রবিবার, ৪ মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

নওগাঁ আ'লীগের অফিসে চুরি করতে গিয়ে ৭ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

ছবি : ঢাকাপ্রকাশ

নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের লিফটের খালি জায়গা থেকে মো. দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৪ মে) দুপুুর ২টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মো. দেলোয়ার হোসেন (৩৫) নওগাঁ শহরের চকদেব পাড়া এলাকার মৃত- মসির উদ্দিনের ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে, ওই যুবক লিফটের তার, রেলিংয়ের ধাতব পদার্থ চুরি করার জন্য ওই ভবনের সাত তলায় উঠেছিলেন। চুরি করার সময় অসতর্কতাবশত তিনি সেখান থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের মধ্যে ঘটনাটি জানার পর দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন সরিষাহাটির মোড় এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, হাসিনা সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এরপর থেকে এই সাততলা ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে সাধারণত কেউ যায় না। আজ দুপুর ২টার দিকে আশপাশের লোকজন শব্দ পেয়ে ভবনের নিচতলায় লিফটের ফাকা জায়গায় একজন লোককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পড়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লোকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু জার গাফফার বলেন, রোগীটিকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন তাঁর কোনো পালস পাওয়া যাচ্ছিল না। ইসিজি করার পর তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়। হাসপাতালে নেওয়ার আগেই রোগীটির মৃত্যু হয়েছে।

Header Ad
Header Ad

আনসার-ভিডিপির মানবিক উদ্যোগে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন সদস্যরা

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে শ্রমিক সংকট ও অতিরিক্ত মজুরি দিতে না পারায় বিপাকে পড়া দরিদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা। রোববার (৪ মে) সকালে উপজেলার জগদীশপুর ইউনিয়নের চারাভাঙ্গা এলাকায় আনসার সদস্যরা ফসলি মাঠে কৃষকের ধান কেটে দেন।

জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসির নেতৃত্বে ১৫-১৬ জন আনসার ও ভিডিপি সদস্য এ কাজে অংশ নেন। তারা একাধিক কৃষকের জমিতে ধান কেটে দেন, যা স্থানীয়দের মধ্যে প্রশংসার জোয়ার তোলে।

উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট শুভাশিষ চক্রবর্তী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. কামরুল হাসান, প্রশিক্ষক আবদুল ওয়াহাবসহ আরও অনেকে।

সুবিধাভোগী কৃষক জানু মিয়া বলেন, “আনসার বাহিনীর কর্মকর্তারা যে উপকার করেছেন, তা কোনো দিন ভুলব না। আমরা অনেক উপকার পেয়েছি।”

এই মানবিক উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে।

Header Ad
Header Ad

ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ, মাকে 'নাকে খত' দেওয়ালেন বিএনপি নেতা

ফেনীতে দুই কিশোরের বিরুদ্ধে কবুতর ও মুরগী চুরির অভিযোগ এনে শত শত মানুষের সামনে তাদের মায়েদের নাকে খত দেওয়ার অভিযোগ উঠেছে পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ মে) রাতে ফেনী সদর উপজেলের পাঁচগাছিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

সম্প্রতি স্থানীয় জাহাঙ্গীরের বাড়ি থেকে কবুতর ও মুরগি চুরির অভিযোগ উঠে দুই কিশোরের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে সালিসের আয়োজন করে ভূক্তভোগী জাহাঙ্গীর। সালিসে অভিযুক্ত কিশোরদের মারধর করে পুলিশে দেওয়ার পরিকল্পনার কথা শুনে এলাকা থেকে পালিয়ে যায় কিশোররা। রাতে সালিসে কিশোরদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে দুই কিশোরের মায়েদের ডেকে সবার সামনে নাকে খত দিতে বাধ্য করান বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাতের বেলায় বহু লোকজনের সামনে চেয়ারে বসে বিচার করছেন বিএনপি নেতা দেলু চেয়ারম্যান। এরপর তিনি হাতে লাঠি নিয়ে দুই কিশোরের মায়েদের নাকে খত দিতে নির্দেশ দেন। ভয়ে বাধ্য হয়ে বোরকা পরা দুই নারী মাটিতে লুটে নাকে খত দেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তার সকল পদ স্থগিত করেছে সদর উপজেলা বিএনপি।

অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু বলেন, কিশোরদের অপরাধে তাদের মায়েদের শাস্তি দেওয়ায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তবে,পরিবেশ পরিস্থিতির কারণে এমনটি করতে বাধ্য হয়েছেন তিনি৷

ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি তিনি দেখেছেন। বিয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Header Ad
Header Ad

সংযুক্ত আরব আমিরাত আবারও বাংলাদেশিদের দিচ্ছে ভিজিট ভিসা

ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য আবার চালু হলো সংযুক্ত আরব আমিরাতের ভিজিট (ভ্রমণ) ভিসা। দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশটির ঢাকাস্থ রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি জানান, এখন প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে।

রোববার (৪ মে) প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে এক বৈঠকে তিনি এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, দুই দেশের টানা কূটনৈতিক প্রচেষ্টার ফলে ভিসা ইস্যুতে অগ্রগতি এসেছে। ব্যবসায়িক ভ্রমণের ক্ষেত্রে দলভিত্তিক (বাল্ক) ভিসা প্রক্রিয়াও সহজ করা হয়েছে। এছাড়া, দক্ষ পেশাজীবীদের জন্য পুনরায় চালু হয়েছে অনলাইন এমপ্লয়মেন্ট ভিসা ব্যবস্থা—যার আওতায় ইতোমধ্যে মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের ভিসা ইস্যু করা হয়েছে।

আলহামুদি জানান, নিরাপত্তা খাতে নিয়োগের জন্য ইতোমধ্যে ৫০০ জনের ভিসা দেওয়া হয়েছে এবং আরও ১,০০০ জনের ভিসা অনুমোদনপ্রাপ্ত।

বৈঠকে রাষ্ট্রদূত লুৎফে সিদ্দিকীর সাম্প্রতিক সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা এগিয়ে যাওয়ার কথাও জানান। বৈঠকের শেষে জানানো হয়, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আনসার-ভিডিপির মানবিক উদ্যোগে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন সদস্যরা
ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ, মাকে 'নাকে খত' দেওয়ালেন বিএনপি নেতা
সংযুক্ত আরব আমিরাত আবারও বাংলাদেশিদের দিচ্ছে ভিজিট ভিসা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা: উপাচার্যের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের
সিরাজগঞ্জে রহস্যময় ‘আয়না ঘর’: বন্দী নারী ও বৃদ্ধ উদ্ধার, মূল রহস্য এখনো অজানা
গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা
এনা ও স্টারলাইন পরিবহনের ১৯০টি গাড়ি জব্দের নির্দেশ
টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস
যশোরে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক
জম্মু-কাশ্মিরে ভারতীয় তিন সৈন্য নিহত
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন
নওগাঁ আ'লীগের অফিসে চুরি করতে গিয়ে ৭ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে পড়ল ইয়েমেনের ছোড়া ব্যালিস্টিক মিসাইল
কাশ্মিরে হামলা মোদি সরকারের রাজনৈতিক কৌশল: অভিযোগ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
কপাল পুড়লো ভারতের, বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন
রাখাইনে মানবিক করিডর চালুর বিষয়ে কোনও চুক্তি হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: গণশিক্ষা উপদেষ্টা
“নির্বাচন চায় না অন্তর্বর্তী সরকারের কেউ কেউ” প্রেসক্লাবে রিজভীর অভিযোগ
কুরবানি ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড গড়লেন মালদ্বীপের প্রেসিডেন্ট