শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

বাপ দাদার পেশায় থাকলেও ফেরেনি মালি সম্প্রদায়ের ভাগ্য

উত্তরের জেলা দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার আলীহাট ইউনিয়নের জাংগই গ্রামে ভুইমালি সম্প্রদায়ের ২৫ পরিবারের বসবাস। এই পাড়ার মানুষ শংকর আর ঝিনুক পুড়িয়ে চুন তৈরি করে আসছে। এভাবেই ছয় দশক ধরে বাপ দাদার ব্যবসা ধরে রাখার চেষ্টায় ভুইমালি পরিবার, তবে নেই কোন উন্নতি। তাদের আশা সরকারী বা বেসরকারী কোন পৃষ্টপোষকতা পেলে একটু ভালো ভাবে জীবন যাপন করতে পারবে।

বাঙ্গালিদের কোন পালা পর্বণ বা অতিথিয়তা বা অভ্যাসের কারণেই হোক পান ছাড়া কি চলে? সেই পান খাওয়ার একটি উপাদান হলো চুন। সেই,চুন তৈরি করেন ভুইমালি সহ পুরো পাড়ার মানুষ। গোলাকার মাটির বিশেসায়িত চুলাই ৪/৫ কেজি ঝিনুক, শংকর পোড়াবেন। আগুন জ্বালিয়ে দিলেই ঝিনুক, শংকর গলে চুন আকারে স্তুপ জমে। এভাবেই ছয় দশক ধরে বাপ দাদার ব্যবসা ধরে রেখেছেন ভুইমালিসহ এ পাড়ার ২৫ টি পরিবার।

প্রচুর পরিশ্রমের এ কাজে তাদের লাভের পরিমান খুবই কম। কোনমতে জীবন যাপন করে তারা। নেই কোন তাদের ইটের বাড়ি রয়েছে মাটির বাড়ি এবং খ্যারের তৈরি চাল। সময়ের সঙ্গে সঙ্গে অনেকে বদলে ফেলেছে এই পেশা। প্রতি কেজি চুন তৈরি করতে তাদের খরচ হয় ১৮ থেকে ২০ টাকা। আর প্রতি কেজি চুন বাজারে বিক্রি হয় ২৫ থেকে ২৬ টাকা।

প্রতি কেজি চুন বিক্রি করে লাভ হয় ৩ থেকে ৫ টাকা যা দ্রব্যমূল্যের চড়া বাজারে টিকে থাকা তাদের এক রকম অসম্ভব হয়ে পড়েছে। তবুও কস্ট করে বাপ দাদার ঐতিহ্য ধরে রেখেছে তারা। বর্তমানে তাদের জীবন যাত্রার মান খুবই খারাপ। তাদের আশা তারা সরকারী বা বেসরকারী কোন পৃষ্টপোষকতা পেলে একটু ভালো ভাবে জীবন যাপন করতে পারতো।

চুন তৈরি কারক কার্তিক সরকার বলেন, চুন তৈরির কাজটি আমরা আমাদের বাপ দাদার আমল থেকে করে আসছি। এই চুন তৈরি করে বাজারে আমরা বিক্রি করি ২৫ থেকে ৩০ টাকা যা প্রতি কেজিতে তিন থেকে পাঁচ টাকা লাভ হয়। এতে করে আমাদের কোন আয় উন্নতি হয় না। বাপ দাদার পেশা ধরে আছি যার কারণে আমরা অন্য কোন পেশার কাজ করি না। সরকার থেকে আমরা যদি আর্থিকভাবে কোন সহযোগিতা পাই তাহলে আমরা কিছুটা আয় উন্নতি করতে পারব।

চুন তৈরি কারক ঝড়ু সরকার বলেন, আমরা শংকর আর ঝিনুক দিয়ে চুন তৈরি করে থাকি। এসব শংকর ও ঝিনুকের দাম বৃদ্ধির কারণে ও অল্প পুঁচির কারণে অল্প করে নিয়ে আসি অল্প করে বিক্রি করি। এসব সংকর ভারত থেকে বাংলাদেশের বগুড়া আসলে আমরা বগুড়া থেকে কিনে নিয়ে আসি।

প্রতি কেজি শংকর কিনি ৭০ টাকা দরে। সারাদিনে এক-দেড় হাজার টাকার চুন বিক্রি করে থাকি, যা থেকে লাভ হয় ২৫০ থেকে ৩০০ টাকা। বর্তমানে বাজারে সবকিছুর দাম বৃদ্ধি। এই আড়াইশো তিনশ টাকা দিয়ে বাজারে কোন কিছু কেনা সম্ভব হয় না। আবার ছেলে মেয়েদের পড়াশোনা খরচও আছে এতে করে আমরা অসহায়।

চুল তৈরি কারক কুটিল চন্দ্র সরকার বলেন, এই চুন তৈরি করার ব্যবসার বয়স আমার প্রায় ৬০ বছর হয়ে গেল আজ পর্যন্ত আমাদের কোন উন্নতি নেই। এ যুগে অনেকেরই ইটেরবাড়ি থাকলো আমাদের রয়েছেন মাটির বাড়ি। আমরা এখন পর্যন্ত কোন আর্থিক সহযোগিতা কিছু পাই নাই। সারাদিনে যত টাকার চুন বিক্রি করি এতে যে লাভের অংশটি থাকে তা দিয়ে বাজারে কোন বড় মাছ কিনতে পারি না। এজন্য বাধ্য হয়ে পচা মাছ কিনে নিয়ে আসি।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম বলেন, আমরা চুন কারিগর পরিবারের খোঁজখবর নিয়েছি। তাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। তাদেরকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেকোনো সহযোগিতা তারা যদি প্রাপ্য হয় ও স্থানীয় চেয়ারম্যান ও সমাজসেবা নির্দেশনা দিয়েছি তারা যেন সেই সুবিধা প্রাপ্য হয়। একই সঙ্গে চুন ব্যাবসা ধরে রাখার জন্য কৃষি ঋণ ও আর্থিক সহযোগিতা আশ্বাস দিলেন এই কর্মকর্তা।
এএজেড

Header Ad

কয়েক মিনিটের দেরিতে বিসিএসের স্বপ্ন ভঙ্গ ২০ পরীক্ষার্থীর

ছবি: সংগৃহীত

দেশের ৮ বিভাগীয় শহরের ২১৫ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়েছে, যা শেষ হয় দুপুর ১২টায়।

পরীক্ষার্থীরা পিএসসির নির্দেশনা অনুযায়ী সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করেছেন। তাই সকাল সাড়ে ৯টার পর পরীক্ষা কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এ সময়ের মধ্যে কেন্দ্রে যেতে না পারায় ২০ জনের মতো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর তেজগাঁও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। ফলে এই বিসিএসের স্বপ্ন শেষ হয়ে গেল এই পরীক্ষার্থীদের।

তাদের অভিযোগ, পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমাণ শিক্ষার্থীদের কোনোরকম সতর্ক না করেই ঠিক ৯টা ৩০ মিনিটে গেট বন্ধ করে দেওয়া হয়। এর এক মিনিটের মধ্যেই ভেতরে প্রবেশ করতে গেটের সামনে থাকা দায়িত্বরতদের আকুতি-মিনতি করেও লাভ হয়নি।

কুমিল্লা থেকে ঢাকায় বিসিএস পরীক্ষা দিতে এসেছিলেন শাউলিনা। ১৫ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হলেও শেষ সময়ে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে পারেনি তিনি। শাউলিনা বলেন, আমি ৯টা ১৫ মিনিটে এই এলাকায় চলে এসেছি। ঠিক ৯টা ৩১ মিনিটে রাস্তায় গেটের সামনে ছিলাম। সর্বশেষও আমি দেখলাম ঢুকতে দিচ্ছে, তখন আমি বাচ্চাটাকে একপাশে বসিয়ে রেখে এসে দেখি গেট বন্ধ করে দিয়েছে।

তিনি বলেন, মূল গেটের দেয়াল টপকিয়ে দ্বিতীয় গেটে এসেছি, কিন্তু এখান থেকে ঢুকতে দেয়নি। ম্যাজিস্ট্রেটকে বারবার রিকুয়েস্ট করার পরও ঢুকতে দেননি।

শাউলিনা বলেন, এটাই হয়তো আমার শেষ বিসিএস। আমার কাছে আমার পরিবারের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু এতো প্রস্তুতি নিয়ে এসে পরীক্ষাটাই দিতে পারলাম না। জানি না এখন আমার কী করা উচিত। এই মুখ নিয়ে আমি বাসায় যাব কী করে?

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে জানান, আমাদের নিয়মই ছিল ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ বিষয়ে আমরা বারবার বলেছি। তারপরও যদি কোনো শিক্ষার্থী যথাসময়ে পরীক্ষার কেন্দ্রে আসতে না পারে, তাহলে আমাদের দৃষ্টিতে সে পরীক্ষার অযোগ্য।

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিহত আবুল কালাম। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালংগী বিওপি (৬১ বিজিবি) থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অপির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সাত-আটজনের একটি গরু পাচারকারীর দল ঝালংগী বিওপি (৬১ বিজিবি) থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে পকেট পাড়া নামক স্থানে যায়। হঠাৎ ১৬৯ ডুরাডাবড়ী বিএসএফ ক্যাম্পের টহলদল সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয় আবুল কালাম।

সঙ্গে থাকা অন্যরা উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে এনে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

থাই প্রধানমন্ত্রীর গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে থাই প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নমেন্ট হাউসে যান তিনি। এ সময় থাই প্রধানমন্ত্রী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানে থাই কুহ ফাহ বিল্ডিংয়ের সামনের লনে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এসময় থাইল্যান্ডের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল কর্তৃক প্রদত্ত গার্ড অব অনার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে স্রেথা থাভিসিন তার মন্ত্রিসভার সদস্যদের শেখ হাসিনার সঙ্গে পরিচয় করিয়ে দেন। শেখ হাসিনা পরে সরকারী ভবনের অতিথি বইয়ে স্বাক্ষর করেন।

এ বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করতে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক নথিতে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

সরকারি বাসভবন ত্যাগের আগে শেখ হাসিনা সেখানে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তার থাই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর করছেন।

সর্বশেষ সংবাদ

কয়েক মিনিটের দেরিতে বিসিএসের স্বপ্ন ভঙ্গ ২০ পরীক্ষার্থীর
লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
থাই প্রধানমন্ত্রীর গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনা
আগুন নেভাতে দেরি হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, ২ ফায়ারম্যান আহত
পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্নসাৎ, গ্রেপ্তার ৩
মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে দেশে ফিরছে দুই প্রবাসীর লাশ
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলছে
পরিবারের অমতে বিয়ে, স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সৌদির যেকোনো ভিসা থাকলেই ওমরাহ পালন করা যাবে
নাটোরে বোনের বৌভাতে গিয়ে একে একে তিন ভাইয়ের মৃত্যু
জনপ্রতি ১২-১৪ লাখ চুক্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫
কুড়িগ্রামে হিট স্ট্রোকে নারীর মৃত্যু
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী
মৌসুমের সর্বোচ্চ ৩৯.২ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে নওগাঁ
চেন্নাইয়ের হয়ে খেলা সবসময় স্বপ্ন ছিল: মোস্তাফিজ
বৃষ্টি কামনায় টাঙ্গাইলে ইস্তিস্কার নামাজ আদায়
মোবাইল ইন্টারনেট গতিতে আরও ৬ ধাপ পেছালো বাংলাদেশ
বৃষ্টি কবে হবে, জানাল আবহাওয়া অফিস
এফডিসিতে ইউটিউবার প্রবেশ নিষিদ্ধ চাইলেন অঞ্জনা