সারাদেশ

গোবিন্দগঞ্জে ৮ হাজার ৮৮৪ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ :২৭ মে ২০২৪, ০২:৩৭ এএম

গোবিন্দগঞ্জে ৮ হাজার ৮৮৪ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার
ছবি : ঢাকাপ্রকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‌্যাবের অভিযানে ৮ হাজার ৮৮৪ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। গ্রেফতার কারবারি মোতাহার আলী উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের সালজার রহমানের ছেলে।

রবিবার (২৬ মে) সন্ধ্যায় র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৬ মে) সন্ধ্যায় র‍্যাব-১৩, সিপিসি-৩,গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামে অভিযান চালিয়ে ৮ হাজার ৮৮৪ পিস নিষিদ্ধ মাদক ট্যােপন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক কারবারীকে আটক করে। এ সময় একজন দৌড়ে পালিয়ে যায়।

 

ছবি : ঢাকাপ্রকাশ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। জড়িত অন্য মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অনুসন্ধান চলছে। গ্রেফতার ব্যক্তিকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।