
লিজেন্ডস অব রূপগঞ্জের দুইয়ে দুই
১৮ মার্চ ২০২৩, ০৭:১৫ পিএম | আপডেট: ২৪ মার্চ ২০২৩, ০১:১৭ পিএম

কোনো রকমে হাফ সেঞ্চুরির ঘরে পৌঁছান আব্দুল্লাহ আল মামুন। সঙ্গে যোগ হয় অন্যদের ছোট ছোট অবদান। সবমিলে লিজেন্ডস অব রূপগঞ্জকে চ্যালেঞ্জিং এক লক্ষ্য ছুঁড়ে দেয় সিটি ক্লাব। সাব্বির রহমানের সেঞ্চুরি এবং ইরফান শুক্কুরের হাফ সেঞ্চুরিতে সেই চ্যালেঞ্জ জয় করে লিজেন্ডস।
শনিবার (১৮ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে সিটি পায় ২৪৮ পুঁজি। রান তাড়ায় ৭ উইকেট এবং ৫২ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে লিজেন্ডস। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এটা টানা দ্বিতীয় জয় তাদের। প্রথম ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছিল ২০ রানে (বৃষ্টি আইনে)।
টানা দ্বিতীয় ম্যাচ হারা সিটি এদিন নিয়মিত বিরতিতে উইকেট হারায়। দলের আট ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছালেও লম্বা করতে পারেনি ইনিংস। মামুন বাদে কেউই পেরুতে পারেনি ৩০ রানের কোটা। ব্যাটারদের এমন ব্যর্থতার পর নখদন্তহীন বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেনি বোলাররা।
যদিও রান তাড়ায় লিজেন্ডসকে ভালো শুরু উপহার দিতে পারেননি দুই ওপেনার মুনিম শাহরিয়ার (৫) এবং পারভেজ হোসেন ইমন (৩৯)। তারা না পারলেও পেরেছেন সাব্বির ও ইরফান। তাদের ১৫৭ রানের প্রতিরোধে প্রশস্ত হয় লিজেন্ডসের জয়ের পথ। দলকেই জিতিয়েই মাঠ ছাড়েন সাব্বির। তিনি অপরাজিত ছিলেন ১১০ রানে।
ইরফান আউট হন গুরুত্বপূর্ণ ৭৪ রানের ইনিংস খেলে। জয়ের মুহূর্তে উইকেটে সাব্বিরের সঙ্গী ছিলেন চিরাগ আলী (১৫)।
এমএমএ/