হাসান মো. তৌফিক মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের বেনাপোল বিওপির কর্মরত সুবেদার মো. আহসান উল্লাহ-এর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় যশোর-বেনাপোল নতুনহাট হাইওয়ে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন বেনাপোলগামী একটি মোটরসাইকেলে দুইজন আরোহীকে তল্লাশী করা হয়। তাদের কাছ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা এই স্বর্ণের বার জব্দ করা হয়। এ সময় মো. তৌহিদুল ইসলাম (৪৩) এবং মো. ইমরান হোসেন (৩৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
এনএইচ/এএন
