বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে চট্টগ্রামে প্রথম ইনিংসে ৫৩১ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। ফলে স্বাগতিকরা প্রথম ইনিংসে থেমেছে ১৭৮ রানেই, লঙ্কানদের চেয়ে পিছিয়ে আছে ৩৫৩ রানের ব্যবধানে।

এমসিসির ১৪.১.১ আইন অনুযায়ী, ৫ দিনের টেস্টে কোন দলের তুলনায় ২০০ বা তারচেয়ে বেশি লিড পেলেই একটি দল তার প্রতিপক্ষকে ফলো-অনে পাঠাতে পারে। সেই হিসেবে ৫৩১ রান করা শ্রীলঙ্কার বিপক্ষে ফলো-অন এড়াতে বাংলাদেশের দরকার ছিল ৩৩১ রান। কিন্তু বাংলাদেশের ইনিংস থেমেছে আরও রান আগেই। ৩৫৩ রানে পিছিয়ে থেকে ইনিংস শেষ করেছে বাংলাদেশ। লঙ্কানরা চাইলে বাংলাদেশকে ফলো-অনে পাঠাতে পারে।

সোমবার (১ এপ্রিল) চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ১ উইকেটে ৫৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এদিন ব্যাট হাতে সকালটা খারাপ কাটেনি টিম টাইগার্সের। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার জাকির হাসান নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম মিলে বড় জুটি গড়ার চেষ্টা করেছেন। যদিও ব্যক্তিগত ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি জাকির।

ভিশ্ব ফার্নান্দোর দারুণ এক ডেলিভারিতে ফেরেন জাকির। ভেতরের দিকে ঢোকা বল জাকিরের রক্ষণ ভেদ করে উপড়ে ফেলেছে লেগ স্টাম্প। ৮ চারে ১০৪ বলে ৫৪ রান করে ফিরলেন জাকির। তার বিদায়ে ভাঙে ১২২ বলে ৪৯ রানের জুটি।

জাকিরের বিদায়ের পর যেন পথ হারিয়ে ফেলেছে বাংলাদেশও। দলীয় ৯৬ রান থেকে ৯ রান যোগ করতেই আরও দুই উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। একে একে ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং শেষমেশ নাইটওয়াচম্যান তাইজুলও।

তাইজুল ইসলামের আউটের পর মুমিনুলের সঙ্গে যোগ দেন সাকিব আল হাসান। এই দুজনে কিছুটা সময় নিয়ে খেলতে চাইলেও সেই চেষ্টা সফল হয়নি তাদের। সাকিব অবশ্য এমন আউটের পেছনে ভাগ্যকে দোষ দিতেই পারেন। অনেকটা সুইং করেছিল বল। ব্যাটে-বলে সংযোগ হয়নি। বল প্যাডে লাগার পর আম্পায়ার লঙ্কানদের আবেদনে সাড়া দিয়ে আউটের সংকেত দেন। সাকিব রিভিউ নিয়েছিলেন। শেষ পর্যন্ত আম্পায়ার্স কলে ফিরতে হয় তাকে।

দুই বল পরেই আসিথা ফার্নান্দো আবার আঘাত হানেন। এবার আউট হয়েছেন লিটন দাস। উইকেটের পেছনে সহজ ক্যাচ নিয়েছেন কুশাল মেন্ডিস। ইনিংস বড় করা হয়নি শাহাদাত দীপুরও। ৮ রানে আউট হয়েছেন লাহিরু কুমারার বলে। বল ব্যাটের কানায় লেগে গেছে স্লিপে। নিচু হয়ে সেটি নিয়েছেন কামিন্দু মেন্ডিস। মিরাজ এসে জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রভাত জয়সুরিয়ার বলে এলবিডব্লিউর শিকার এই অলরাউন্ডার।

একদিকে টিকে ছিলেন মুমিনুল হক। আসিথা ফার্নান্ডোর ফুললেংথের বলে এলবিডব্লু হয়েছেন তিনি। ৮৪ বলে ৩৩ রান করে ফিরেছেন তিনি। সাকিবের মতোই দূর্ভাগ্য তার। আম্পায়ার্স কল হওয়াতে ফিরতে হয়েছে এই ব্যাটারকে। আউট হওয়ার আগে অবশ্য টেস্ট ক্যারিয়ারে ৪ হাজার রান পূরণ করেছেন তিনি। শেষ উইকেট হিসেবে আউট হয়েছেন খালেদ। আসিথার চতুর্থ শিকার তিনি। বোল্ড হয়েছেন ১ রান করে।

Header Ad
Header Ad

ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা রাবি শিক্ষক, ভিডিও ভাইরাল

ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা রাবি শিক্ষক। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক সহযোগী অধ্যাপক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার ঘটনায় শিক্ষাঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

ঘটনাটি ঘটে রোববার (১২ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার সময়। শিক্ষার্থীদের দাবি, সেদিন বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের ৩০৭ নম্বর কক্ষে এক ছাত্রীকে নিয়ে প্রবেশ করেন ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহ। এরপর তিনি কক্ষের বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিছু শিক্ষার্থী কক্ষে গিয়ে দরজায় নক করেন। দীর্ঘ সময় পর দরজা খুলে দেওয়া হয়।

কক্ষে প্রবেশ করে তারা দেখেন, ছাত্রীটির হিজাব এবং ওড়না ছিল না। তার ব্যাগ, সেফটিপিনসহ বেশ কিছু ব্যক্তিগত সামগ্রী শিক্ষকের টেবিলে ছড়িয়ে ছিল। পাশে একটি বালিশও পড়ে থাকতে দেখা যায়। এ সময় কিছু শিক্ষার্থী মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, শিক্ষক নিজেই ওই ছাত্রীর মাথায় একটি রুমাল দিয়ে ঢাকার চেষ্টা করছেন। তখন শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, কেন তিনি রুমাল পরাচ্ছেন? উত্তরে হেদায়েত উল্লাহ বলেন, “সে মেয়ে মানুষ, তাই।”

জানা গেছে, ওই ছাত্রী ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রী এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। তিনি স্নাতকে (বিবিএ) ভালো ফলাফল অর্জন করেছিলেন এবং বর্তমানে স্নাতকোত্তরে (এমবিএ) অধ্যয়নরত।

অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হেদায়েত উল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’-এর সক্রিয় সদস্য। কোটা আন্দোলনের সময় ছাত্র আন্দোলনের বিরোধিতায় আওয়ামীপন্থী শিক্ষকদের নানা কর্মসূচিতে তার অংশগ্রহণ ছিল।

এ বিষয়ে জানতে একাধিকবার মোহাম্মদ হেদায়েত উল্লাহর মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ফাইন্যান্স বিভাগের বর্তমান সভাপতি অধ্যাপক মো. শিবলী সাদিক বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। তবে তার বিরুদ্ধে এর আগে এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ দিয়েছিল। তখন বিভাগের সাবেক সভাপতি বিষয়টি বসে মীমাংসা করে দিয়েছিলেন।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, “আমি এ বিষয়ে অবগত নই। কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, “আমি ঘটনাটি শুনেছি, তবে এখনো বিস্তারিত জানি না। আমি খোঁজ নিচ্ছি এবং বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।”

Header Ad
Header Ad

ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত ১০

ছবি: সংগৃহীত

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় আসাম রাইফেলসের সঙ্গে সংঘর্ষে ১০ জন সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে। বুধবার (১৪ মে) ভোরে সীমান্তঘেঁষা নিউ সমতল গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী।

পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড এক্স (প্রাক্তন টুইটার) পোস্টে জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পিয়ার কর্পসের অধীনস্থ আসাম রাইফেলস ইউনিট এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। এতে ঘটনাস্থলেই ১০ জন বন্দুকধারী নিহত হন।

বন্দুকধারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সন্দেহজনক সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। অপারেশন এখনও চলমান রয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এই অঞ্চলটি মিয়ানমার সীমান্তঘেঁষা হওয়ায় দীর্ঘদিন ধরেই সেখানে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিঁদুর’ চালায়। পাল্টা জবাবে পাকিস্তানও সীমান্তে হামলা চালায়। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

Header Ad
Header Ad

রংপুরের পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

নিহত সিহাব মিয়া। ছবি: ঢাকাপ্রকাশ

রংপুরের মিঠাপুকুরে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিহাব মিয়া (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তারা সবাই পেশায় ইলেকট্রিক মিস্ত্রী বলে জানা গেছে।

বুধবার (১৪ মে) দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিহাব মিয়া মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের জালাদিপুর গ্রামের বাসিন্দা মজনু মিয়ার ছেলে। আহতদের মধ্যে একজনের নাম মনিরুজ্জামান, তিনি একই ইউনিয়নের পাগলারহাট জালাদিপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। অন্যজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

দুর্ঘটনায় আহত দুজন। ছবি: ঢাকাপ্রকাশ

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে ঢাকা থেকে রংপুরগামী একটি মাছ বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর একজন, সিহাব, ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর দুইজনকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পরপরই পিকআপটি পালিয়ে যায়।

বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং যান চলাচল স্বাভাবিক করি।” তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক পিকআপটি শনাক্তে কাজ চলছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা রাবি শিক্ষক, ভিডিও ভাইরাল
ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত ১০
রংপুরের পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, অভিযুক্তকে খুঁজছে পুলিশ
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি
আমরা ভারতের বিরুদ্ধে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: শেহবাজ শরিফ
পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ নার্সিং শিক্ষার্থীরা, শাহবাগে যান চলাচল শুরু
অভিযানে ক্ষতিগ্রস্ত ৩ রিকশাচালককে দেড় লাখ টাকা অনুদান, পাবেন চাকরিও
বিশ্বের ‘সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট’ হোসে মুজিকা মারা গেছেন
পিএসএলে দল পেলেন সাকিব আল হাসান!
বিজিবির অভিযানে মেহেরপুর সীমান্তে ৯৪ লাখ টাকার স্বর্ণসহ আটক ২
আ.লীগ সরকারের করা চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব: দুদক
আইপিএলে ডাক পেলেন মোস্তাফিজ, বিসিবি জানে না কিছুই!
টাঙ্গাইলে জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক, থানায় ১২৯ জিডি
ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে
আত্মপক্ষের সুযোগ হারালেন টিউলিপ সিদ্দিক
১ মাস না যেতেই পাল্টে গেল ডেসটিনির রফিকুলের দলের নাম
অশ্লীলতার অভিযোগে ৬ অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল থেকে রেইড: আসিফ মাহমুদ
ইসরায়েলের বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলা (ভিডিও)