ক্রিকইনফোর টেস্ট বোলিং পারফরম্যান্স পুরস্কার ইবাদতের

১৮ মার্চ ২০২৩, ০৪:১২ পিএম | আপডেট: ২৮ মার্চ ২০২৩, ০৪:৫৬ পিএম


ক্রিকইনফোর টেস্ট বোলিং পারফরম্যান্স পুরস্কার ইবাদতের

বছরজুড়ে টেস্টে ভরাডুবি। সেই সঙ্গে জৈব বুদবুদে থাকার মানসিক যন্ত্রণা। সবমিলে হতাশার ২০২১ সালের পর নতুন বছরের শুরুতে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ বাংলাদেশের জন্য ছিল অগ্নিপরীক্ষা। অনেক চাপের মুখেও মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের প্রথম ইনিংস শেষে টাইগাররা পায় ১৩০ রানে লিড।

তারপর জ্বলে উঠেছিলেন ইবাদত হোসেন। একে একে স্যালুট ছয় কিউই ব্যাটারকে। তাতে ১৬৯ রানে থামে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস এবং ৪০ রান তাড়ায় বাংলাদেশ পায় জয়, যেটা ছিল নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের প্রথম টেস্ট জয়। ওই সাফল্যের কারিগর হিসেবে ইবাদতকে ২০২২ সালের সেরা টেস্ট বোলিং পারফরম্যান্সের পুরস্কার দিয়েছে ক্রিকইনফো।

ওই টেস্টে ৬ উইকেট শিকারের বিপরীতে মাত্র ৪৬ রান খরচ করেন ইবাদত, যা টেস্টে বাংলাদেশি পেসারদের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। তখন থেকেই উত্থান ইবাদতের, যার ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে হয় দ্রুত। বর্তমানে সব ফরম্যাটে ভরসা রাখার মতো এক পেসার তিনি।

এমএমএ/


বিভাগ : খেলা

বিষয় : ক্রিকেট