মঙ্গলবার, ৭ মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

বিসিএলে আলো ছড়ালেন যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে বিপিএ্রল যেন আপন সন্তান। আর বাকি সব টুর্নামেন্ট সৎসন্তান। বিপিএল আয়োজন নিয়ে বিসিবির প্রায় সর্বস্তরের কর্তারাই নিজেদের নিয়োজিত রাখেন। রাখা হয় না জাতীয় দলের কোনো খেলা। এমনকি এ সময় জাতীয় দলের কোনো ক্রিকেটারকে অন্য কোনো ফ্রাঞ্চাইজি লিগ খেলার অনাপত্তি পত্রও দেওয়া হয় না।

এই সুযোগ-সুবিধা কিন্তু আবার বিসিএল, এনসিএল এমনকি দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মজবুত কাঠামো ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সময় রাখা হয় না। এই সব আসর যখন অনুষ্ঠিত হয়, তখন থাকে জাতীয় দলের খেলা। ফলে পাওয়া যায় না জাতীয় দলের ক্রিকেটারদর।

আবার খেলা না থাকলেও তাদের সবাই শামিল হন না সকল আসরে। বিশেষ করে বিসিএল ও এনসিএলে। আবার ডিপিএল খেলার সময় কোনো কোনো ক্রিকেটারকে ফ্রাঞ্চাইজি লিগ খেলার জন্য ছাড়পত্রও দেওয়া হয়ে থাকে। তারপরও বিসিবির এমন বিমাতা সুলভ আচরণের মাঝেও আসরগুলো বছরের পর বছর অনুষ্ঠিত হয়ে আসছে। জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে নতুনরা নিজেদের ডানা মেলে তুলে ধরার চেষ্টা করেন। মিলছে নতুন মুখের সন্ধানও।

এই আসরগুলোর একটি বিসিএল এবার অনুষ্ঠিত হয়েছে লম্বা বিরতি দিয়ে। লম্বা বিরতি ছিল বিসিবির আপন সন্তান বিপিএলের জন্য। আবার যখন খেলা মাঠে গড়িয়েছে, তখন চলছিল আর্ন্তজাতিক সিরিজ। প্রথমে ছিল ভারত, পরে ইংল্যাণ্ড। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ এখনো চলমান। এরই মাঝে অবশ্য পর্দা নেমেছে আসরের। কক্সবাজারে অনুষ্ঠিত ফাইনালে মধ্যাঞ্চলকে ইনিংস ও ৩৩ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতে নিয়েছে দক্ষিণাঞ্চল।

আর্ন্তজাতিক সিরিজ ও বিপিএলের ডামঢোলে আড়ালে পড়ে যাওয়া বিসিএলে কিন্তু এবার নজর কাড়া নৈপুণ্য দেখিয়েছেন বেশ কয়েকজন। তাদের মাঝে সবার আগে নাম আসবে রানার্সআপ মধ্যাঞ্চলের উইকেটকিপার জাকরে আলীর। তবে কিপিং গ্লাভস পড়ে নয়, ব্যাট হাতে। চার দলের আসরে লিগ পর্বে খেলা হয় তিনটি। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দু্‌ই দল খেলে থাকে ফাইনাল। জাকের আলী লিগ পর্বের তিন ম্যাচ খেলে তিনটিতেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। ফাইনালে সেঞ্চুরি করতে না পারলেও হাফ সেঞ্চুরি করেছেন। ‍৪ ম্যাচের ৬ ইনিংসে ৩ সেঞ্চুরি আর ১ হাফ সেঞ্চুরিতে ৪৯২ রান করে তিনি সবার ধরা-ছোঁয়ার বাইরে থেকে শীর্ষ রান সংগ্রহকারী। গড় ৯৮.৪০। স্ট্রাইকেরেট ৫৬.১০। তার সেঞ্চুরির ৩টি ইনিংস ছিল অপরাজিত ১৩৮, ১৩৮ ও ১২১। এমন নজর কাড়া নৈপুণ্য দেখিয়ে জাকের আলী জাতীয় দলের দরজায় কড়া নাড়তে শুরু করেছেন।

জাতীয় দল থেকে বাদ পড়া দক্ষিণাঞ্চলের সাদমান ইসলাম এই আসর দিয়ে ফিরে পান নিজেকে। প্রথম দুইটি ম্যাচ তিনি খেলতে পারেননি। ফাইনালসহ শেষ ২ ম্যাচ খেলে তিনি দুইটিতেই তিন অঙ্কের দেখা পান। এর মাঝে একটি নিয়ে যানি ডাবল সেঞ্চুরিতে। ফাইনালে তার ব্যাট থেকে আসে ২৪৬ রানের ইনিংস। ক্যারিয়ারে এটি ছিল তার প্রথম ডাবল সেঞ্চুরি। তার সেঞ্চুরির অপর ইনিংস ছিল ১৩০ রানের। দুইটি সেঞ্চুরিই তিনি করেছিলেন মধ্যাঞ্চলের বিপক্ষে। ২ ম্যাচের ৩ ইনিংস ব্যাট করে ৩৭৬ রান করে জাকের আলীর পরেই অবস্থান করছেন সাদমান। তার গড় ১২৫.৩৩।

৩৩৩ রান করে জাতীয় দল থেকে বাদ পড়া আরেক ক্রিকেটার দক্ষিণাঞ্চলের ফজল মাহমুদ আছেন তিনে। ৪ ম্যােচর ৬ ইনিংসে তার ব্যাট থেকে কোনো সেঞ্চুরি আসেনি। তবে তার থেকে ১ রান করে চারে থাকা পূর্বাঞ্চলের জহুরুল ইসলাম অমি। ৩ ম্যাচের ৫ ইনিংসে তার দুইটি সেঞ্চুরি ইনিংস ছিল ১৪৫ ও ১০৩ রানের। নাঈম ইসলামও দুইটি সেঞ্চুরি করেছেন অপরাজিত ১০৭ ও ১০৭ রানের। ৩ ম্যাচের ৬ ইনিংসে ব্যাট করে উত্তরাঞ্চলের এই ব্যাটসম্যান ৩২৮ রান করে আছেন ষষ্ঠ স্থানে। কোনো সেঞ্চুরি না করেও ৩ ম্যাচের ৬ ইনিংসই ব্যাট করে ২৫২ রান করে নাঈমের দলেরই তানজিদ হাসান ।

ব্যাটসম্যানদের মেতা বল হাতে আলো ছড়িয়েছেন বোলাররাও। ১৯ উইকেট নিয়ে সবার উপরে দক্ষিণাঞ্চলের বাঁহাতি স্পিনার জাতীয় দল থেকে বাদ পড়া নাজমুল ইসলাম অপু। তার সেরা বোলিং ছিল ৭৪ রানে ৮ উইকেট। ইনিংসে সেরা ছিল ৮ রানে ৪ উইকেট। ১৭ উইকেট নিয়ে দুইয়ে আছেন মধ্যঞ্চলের পেসার আবু হায়দার রনি। ১২৬ রানে ৯ উইকেট ছিল তার ম্যাচ সেরা। ইনিংসে সেরা ছিল ৫৫ রানে ৫ উইকেট। একই দলের পেসার মুশফিক হাসান ১৬ উইকেট নিয়ে তিনে। ম্যাচে ১০৬ রানে ৬ উইকেট ও ইনিংসে ৫৪ রানে ৫ উইকেট ছিল তার সেরা বোলিং। চারে আছেন দক্ষিণাঞ্চলের পেসার সুমন খান। তার উইকেট সংখ্যা ১৩টি। ১২৫ রানে ৬ উইকেট তার ম্যাচ সেরা। ইনিংসে সেরা বোলিং ছিল ৭৭ রানে ৪ উইকেট।

ফাইনালে প্রথম ইনিংসে একটি ও দ্বিতীয় ইনিংসে ৭৪ রানে পাঁচটি উইকেট নিয়ে দক্ষিণাঞ্চলের জাতীয় দলের পেসার সৈয়দ খালেদ আহমেদ ১১ উইকেট নিয়ে অবস্থান করছেন পাঁচে। ম্যাচে তার সেরা বোলিং ছিল ১২৩ রানে ৬ উইকেট।

এমপি/এমএমএ/

 

Header Ad

নির্বাচনে প্রভাব বিস্তার বড় সমস্যা না : সিইসি

ছবি: সংগৃহীত

আসন্ন উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের বিষয়টি বড় সমস্যা হয়ে দাঁড়াবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (৬ মে) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচনে কোন দল থেকে কে দাঁড়াল সেটি ইসির দেখার বিষয় নয়। আমাদের কাজ নির্বাচন পরিচালনা করা।

হাবিবুল আউয়াল বলেন, আমরা দেখছি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কেমন। দলীয় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কিনা সেটা আমরা দেখব না।

তিনি আরও বলেন, আইনে আছে নির্বাচনে যদি একজন প্রার্থী থাকেন তাহলে তিনি নির্বাচনে জয়ী ঘোষিত হবেন। কেউ যদি এভাবে বিজয়ী হয়ে থাকেন সেটা আইন অনুযায়ী।

সিইসি আরও বলেন, প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত না মানার বিষয়ে ইসি বেকায়দায় নেই। এটা পুরাটাই রাজনৈতিক নৈতিকতার বিষয়।

এদিকে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ৬ থেকে ১০ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

এ ছাড়া ভোট উপলক্ষে বুধবার ১৪১টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

উল্লেখ্য, মোট চার ধাপের এই নির্বাচনের পরবর্তীতে তিন ধাপের ভোট ২৩, ২৯ মে ও ৫ জুন অনুষ্ঠিত হবে।

যেভাবে জানা যাবে এসএসসি ও সমমানের ফল

ছবি: সংগৃহীত

আগামী রোববার (১২ মে) চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এদিন সকাল সাড়ে ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসার মো. আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ মে সকাল ১১টায় এসএসসি পরীক্ষা ২০২৪-এর ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে।

ফল দেখার নিয়মে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্নার-এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হলো।

এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেয়া হবে।

এছাড়া শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (educationboardresults.gov.bd) প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। একইভাবে অন্যবোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কভার্ডভ্যান-ট্রাক সংঘর্ষে একজন নিহত, যান চলাচল স্বাভাবিক

কাভার্ডভ্যানের সংঘর্ষে দুমরে মুচরে যাওয়া ট্রাক। ছবি : ঢাকাপ্রকাশ

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে কাভার্ডভ‌্যান ও ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে সুজন (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

মঙ্গলবার (৭ মে) ভোর সাড়ে ৫টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধ‌ু সেতু মহাসড়‌কের উপ‌জেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরা‌তৈল নামক এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহত সুজন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কল্যাণপু্র গ্রামের মো. মজিবুরের ছেলে। তিনি ট্রাক চালক ছিলেন।

আহতরা হলেন- মেহেরপুর জেলার গাংনী উপজেলার পীরতলা গ্রামের একলাজুর রহমানের ছেলে ইবরাহীম (৩৫), নওগাঁর বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত আফাজের ছেলে বাবুল (৫০) ও একই উপজেলার বাসিন্দা মো. আজাহার (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী ট্রা‌কের সা‌থে উত্তরবঙ্গগামী কাভার্ডভ‌্যা‌নের সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষ বাঁধে। এতে ট্রাক চালক ছিঁটকে সড়কে পড়ে ঘটনাস্থলে মারা যায়। আহত হয় তার হেলপারসহ ট্রাকে থাকা ৩ জন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো প্রেরণ করেন।

এদিকে, দুই পরিবহনে দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু পূর্ব টোলপ্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৬ থেকে ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। এতে করে চরম ভোগান্তিতে পড়েন ঢাকা ও উত্তরবঙ্গগামী যাত্রী ও চালকরা।

অপরদিকে, মহাসড়কে যানজট সৃষ্টি হওয়ায় উত্তরবঙ্গগামী পরিবহনগুলো বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করেন। দুর্ঘটনা কবলিত ট্রাক-কাভার্ডভ্যান সরাতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। সকাল ৮ টার দিকে অপসারণ করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে দুইজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও আরেকজনকে সিরাজগঞ্জ এনায়েতপুর খাঁজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে মহাসড়ক বেশ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনে ধীর গতি ও যানজট সৃষ্টি হয়েছিল। পরে দুর্ঘটনা কবলিত দুইটি পরিবহন রেকার দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

নির্বাচনে প্রভাব বিস্তার বড় সমস্যা না : সিইসি
যেভাবে জানা যাবে এসএসসি ও সমমানের ফল
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কভার্ডভ্যান-ট্রাক সংঘর্ষে একজন নিহত, যান চলাচল স্বাভাবিক
স্বাভাবিক রুটিনে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু
উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, দুই নম্বর হুঁশিয়ারি সংকেত
হজ ভিসায় সৌদি আরবের নতুন নিয়ম
অ্যান্ড্রয়েড ফোনে ভয়ংকর ত্রুটির খোঁজ, নিরাপত্তাঝুঁকিতে শতকোটি ব্যবহারকারী
গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হামাস
প্রতিষ্ঠাবার্ষিকীতে এবারও বিএনপিকে দাওয়াত করা হবে: ওবায়দুল কাদের
গোবিন্দগঞ্জে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সমাপনী
দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আরও ৩ জনকে বহিষ্কার করল বিএনপি
আপাতত চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেই: জনপ্রশাসনমন্ত্রী
ঝিনাইদহ-১ উপনির্বাচন স্থগিত
প্রিমিয়ার লিগে বিধ্বংসী বোলিংয়ে নতুন রেকর্ড গড়লেন রাজা
দুদকের ‘ধাওয়ায়’ বিদেশ পালিয়েছেন বেবিচকের ৭ কর্মকর্তা
জনগণকে কবর দিয়ে আ.লীগ ক্ষমতায় থাকতে চায়: রিজভী
‘মঙ্গল গ্রহে গেলেও সেরা ক্লাব হবে রিয়াল মাদ্রিদ’
আমার জীবনের পাঁচটা বছর আমি গাঁজা খেয়ে নষ্ট করেছি : হানি সিং
মন্ত্রীর ব্যক্তিগত সচিবের গৃহকর্মীর বাসায় টাকার পাহাড়