সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

নওগাঁয় শহরাঞ্চলেও লোডশেডিং ২ থেকে ৩ ঘন্টা, গ্রামাঞ্চলে ৭ থেকে ৮ ঘন্টা

প্রতিকী ছবি

নওগাঁয় চলতি মাসের শুরু থেকেই দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এক সপ্তাহ ধরে গ্রামাঞ্চলে দিন-রাতে সাত থেকে আট ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। শহরাঞ্চলেও লোডশেডিং হচ্ছে দুই থেকে তিন ঘণ্টা। এতে প্রচণ্ড গরমে দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ।

এদিকে, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ঈদের কেনাকাটা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা। সেচের কার্যক্রম ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা।

সোমবার (৮এপ্রিল) দুপুরে কথা হয় ধামইরহাট পৌরসভার টিএনটিপাড়া এলাকার বাসিন্দা মেহেদী হাসানের সঙ্গে। এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদ্যুৎ চলে যায়, এরপর রাত সাড়ে আটটার দিকে আসে। আবার রাত ১০টার দিকে বিদ্যুৎ যায়, রাত সাড়ে ১১টার দিকে আসে। মধ্যরাতেও ১০ থেকে ২০ মিনিট করে কয়েকবার লোডশেডিং হয়েছে। এক সপ্তাহ ধরে এভাবে বিদ্যুৎ আসা-যাওয়া করছে। দিন-রাত মিলিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ৭ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না।

ধামইরহাট বাজার এলাকার থানা মোড়ের কাপড় ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘ঈদের কেনাকাটা করার জন্য দোকানে ভিড় হচ্ছে। ক্রেতাদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে শুরু হইছে লোডশেডিংয়ের জ্বালা। লোডশেডিং হলেই জেনারেটর চালিয়ে লাইট ও ফ্যান চালু রাখতে হচ্ছে। এতে আমাদের খরচ বেড়ে যাচ্ছে।’

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও সমিতি-২ কার্যালয় সূত্রে জানা যায়, নওগাঁ পল্লী সমিতি-১–এর আওতায় বাণিজ্যিক, আবাসিকসহ মোট ৪ লাখ ৫৪ হাজার গ্রাহক রয়েছেন। আর নওগাঁ পল্লী বিদ্যুৎ-২–এর আওতায় বিদ্যুৎ গ্রাহক রয়েছেন ৩ লাখ ৩৫ হাজার। তিন–চার দিন ধরে পিক আওয়ারে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকছে ১৮৭ মেগাওয়াট পর্যন্ত। কিন্তু উৎপাদনকেন্দ্র থেকে চাহিদার তুলনায় প্রায় ৪০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ কম পাওয়া যাচ্ছে।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর উপমহাব্যবস্থাপক রাজ্জাকুর রহমান বলেন, ‘গরম বেড়ে যাওয়ায় বিদ্যুৎ পরিস্থিতির অবনতি হচ্ছে। চাহিদা যত বাড়ছে, ঘাটতিও তত বাড়ছে। কিছুদিন ধরে চাহিদার তুলনায় সরবরাহ শতভাগ ছিল। কিন্তু ১ এপ্রিল থেকে চাহিদার তুলনায় প্রায় ৪০ শতাংশ কম বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। ফলে লোডশেডিং করতে হচ্ছে।’

অন্যদিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) মাধ্যমে নওগাঁ, নজিপুর, সান্তাহার পৌরসভা এলাকাসহ নওগাঁ সদর, বদলগাছী উপজেলার কিছু গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ নওগাঁ কার্যালয় সূত্রে জানা যায়, তিন-চার দিন ধরে নওগাঁয় নেসকোর গ্রাহকদের বিদ্যুতের চাহিদা ছিল ৩০ মেগাওয়াটের বেশি। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম পাওয়ায় নওগাঁ পৌরসভাসহ বেশ কিছু এলাকায় দিন ও রাতে লোডশেডিং করতে হচ্ছে।

নওগাঁ শহরের পার-নওগাঁ ধোপাপাড়া এলাকার লন্ড্রি ব্যবসায়ী মিলন চন্দ্র বলেন, ‘ঈদের আগে লন্ড্রিতে কাপড় ইস্ত্রি ও ওয়াশ করার জন্য কাস্টমাররা প্রচুর কাপড় দিচ্ছেন। কিন্তু ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ঠিক সময়ে কাপড় ডেলিভারি দিতে পারছি না।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৯২ হাজার ৯২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। জেলায় বিদ্যুৎ ও ডিজেলচালিত সেচপাম্প রয়েছে ৪২ হাজার ৪৯৫টি। এর মধ্যে বিদ্যুৎ–চালিত সেচপাম্পের সংখ্যা ৯ হাজার ৯১৫টি।

মান্দা উপজেলার ভালাইন গ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকূপের অপারেটর আবদুল মালেক বলেন, ‘চাহিদা অনুযায়ী ধানের জমিতে সেচ দিতে পারছি না। লোডশেডিং না হলে যে জমিতে সেচ দিতে দুই ঘণ্টা সময় লাগতো, সেখানে এখন তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। কারেন্টের অবস্থা এ রকম চলতে থাকলে ধান বাঁচানোই কষ্ট হয়ে যাবে।’

Header Ad
Header Ad

পায়ে শিকল দিয়ে বেঁধে আরও ১১২ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

পায়ে শিকল দিয়ে বেঁধে আরও ১১২ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

তৃতীয় দফায় আরও ১১২ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র । রোববার পাঞ্জাবের অমৃতসরের শ্রী গুরু রাম দাস আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসীদের নিয়ে একটি মার্কিন সামরিক বিমান অবতরণ করে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের ফেরত পাঠানো ১১২ জন অভিবাসীর মধ্যে ৪৪ জন হরিয়ানার বাসিন্দা, ৩৩ জন গুজরাটের, ৩১ জন পাঞ্জাবের, ২ জন উত্তর প্রদেশের এবং ১ জন করে হিমাচল ও উত্তরাখন্ডের নাগরিক।

এর আগে গত শনিবার রাতেও একটি মার্কিন সামরিক বিমানে ১১৯ জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে ৬৭ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, ৮ জন গুজরাটের, ৩ জন উত্তর প্রদেশের। আর ২ জন করে গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থানের এবং ১ জন করে হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরের নাগরিক।

ফেরত পাঠানো এসব অভিবাসীদের কয়েকজন অভিযোগ করেছেন, ভ্রমণকালে তাদের হাতকড়া ও পায়ে শিকল পরানো হয়েছিল। অমৃতসরে পৌঁছানোর পর খোলা হয়।

তবে দেশে ফেরত পাঠানো ভারতীয়দের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে, তা নিয়ে দেশটিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রল কর্মকর্তারা ভারতীয়দের হাতকড়া পরিয়ে এবং পা শিকল দিয়ে বেঁধে রেখেছেন। বিমান থেকে নামানোর সময় দেখে মনে হচ্ছিল, কোনো কুখ্যাত অপরাধীকে আনা হচ্ছে।

এই ঘটনার পর ভারতের বিরোধী দলগুলো কেন্দ্রের তীব্র সমালোচনা শুরু করেছে। বিরোধীদের সমালোচনার জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) এই প্রক্রিয়া পরিচালনা করছে এবং এই সংস্থার নিয়ম অনুযায়ী নিরাপত্তার জন্য বন্দীদের হাতকড়া পরানো হয়। তবে নারী ও শিশুদের ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া হয় না।

এমন ঘটনা নতুন নয়। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ১৫ হাজার ৭৫৬ ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ছিল ২০১৯ সালে সর্বোচ্চ ২ হাজার ৪২ জন এবং ২০২০ সালে ১ হাজার ৮৮৯ জন।

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ভারতীয়দের ফেরত পাঠানোর এই প্রক্রিয়া আগামী সপ্তাহগুলোতেও চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতি ১৫ দিন পর সামরিক বিমানের ফ্লাইটে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হবে, যত দিন পর্যন্ত না সবাই দেশে ফিরে আসে।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে প্রায় ৭ লাখ ২৫ হাজার ভারতীয় নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাই আরও অনেককে ফেরত পাঠানো হতে পারে।

এর আগে ৫ ফেব্রুয়ারি প্রথম দফায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান ১০৪ ভারতীয়কে নিয়ে অবতরণ করে। তাদের মধ্যে ৩৩ জন করে ছিলেন হরিয়ানা ও গুজরাটের, ৩০ জন পাঞ্জাবের, ৩ জন করে মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের এবং ২ জন চণ্ডীগড়ের।

Header Ad
Header Ad

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে প্রতিদিন উদ্ধার হচ্ছে লাশ, বাড়ছে নিহতের সংখ্যা

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ সংঘাতের অবসান ঘটেছে গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাধ্যমে। তবে লাশের মিছিল এখনও শেষ হয়নি। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মরদেহ একের পর এক উদ্ধার হচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে বিপর্যয়ের ভয়াবহতা কতটা বিস্তৃত।

সবশেষ উদ্ধার অভিযানে আরও ছয়জনের লাশ পাওয়া গেছে, ফলে গাজার মৃতের সংখ্যা ৪৮ হাজার ২৭১-এ পৌঁছেছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালিয়ে ছয়টি মরদেহ উদ্ধার করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের বর্বর হামলায় নিহতের সংখ্যা ৪৮ হাজার ২৭১ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, আহতদের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠছে। সর্বশেষ তথ্যানুযায়ী, নতুন করে আরও পাঁচজন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার ফলে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৬৯৩ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন এবং অনেকের মরদেহ রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না। উদ্ধার অভিযান পরিচালনায় মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে কর্মীদের, যা সংকটকে আরও ঘনীভূত করছে।

Header Ad
Header Ad

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্ট শুরুর ছয় দিন আগেই দুবাইয়ে পৌঁছে গেছে টাইগাররা। গত শুক্রবার বিকেলে সেখানে পৌঁছানোর পর পরের দিনই আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে প্রথম অনুশীলন করে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।

চলতি মাসের ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠছে ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। ঠিক তার পরের দিন, অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে তার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে আজ (সোমবার) একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

পাকিস্তান শাহিনসের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়, দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে। মূল পর্বে ভালো করতে প্রস্তুতি ম্যাচকে গুরুত্বের সঙ্গে দেখছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত এক ভিডিওতে পেসার তানজিম হাসান সাকিব বলেন, "আমরা রাতের ফ্লাইটে দুবাই এসেছি, তারপর বিশ্রাম নিয়েছি। আমাদের রিকভারি ভালো হয়েছে, অনুশীলন করার পর শরীর আরও ভালো লাগছে। প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের জন্য উইকেট সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। কোন লেন্থে বল করলে ব্যাটারদের সমস্যা হবে, সেটাও বুঝতে চাই।"

তবে বাংলাদেশের বিপক্ষে যে পাকিস্তান দল খেলবে, সেটির কোনো খেলোয়াড়ই মূল চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। পাকিস্তান স্কোয়াডে মোহাম্মদ হারিস ছাড়াও রয়েছেন আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা ও উসামা মীর।

বাংলাদেশের স্কোয়াড: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পায়ে শিকল দিয়ে বেঁধে আরও ১১২ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে প্রতিদিন উদ্ধার হচ্ছে লাশ, বাড়ছে নিহতের সংখ্যা
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ
রমজানে ৩০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা
ঢাকায় সাংবাদিকদের উপর হামলা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে : আরএসএফ
সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা ৫ দিনের রিমান্ডে  
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত অন্তত ২০  
ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি  
সিলেটে হালকা বৃষ্টির সম্ভাবনা, অন্যত্র বাড়বে তাপমাত্রা  
তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন    
আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে ব্রাজিল চ্যাম্পিয়ন    
আজ থেকে তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার কর্মসূচি
ইউক্রেন নিয়ে জরুরি সম্মেলন আহ্বান ম্যাক্রোঁর    
বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে বেশি ভোট পড়ায় ফল স্থগিত  
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী দোলনা আক্তার গ্রেপ্তার
গঙ্গা পানি চুক্তি নবায়নসহ বিভিন্ন বিষয়ে জয়শঙ্করের সঙ্গে বৈঠক পররাষ্ট্র উপদেষ্টার
মিঠাপুকুরে এক যুগেও চালু হয়নি ইকোপার্ক, শত কোটি টাকার প্রকল্প প্রশ্নবিদ্ধ
মসজিদে নববীর প্রধান ইমাম হলেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি
মালিতে পরিত্যক্ত সোনার খনি ধসে পড়ে অন্তত ৪৮ জন নিহত
কেমন হলো টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি