মেয়ের সামনে মাকে গলা কেটে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

১২ মার্চ ২০২৩, ০৩:১৫ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৭:৩৩ পিএম


মেয়ের সামনে মাকে গলা কেটে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ফরিদুল রেজা ফরিদ (৫২) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো.ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফরিদুল রেজা ফরিদ সদর উপজেলার আতিথা সাকিন গ্রামের বাসিন্দা। রায় প্রদানের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩টার দিকে সদর উপজেলার আতিথা সাকিন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় ফরিদুল রেজা তার তার মেয়ে দীপার সামনে স্ত্রী শামীমা আক্তারকে গলা কেটে হত্যা করেন। এ ঘটনায় শামীমার ভাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে নওগাঁ সদর থানায় ফরিদুলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে রবিবার দুপুর ১২টার দিকে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহেল বাকী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআইএইচ


বিভাগ : সারাদেশ