শনিবার, ৩ মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, হোটেলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ব্যাপক আগমন ঘটেছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে সকাল থেকে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে, আর বিশেষ করে সমুদ্রসৈকত এবং জনপ্রিয় বিনোদনকেন্দ্রগুলো ছিল পূর্ণ। ৯ দিনের ঈদের ছুটিতে বেড়াতে আসা পর্যটকদের সংখ্যা বিপুল পরিমাণে বাড়ায়, কক্সবাজারে পর্যটকদের ভিড় ১০ তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে, বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে পর্যটকদের এই ব্যাপক আগমনকে কাজে লাগিয়ে কিছু মৌসুমী ব্যবসায়ী, মধ্যস্বত্বভোগী এবং অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলো পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে। হোটেল, গেস্ট হাউস, রেস্তরাঁ এবং যানবাহনের খরচ বেড়ে যাওয়ার অভিযোগের শিকার হচ্ছেন পর্যটকরা।

ঢাকা থেকে কক্সবাজারে আসা শাহাদাত হোসেন জানান, তিনি কলাতলীর সী মুন হোটেলে নন এসি রুমের জন্য প্রতি রাতের ৬ হাজার টাকা ভাড়া চাওয়ার অভিযোগ করেন। একইভাবে, সুগন্ধা পয়েন্টের লাইট হাউস কটেজে এক রাতের জন্য ৭ হাজার টাকা দাবি করা হয়েছে, যা রুমের মানের তুলনায় অস্বাভাবিক মনে হয়েছে সাবিনা আক্তারের কাছে।

এছাড়া রাজশাহী থেকে আসা সোলেমান জানান, বাস থেকে নামার পর এক অটোচালক তাকে এক হোটেলে নিয়ে যায়, যেখানে এসি রুমের ভাড়া ৮ হাজার টাকা চাওয়া হয়। তবে, তিনি সাড়ে ৬ হাজার টাকায় রুমটি নিতে রাজি হন।

এ বিষয়ে মেরিন ড্রাইভ হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, ঈদের ছুটিতে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক আসায় এই সুযোগে কিছু মৌসুমী ব্যবসায়ী এবং অনুমোদনহীন প্রতিষ্ঠান অতিরিক্ত ভাড়া আদায় করছে। তিনি জানান, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে এবং এ নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পর্যটক হয়রানির অভিযোগ পাওয়া গেলে দ্রুত অভিযান চালানো হচ্ছে এবং হেল্প ডেস্কে অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে।

Header Ad
Header Ad

ভারতের গোয়ায় পদদলিত হয়ে নিহত ৭

ছবি: সংগৃহীত

ভারতের গোয়ার শিরগাঁও মন্দিরে লায়রাই দেবীর বার্ষিক যাত্রা উৎসব চলাকালে শুক্রবার ভয়াবহ হুড়োহুড়ির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭ জন নিহত ও ৫০ জনের বেশি গুরুতর আহত হয়েছেন।

৩ মে (শনিবার) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যক্ষদর্শীরা জানান, বিশাল ধর্মীয় জমায়েতে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়লে জনস্রোতে হুড়োহুড়ির সৃষ্টি হয়। জনতা একে অপরকে ধাক্কা দিতে দিতে ছুটে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয়।

ঘটনাস্থলে জরুরি পরিষেবা ও পুলিশ সদস্যরা দ্রুত পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের চিকিৎসার জন্য কাছের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন।

সুনির্দিষ্ট কারণ এখনো সরকারি ভাবে জানানো না হলেও প্রাথমিক ধারণা, অতিরিক্ত ভিড় ও পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণের অভাব থেকে এ দুর্ঘটনা ঘটেছে।

লায়রাই দেবীর যাত্রা বা শিরগাঁও যাত্রা হলো গোয়ার উত্তরাঞ্চলের শিরগাঁও গ্রামে অনুষ্ঠিত এক ঐতিহ্যবাহী হিন্দু ধর্মীয় উৎসব। এই উৎসব লায়রাই দেবীর উদ্দেশ্যে পালিত হয়, যিনি গোয়ান লোককথায় পার্বতী দেবীর এক রূপ এবং ‘সাত বোন’ দেবীর অন্যতম বলে বিবেচিত।

এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় আচার হলো ‘অগ্নিদিভ্য’ বা আগুন হাঁটা, যেখানে ভক্তরা—যাদের ‘ধোন্ড’ বলা হয়—উলঙ্গ পায়ে জ্বলন্ত কয়লার বিছানার ওপর দিয়ে হাঁটেন আশীর্বাদ লাভের আশায়।

প্রশাসন জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং উৎসবের ভিড় সামাল দিতে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

Header Ad
Header Ad

তিন দেশে ৪টি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সঙ্গে থাকবেন মেসিও

ছবি: সংগৃহীত

চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে এশিয়া ও আফ্রিকার তিনটি দেশে সফর করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ সফরে মোট চারটি প্রীতি ম্যাচ খেলবে তারা। আর্জেন্টিনার শীর্ষ ক্রীড়া দৈনিক ‘ওলে’ এবং টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এই সফরে দলের সঙ্গে থাকবেন লিওনেল মেসিও।

অক্টোবরের ফিফা উইন্ডোতে প্রথমে চীন সফরে যাবে আর্জেন্টিনা। সেখানে তারা দুটি প্রীতি ম্যাচ খেলবে। যদিও এখনো প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, চীনের পাশাপাশি আরেকটি দেশকে আমন্ত্রণ জানানো হতে পারে।

চীন সফর শেষে নভেম্বরে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় পাড়ি জমাবে স্কালোনির দল। দেশটির স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ১১ নভেম্বর একটি ম্যাচ আয়োজন করবে অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশন। এ উপলক্ষে সম্প্রতি অ্যাঙ্গোলার ফেডারেশন সভাপতি ফার্নান্দো আলভেস সিমোয়েসের সঙ্গে বৈঠক করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।

বৈঠকে তাপিয়া সরাসরি ফোন করেন মেসিকে এবং ২০০৬ সালের একটি প্রীতি ম্যাচের স্মৃতি তুলে ধরেন, যেখানে আর্জেন্টিনা ২-০ গোলে অ্যাঙ্গোলাকে হারিয়েছিল। এতে মেসির অ্যাঙ্গোলা সফরের সম্ভাবনা আরও বেড়েছে বলে জানিয়েছেন সিমোয়েস।

অ্যাঙ্গোলা সফর শেষে মেসিদের দলটি যাবে কাতারে। ২০২২ সালে এই দেশেই নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেখানে তারা একটি প্রীতি ম্যাচ খেলবে, যদিও প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।

এদিকে বিশ্বকাপ বাছাইপর্বে আগেই সাফল্য পেয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে পাঁচ ম্যাচ হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা। গত মার্চে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে দলটি।

আগামী জুন ও সেপ্টেম্বরে বাকি চারটি বাছাই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ—চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডর। বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত নিয়মিত ম্যাচ খেলার লক্ষ্যেই এই প্রীতি সফরের আয়োজন করছে এএফএ।

Header Ad
Header Ad

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

গতকাল রবিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে (এক্স ও ফেসবুক) তারেক রহমান লেখেন, ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আসুন আমরা ঐক্যবদ্ধ হই গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এবং সেই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, যারা নৈতিকতা বজায় রেখে সত্য প্রকাশে অটল।’

তিনি পোস্টে লেখেন, ‘সাংবাদিকরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করেন। তাদের কাজকে সুরক্ষা দেয়ার পাশাপাশি স্বাগত জানানো উচিত, কোনোভাবেই হামলা বা সেন্সরের মাধ্যমে দমন করা চলবে না।’

বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লেখেন, ‘বাংলাদেশে সদ্যবিদায়ী স্বৈরাচারী সরকারের শাসনামলে রাষ্ট্রীয় মদদে সংবাদমাধ্যমের স্বাধীনতা ধারাবাহিকভাবে ক্ষুণ্ন করা হয়েছিল। সেই অন্ধকার সময়ে, সাহস ও অটল নিষ্ঠার মাধ্যমে বহু বাংলাদেশি সাংবাদিক রাষ্ট্রীয় দুর্নীতি, ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং সামাজিক-অর্থনৈতিক ব্যর্থতার চিত্র উন্মোচন করেন।’

তিনি লেখেন, ‘মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে, দেশ-বিদেশে সর্বত্র সাংবাদিকরা সত্য অনুসন্ধানে অবিচল ছিলেন। তারা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে অবিচল ছিলেন এবং মতপ্রকাশের মৌলিক অধিকার রক্ষায় অবদান রাখেন।’

তারেক রহমান লেখেন, ‘বিএনপি এমন এক নতুন ধারার সাংবাদিকতা থেকে অনুপ্রেরণা নেয়, যেখানে সর্বোচ্চ নৈতিকতা ও পেশাদারত্ব বজায় থাকে। আমরা এমন সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতাকে সম্মান করি, যা আমাদের দলের দৃষ্টিভঙ্গির সঙ্গে নাও মিলতে পারে। আমাদের বিশ্বাস সংবাদমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করে। নিরপেক্ষ ও সৎ সাংবাদিকতা রাজনীতির ঊর্ধ্বে উঠে জনস্বার্থে কাজ করে।’

তিনি পোস্টের ইতি টানেন এভাবে, শক্তিশালী ও টেকসই গণতন্ত্র গঠনের জন্য সাংবাদিকতার স্বাধীনতা ও সততা রক্ষা করা অত্যাবশ্যক। আসুন, রাজনৈতিক মতভেদ ভুলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে জনগণের ভোটে নির্বাচিত সরকার সরকার সংবাদমাধ্যমসহ সব নাগরিকের জন্য মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করবে।’

উল্লেখ্য, পোস্টে ২০০৯ সালে অনুষ্ঠিত দলের সবশেষ জাতীয় কাউন্সিলের আদলে অঙ্কিত একটি কমিক চিত্র সংযুক্ত করেন তিনি। চিত্রটি তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ক্যারিকেচার। দলের সেই কাউন্সিলে সিনিয়র যুগ্ম মহাসচিব থেকে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদমর্যাদায় অধিষ্ঠিত হন তারেক রহমান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতের গোয়ায় পদদলিত হয়ে নিহত ৭
তিন দেশে ৪টি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সঙ্গে থাকবেন মেসিও
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানালেন তারেক রহমান
পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান
ইসরাইলি হত্যাযজ্ঞ থামছেই না, হামলায় নিহত ৪৩
সৌদি আরব পৌঁছেছেন ১৭৬৯৪ হজযাত্রী
আজ হেফাজতের মহাসমাবেশ, ভোর থেকেই সোহরাওয়ার্দী নেতাকর্মীদের ঢল
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, চাপ পড়েছে সৈকত ও হোটেলগুলোতে
বিরল সীমান্তে পতাকা বৈঠক, দুই দেশের নাগরিকদের আনুষ্ঠানিক হস্তান্তর
অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর
ভারত-পাকিস্তান উত্তেজনায় নতুন মাত্রা: পাকিস্তানে বিদেশি ঋণ বন্ধে ভারতের তদবির
ভারতে আতঙ্কে কাশ্মীরিরা: বাড়ছে হয়রানি, মারধর ও ধরপাকড়
গণমাধ্যম নিয়ে কেউ চাপাচাপি করছে না: শফিকুল আলম
নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ
ইউক্রেন যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
দেওয়ানি-ফৌজদারি পৃথক আদালত স্থাপনে সুপ্রিমকোর্টের চিঠি
ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুদের নির্দেশ
এনসিপির সমাবেশে ‘জুলাই আহতরা’ সামনের সারিতে, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি