ক্ষুধা নিবারণে তালগাছে ছাগল!

নওগাঁয় একটি ছাগল গাছে উঠে আরেকটি গাছের পাতা খাওয়ার দৃশ্য চোখে পড়ে স্থানীয়দের চোখে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে সদর উপজেলার পালপাড়া এলাকায় তালগাছে চড়ে মেহগনি গাছের পাতা খাইতে দেখা যায় ওই ছাগলটিকে। এসময় সেখানে এমন দৃশ্য দেখতে উচ্ছুক জনতার ভিড় পরে যায়। দৃশ্যটি কেউ কেউ মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করলে মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়ে।
স্থানীয় সুবল চন্দ্র মন্ডল সকালে তিনি প্রতিদিনের মতো হাটতে বের হন। আজও হাটতে বের হয়েছিলেন কয়েকজন মিলে। তিনি ঢাকাপ্রকাশ-কে বলেন, সকাল সাড়ে সাত টায় আমরা কয়েকজন ভোরের সাথি সেখানে গিয়ে দেখতে পাই একটি ছাগল গাছে উঠে আছে। কাছে গিয়ে দেখতে পাই তালগাছে উঠে মেহগনি গাছের পাতা খাচ্ছে ছাগলটি।
এসময় তিনি কৌতুলহল করে বলেন, একটি প্রবাদ আছে ঠেলায় পড়লে নাকি গাছে বিড়াল উঠে, কিন্তু এখানে এসে দেখছি ছাগলও গাছে উঠে। ক্ষুধা নিবারণে জন্যই ছাগলটি তালগাছে চড়ে মেহগনি গাছের পাতা খাচ্ছে। এটা ছোট বিষয় হলেও আমাদের কাছে ভালো লেগেছে। বিষয়টি জানাজানি হলে পালপাড়া মোড়ে বেশ কিছু উচ্ছুক জনতার ভিড় জমে যায় বলেও জানান তিনি।
এএজেড
