মঙ্গলবার, ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। তার পদত্যাগের পর বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। বিসিবির পরিচালকদের ভোটে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় বলে জানা গেছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ক্রিকেট বোর্ডের কাউন্সিলরশিপ আগে থেকেই ছিল ফারুকের। সেই সুবাদেই জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যুক্ত হলেন পরিচালক পদে। সেখান থেকেই চলে এলেন ক্রিকেট বোর্ডের সভাপতি পদে। পরিচালক পদে এনএসসি কোটায় ফারুকের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে দুদিন আগেই পদত্যাগ করেছিলেন জাতীয় দলের আরেক পেসার জালাল ইউনুস।

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ফারুক আহমেদের সখ্যতা বেশ আগে থেকেই। ১৯৯৩-৯৪ মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হয়েছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে দুই দফায় পালন করেছেন নির্বাচকের দায়িত্ব। ২০০৩ সালে প্রথমবার আসেন এই পদে। এরপর ২০১৩ সালে নাজমুল হাসান পাপনের বোর্ডেই আরেকবার নির্বাচক হন তিনি। ২০১৬ সালে সেই দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

এর আগে বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমের বৈঠকে নিজের পদত্যাগের কথা জানান নাজমুল হাসান পাপন। ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। ২০১৩ সালের পর ২০১৭ ও ২১ সালে টানা তিনবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন।

২০১৩ সালে নাজমুল হাসান পাপন এনএসসি কোটায় পরিচালক হয়েছিলেন। পরবর্তীতে পরিচালকরা তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। গত দুই নির্বাচনে তিনি ঢাকা আবাহনীর কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে একই প্রক্রিয়ায় সভাপতি নির্বাচিত হয়েছেন পাপন।

Header Ad
Header Ad

কিশোরগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে ৩ ছাত্রীর মৃত্যু

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে একসঙ্গে প্রাণ হারিয়েছে তিন শিক্ষার্থী। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার চরটেকী এলাকার নামাপাড়ায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তিন শিক্ষার্থী হলেন- চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫), বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) এবং বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)। তারা তিনজনই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুর ১২টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়ার সময় বজ্রপাতের কবলে পড়ে তারা। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তিনজনকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, তবে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, তিনি হাসপাতালে গিয়ে নিহত ছাত্রীদের পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

Header Ad
Header Ad

কানাডার সেরা একাদশে সামিত সোম, বাংলাদেশের জার্সি এখন সময়ের অপেক্ষা

সামিত সোম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফুটবলে নতুন সম্ভাবনার নাম সামিত সোম। কানাডার প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই সপ্তাহের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন কাভালরি এফসির মিডফিল্ডার। আরও বড় খবর হলো—এবার তাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ফুটবলার বলা যাচ্ছে।

সাম্প্রতিক সময় পর্যন্ত তিনি বাংলাদেশের নাগরিক না হলেও, কাভালরির হয়ে সর্বশেষ ম্যাচ খেলার পরপরই দ্রুততার সঙ্গে তার ই-পাসপোর্ট তৈরি হয়েছে। কানাডার টরন্টোয় বাংলাদেশ কনস্যুলেট অফিসে ২ মে আবেদন করে মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই পাসপোর্ট হাতে পেয়েছেন সামিত। সেটি ইতোমধ্যে পৌঁছে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হাতে। এখন কেবল ফিফার ছাড়পত্র পেলেই জাতীয় দলে খেলার সব বাধা দূর হবে।

ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে কাভালরির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সামিত সোম। যদিও গোল কিংবা অ্যাসিস্ট ছিল না, কিন্তু পুরো ম্যাচে মিডফিল্ডে তার নিয়ন্ত্রণ ও কার্যকরী খেলায় কাভালরি পেয়েছে কাঙ্ক্ষিত জয়। আগের ম্যাচেই অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেন সামিত, যা তার প্রতি ক্লাবের আস্থার পরিচয় দেয়।

এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা একাদশে ঠাঁই পান তিনি। তার সঙ্গে দল থেকে আরও জায়গা পেয়েছেন তিনজন—জোড়া গোল করা ফরোয়ার্ড টোবিয়াস ওয়ারচেস্কি, উইঙ্গার ফ্রেজার এয়ার্ড এবং মিডফিল্ডার সার্জিও কামার্গো।

তবে দলীয়ভাবে কাভালরি এখনও লিগ টেবিলের মাঝামাঝি অবস্থানে রয়েছে। ৮ দলের মধ্যে তারা রয়েছে পঞ্চম স্থানে, ৪ ম্যাচে একটি জয়, একটি ড্র এবং দুটি পরাজয় তাদের অর্জন। শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো ওটোয়া, যারা ৫ ম্যাচে সংগ্রহ করেছে ১৩ পয়েন্ট।

জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন নিয়ে সামিত এখন আরও একধাপ এগিয়ে। বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার পর তিনি অপেক্ষা করছেন ফিফার ছাড়পত্রের, যা মিললেই তাকে দেখা যাবে আন্তর্জাতিক ম্যাচে লাল-সবুজের হয়ে লড়তে।

Header Ad
Header Ad

ঈদুল আজহায় ছুটি ১০ দিন: প্রেস সচিব

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (৬ মে) সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করেন। এর মধ্যে ঈদের আগের দুটি শনিবার ১৭ ও ২৪ মে যথারীতি অফিস খোলা থাকবে বলে পোস্টে জানানো হয়েছে।

চলতি বছরের শুরুতে ঈদুল ফিতরেও দেশজুড়ে ছিল টানা ৯ দিনের ছুটি। এবার ঈদুল আজহার ছুটি সেই রেকর্ডও ছাড়িয়ে গেল। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগ-পেছনে সাপ্তাহিক ও নির্বাহী আদেশে যুক্ত ছুটিগুলো মিলিয়ে মোট ১০ দিন কর্মবিরতি থাকবে।

প্রসঙ্গত, ঈদুল ফিতরের সময় সরকার মূলত পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছিল। তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং নির্বাহী আদেশে আরও একটি ছুটি যুক্ত হওয়ায় ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কার্যত ৯ দিন ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কিশোরগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে ৩ ছাত্রীর মৃত্যু
কানাডার সেরা একাদশে সামিত সোম, বাংলাদেশের জার্সি এখন সময়ের অপেক্ষা
ঈদুল আজহায় ছুটি ১০ দিন: প্রেস সচিব
দুই পুত্রবধূকে নিয়ে ফিরোজায় খালেদা জিয়া, নেতাকর্মীদের উল্লাস
প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ
মোহাম্মদ শামিকে হত্যার হুমকি, এক কোটি রুপি দাবি
জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু
ঢাকাসহ ১৩ জেলায় বিকেল ৪টার মধ্যে তীব্র ঝড়ের আভাস
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক
দেশে ফিরলেন খালেদা জিয়া
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর সড়কে নেতাকর্মীদের ঢল
ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে মামলা
স্মরণকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো ইউক্রেন, রাশিয়ায় সব বিমানবন্দর বন্ধ
দেশে ফিরছেন খালেদা জিয়া, ডিএমপির ৭ নির্দেশনা
ভারত সফরে আসছেন পুতিন, ফোনে জানালেন মোদিকে
শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা নয়: ইরান
মাকে বিদায় জানালেন তারেক রহমান
বেইলি রোডের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
প্রধান শিক্ষককে পিটিয়ে গুরুতর জখম করল দশম শ্রেণির এক ছাত্র