সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

এই শুরুর শেষ আছে কিনা আমি জানি না: সাকিব

টি-টোয়েন্টি ক্রিকেটের দুর্দশা কাটাতে দলের মাঝে পরিবর্তনের গান। অধিনায়ক বদল। এবার যদি কিছু হয়। যার প্রথম মিশন এশিয়া কাপ। কিন্তু রাতারাতি কি বদলে যাওয়া সম্ভব? সাকিব আল হাসান বলেন, ‘কখনো না কখনো কোনো কিছু শুরু করতেই হবে। আরও পরে যদি হতো সেটা থেকে তো এখন হওয়া বেটার।’

কিন্তু ব্যর্থতার পালা কি এখানেই শেষ? আর কি শুনতে হবে না এ জাতীয় কথা। নতুন করে অধিনায়কত্ব পাওয়া সাকিব আল হাসান নিজেও জানেন না এর শেষ কোথায় কিংবা এটাই শেষ কিনা?

তিনি বলেন, ‘ব্যর্থতা তো আছেই। অস্বীকার করার কিছু নেই। এটা অবশ্যই করে। আর এটা আমরা শেষবারের মতো শুনছি কিনা সেটাও একটা প্রশ্ন। এরপরও আবার শুনতে হতে পারে, আমরা নতুন করে আবার শুরু করতে যাচ্ছি। এই শুরুর শেষ আছে কিনা আমি জানি না। আমরা যদি চেষ্টা না করি কখন জানতে পারব। চেষ্টা করাটাও জরুরি।’

শ্রীধরন শ্রীরাম এসেছেন টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে। এখন তিনিই সবকিছু পরিকল্পনা করবেন। কিন্তু সাকিব মনে করেন তারা কেউই ফোর-ফাইভের ছাত্র না যে তাদের শিখিয়ে দিতে হবে। তিনি বলেন, ‘পরিকল্পনাগুলো সচরাচর কোচ ও অধিনায়ক মিলে করে থাকে। আমাদের এখানে একজন নতুন দায়িত্বে এসেছেন তার সঙ্গে বসে এগুলো করা হবে। এরকম পার্টিকুলার কোনো পরিকল্পনা থাকবে বলে আমার মনে হয় না। যেটা হয়েছে সবাই অনেক ক্রিকেট খেলেছে এবং আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলে তাদের নিজেদের আইডিয়া থাকে কীভাবে দলকে জেতানো যায়। সবাই যার যার জায়গা থেকে সেভাবেই চেষ্টা করবে বলে মনে করি। এজন্য আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে আমাদের শিখিয়ে দিতে হবে। ওই জায়গায় আমরা আসলে নেই।’

নতুন টেকনিক্যাল কনসালটেন্ট আসার পর সাকিব আজ প্রথম বৈঠকে বসেছিলেন কোচিং স্টাফদের নিয়ে। তিনি বলেন, ‘আমরা আজই প্রথম এশিয়া কাপ নিয়ে মিটিং করতে পারলাম কোচিং স্টাফদের সঙ্গে। তারপর তিন-চারদিন আরও মিটিং হবে। নতুন একজন যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। বোঝার অনেক বিষয় আছে। আমরা যখন এই রুম থেকে বের হব সবাই একটা চিন্তা নিয়ে বের হবে। এরকম হলে যেটা হয় অনেক সময় খারাপ সিদ্ধান্ত ভালো হয়ে যায়। আর যদি এই বিশ্বাস না থাকে অনেক ভালো সিদ্ধান্ত খারাপ হয়ে যায়। গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ড্রেসিং রুমে কী সিদ্ধান্ত নিচ্ছি। আমরা ড্রেসিং রুমের মানুষ সেটা বিশ্বাস করছি কিনা। সবার বিশ্বাস করতে হবে এমন কথা নেই। তবে বিশ্বাস না করলে আমরা ওইটার পেছনে ফুললি ব্যাক করছি কিনা এটাও হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা যদি করতে পারি তাহলে আমরা ভালো কিছু করতে পারব।’

এমপি/এসজি

Header Ad
Header Ad

আজ থেকে তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার কর্মসূচি

ছবিঃ সংগৃহীত

রংপুর বিভাগের পাঁচ জেলায় তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের টানা ৪৮ ঘণ্টার বৃহৎ কর্মসূচি শুরু হচ্ছে আজ। কর্মসূচী বাস্তবায়নে ইতিমধ্যে তিস্তার বুকে মঞ্চ তৈরিসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর মাধ্যমে তিস্তাপাড়ের মানুষকে ঐক্যবদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি বাস্তবায়নে চাপ প্রয়োগসহ বিশ্ব পরিমন্ডলে তিস্তার দুঃখ তুলে ধরা হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে টানা ৪৮ ঘণ্টার লাগাতার এই কর্মসূচী পালন করা হবে।

জানা যায়, তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। এর মধ্যে রংপুরের কাউনিয়া রেলসেতু ও গঙ্গাচড়া মহিপুর বাজার সংলগ্ন তিস্তা নদীর বুকে রংপুরের কর্মসূচী পালিত হবে।

কর্মসূচি বাস্তবায়নে ইতিমধ্যে তিস্তার মহিপুরে কর্মসূচীকে ঘিরে ৩টি বড় বড় প্যান্ডেল করা হয়েছে। এর মধ্যে একটি সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনার জন্য, একটি রাত্রি যাপনের এবং একটি খাবার তৈরি ও পরিবেশনের।

লালমনিরহাট কালিগঞ্জের আনিছুল ইসলাম বলেন, প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের রাত্রিযাপনের প্যান্ডেল, সমাবেশ ও বিনোদনের জন্য মঞ্চ তৈরি, পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা, পয়ঃনিস্কাশন ব্যবস্থা, বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপনসহ সকল ধরনের কাজ শেষ হয়েছে। এ আন্দোলনের মাধ্যমে সরকার যদি তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে তবে লাগাতার কর্মসূচী চলবে।

তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন কোন ব্যক্তি, গোষ্ঠি বা কোন রাজনৈতিক দলের নয় জানিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, এটি রংপুর বিভাগবাসীর আন্দোলন। এই আন্দোলন জনদাবিতে পরিণত হওয়ায় এতে তিস্তাপাড়ের মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ রয়েছে। দু’দিন ব্যাপক লোকসমাগম ঘটবে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ৫ জেলার ১১টি পয়েন্টে ভার্চুয়ালি যুক্ত হবেন।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৭ তারিখ তিস্তাপাড়ের সমাবেশে বক্তব্য দেবেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংহতি জানাতে তিস্তাপাড়ে আসবেন।

 

Header Ad
Header Ad

ইউক্রেন নিয়ে জরুরি সম্মেলন আহ্বান ম্যাক্রোঁর    

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবিঃ সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ নিয়ে জরুরি শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার এই সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রীসহ ইউরোপের নেতারা অংশ নেবেন। মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে, ইউক্রেন যুদ্ধ সমাপ্তির আলোচনায় ইউরোপের কোনও ভূমিকা থাকবে না। এরপর এই সম্মেলনের আয়োজন করা হলো।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন সংঘাত বৃদ্ধির পর গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে কথা বলেন।

গতকাল শনিবার দুই দেশের শীর্ষ কূটনীতিকরা 'সম্ভাব্য উচ্চ পর্যায়ের রুশ-আমেরিকান শীর্ষ সম্মেলনের প্রস্তুতি' শুরু করতে বলেছেন। সেদিনই মার্কিন বিশেষ দূত কিথ কেলোগ জানান, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে এই আলোচনায় রাখা হবে না।

এদিকে, পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লো সিকোরস্কি ম্যাক্রোঁর উদ্যোগকে স্বাগত জানান। আগামীকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) ফ্রান্সে বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন তিনি।

ম্যাক্রোঁর বৈঠকে আমন্ত্রিতদের তালিকা প্রকাশ করা না হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও এতে অংশ নেবেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ম্যাক্রোঁ এর আগে যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনায় ইউরোপকে জড়িত করার উপর জোর দিয়েছিলেন। ফিনান্সিয়াল টাইমসকে ম্যাক্রোঁ বলেছিলেন, ইউক্রেনকে অবশ্যই তার নিজস্ব সার্বভৌমত্ব নিয়ে আলোচনায় নেতৃত্ব দিতে হবে। কিন্তু ট্রাম্প প্রশাসন তা উপেক্ষা করেছে বলে মনে করা হচ্ছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার সরকারকে পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় নিষিদ্ধ করেছিলেন। তিনিও স্বীকার করেছেন, সৌদি আরবে আলোচনায় কিয়েভের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়নি।

পলিটিকোর পক্ষ থেকে ফরাসি সরকারের একজন মুখপাত্র বা পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারটের সঙ্গে যোগাযোগ করা হলে এ নিয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া পাওয়া যায়নি।

Header Ad
Header Ad

বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে বেশি ভোট পড়ায় ফল স্থগিত  

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলার ৯ নম্বর খোলাহাটি ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে ভোট বেশি পড়ায় ফল স্থগিত করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা জেলা বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল আরজু।

খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোটার ছিলেন ৪৫৯ জন। কিন্তু ভোট পড়েছে ৪৮৫টি। এতে শুরু হয় সমালোচনা। ভোট প্রশ্নবিদ্ধ হওয়ায় ফল স্থগিত করেন প্রধান নির্বাচন কমিশনার।

আব্দুল আউয়াল আরজু বলেন, ‌‘ভোট গণনা শেষে ব্যালট বাক্সে ভোটারের চেয়ে ব্যালট বেশি পাওয়া যায়। এমন অসংগতি থাকায় ফল স্থগিত করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার খোলাহাটি ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল শুরু হয়। এর উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নুরুল আজাদ মণ্ডল। সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। বিশেষ বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন।

দ্বিতীয় অধিবেশনে শুরু হয় কাউন্সিল। কাউন্সিলে মোট ভোটার ছিলেন ৪৫৯ জন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বর্তমান আহ্বায়ক মো. মোস্তফা কামাল। সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিন্তু ভোটগ্রহণ শেষে গণনার সময় পাওয়া যায় ৪৮৫ ভোট, যা ভোটারের চেয়ে ২৬টি বেশি। পরে ভোটের এমন অসংগতি দেখা দেওয়ায় কাউন্সিলের ফল স্থগিত করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আজ থেকে তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার কর্মসূচি
ইউক্রেন নিয়ে জরুরি সম্মেলন আহ্বান ম্যাক্রোঁর    
বিএনপির কাউন্সিলে ভোটারের চেয়ে বেশি ভোট পড়ায় ফল স্থগিত  
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী দোলনা আক্তার গ্রেপ্তার
গঙ্গা পানি চুক্তি নবায়নসহ বিভিন্ন বিষয়ে জয়শঙ্করের সঙ্গে বৈঠক পররাষ্ট্র উপদেষ্টার
মিঠাপুকুরে এক যুগেও চালু হয়নি ইকোপার্ক, শত কোটি টাকার প্রকল্প প্রশ্নবিদ্ধ
মসজিদে নববীর প্রধান ইমাম হলেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি
মালিতে পরিত্যক্ত সোনার খনি ধসে পড়ে অন্তত ৪৮ জন নিহত
কেমন হলো টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি
‘হজযাত্রী প্রতি অতিরিক্ত ৩০ হাজার টাকা বেশি নিয়ে আমরা ভাগ করে নেব’
হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি: অবস্থান কর্মসূচির ঘোষণার পর খুলল ৬ জলকপাট
বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির অভিযোগে দুটি স্টল বন্ধ
ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করানোর নামে লাইভে এসে কাপড় বেচলেন পরীমণি
উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে
দেশকে কারা নেতৃত্ব দেবে তা বাছাই করার সময় এসেছে: তারেক রহমান
বিদ্রোহ থেকে সরে এলেও অনুশীলনে যোগ দিচ্ছেন না সাবিনারা
প্রাথমিক শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের সচিবালয়মুখী পদযাত্রায় পুলিশের বাধা, জলকামান নিক্ষেপ
নির্বাচনের বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কা, গৃহযুদ্ধের আশঙ্কা ব্যারিস্টার মামুনের
গান গাইতে গাইতেই মারা যেতে চান আশা ভোঁসলে
ইলন মাস্কের ইন্টারনেট বাংলাদেশে: সুবিধা কি, খরচ কত?