রবিবার, ৪ মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

কান্নাভেজা চোখে অবসরের ঘোষণা দিলেন সুয়ারেজ

লুইস সুয়ারেজ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আগামী শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সি তুলে রাখবেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার।

উরুগুয়ের হয়ে ২০০৭ সালে অভিষেকের পর লম্বা সময় দলকে সার্ভিস দেওয়া সুয়ারেজ দেশের হয়ে খেলেছেন ১৪২টি ম্যাচ। প্যারাগুয়ের বিপক্ষে নিজের শেষ ম্যাচের আগে তাই বেশ আবেগপ্রবণ সুয়ারেজ। অবসরের ঘোষণা দিতে এসে কান্নায় ভেঙে পড়েছেন এই তারকা।

অশ্রুসজল চোখে অবসর নিয়ে সুয়ারেজ বলেন, ‘বলতে হৃদয় ভেঙে যাচ্ছে। তবু জানাচ্ছি, আগামী শুক্রবারই (বাংলাদেশ সময় শনিবার) জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলব আমি। আমি জানি, পরের বিশ্বকাপে খেলা আমার জন্য কঠিন হতো। চোটের কারণে নয়, নিজের ইচ্ছায় অবসর নিচ্ছি। এটা অনেক বড় ব্যাপার।’

উরুগুয়ের হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন লুইস সুয়ারেজ, খেলেছেন পাঁচটি কোপা আমেরিকাও। ২০১১ সালে উরুগুয়েকে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন সুয়ারেজই। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন, করেছিলেন ৪ গোল। গোল চারটির শেষটি সুয়ারেজ করেছিলেন ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে। ম্যাচটি ৩-০ গোলে জেতে উরুগুয়ে।

সেই কোপা আমেরিকার জয়টাকেই ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন ভাবেন সুয়ারেজ, ‘কোনো কিছুর বিনিময়েই আমি কোপা আমেরিকার শিরোপাকে হাতছাড়া করতে রাজি নই। আমার ক্যারিয়ারের সবচেয়ে সেরা মুহূর্ত এটি। আবারও বলছি, কোনো কিছুর সঙ্গে আমি এটাকে অদলবদল করতে রাজি নই।’

আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও অবশ্য ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন সুয়ারেজ। বর্তমানে বন্ধু লিওনেল মেসির সঙ্গে এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন সুয়ারেজ।

Header Ad
Header Ad

কুরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চপর্যায়ের কমিটি গঠনে প্রধান উপদেষ্টার নির্দেশ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার সময় কুরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, পশু পরিবহন, বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে মানুষ কুরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সমাজের হতদরিদ্র মানুষ, যারা এই চামড়া বিক্রির টাকার ওপর অনেকাংশে নির্ভরশীল।” তিনি পশুর চামড়ার দাম নিয়ন্ত্রণে থাকা একটি সিন্ডিকেটের কথা উল্লেখ করে বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যাতে কোনো সিন্ডিকেট বা অব্যবস্থাপনার কারণে কেউ ন্যায্য মূল্য থেকে বঞ্চিত না হন।”

প্রধান উপদেষ্টা পশু পরিবহনের সময় নির্দয় আচরণ পরিহার এবং পশুর প্রতি সদয় আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চামড়া প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে পরিবেশবান্ধব ইটিপির যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

এই লক্ষ্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। কমিটিতে আরও অন্তর্ভুক্ত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং চামড়া ব্যবসায়ীদের প্রতিনিধি।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

Header Ad
Header Ad

রেমিট্যান্সে রেকর্ড ধারাবাহিকতায় এপ্রিলেও এলো দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়

ছবি: সংগৃহীত

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলছে। সদ্য বিদায়ী এপ্রিল মাসে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলজুড়ে প্রতিদিন গড়ে ৯ কোটি ১৭ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। আগের বছরের একই সময়ে অর্থাৎ ২০২৪ সালের এপ্রিলের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।

২০২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে মোট রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৮ দশমিক ৩০ শতাংশ। এর আগে চলতি বছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার এবং ডিসেম্বরে তৃতীয় সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বগতি দেশীয় অর্থনীতির জন্য স্বস্তির বার্তা বহন করছে। এটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, টাকার মান স্থিতিশীল রাখা এবং আমদানি ব্যয় সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Header Ad
Header Ad

হুথিদের হামলায় আশঙ্কায় এবার ইসরায়েলগামী ভারতের সব ফ্লাইট বন্ধ

ছবি: সংগৃহীত

ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তার কারণে ইসরায়েলগামী সব ফ্লাইট স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া। ভারতের জাতীয় এই বিমান সংস্থা জানায়, আগামী ৬ মে পর্যন্ত তেল আবিব রুটে তাদের সকল ফ্লাইট বন্ধ থাকবে।

শনিবার সকালে দিল্লি থেকে তেল আবিবগামী AI139 ফ্লাইটটিকে মাঝপথে গন্তব্য পরিবর্তন করে আবুধাবিতে অবতরণ করানো হয়। পরে সেটি পুনরায় দিল্লিতে ফিরে যায়।

এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে বলা হয়, “আমাদের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চালু করা হবে না।”

এই সময়ে যাদের বুকিং ছিল, তারা একবার ফ্রি রিসিডিউল করতে পারবেন অথবা সম্পূর্ণ রিফান্ড পাবেন।

এদিকে ইয়েমেনভিত্তিক হুথি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে জানায়, “বেন গুরিয়ন বিমানবন্দর আর আকাশপথে ভ্রমণের জন্য নিরাপদ নয়।”

উল্লেখ্য, ইরান-সমর্থিত এই হুথি গোষ্ঠী সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, যা ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ বলে দাবি করছে তারা।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কুরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চপর্যায়ের কমিটি গঠনে প্রধান উপদেষ্টার নির্দেশ
রেমিট্যান্সে রেকর্ড ধারাবাহিকতায় এপ্রিলেও এলো দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়
হুথিদের হামলায় আশঙ্কায় এবার ইসরায়েলগামী ভারতের সব ফ্লাইট বন্ধ
আনসার-ভিডিপির মানবিক উদ্যোগে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন সদস্যরা
ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ, মাকে 'নাকে খত' দেওয়ালেন বিএনপি নেতা
সংযুক্ত আরব আমিরাত আবারও বাংলাদেশিদের দিচ্ছে ভিজিট ভিসা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা: উপাচার্যের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের
সিরাজগঞ্জে রহস্যময় ‘আয়না ঘর’: বন্দী নারী ও বৃদ্ধ উদ্ধার, মূল রহস্য এখনো অজানা
গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা
এনা ও স্টারলাইন পরিবহনের ১৯০টি গাড়ি জব্দের নির্দেশ
টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস
যশোরে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক
জম্মু-কাশ্মিরে ভারতীয় তিন সৈন্য নিহত
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন
নওগাঁ আ'লীগের অফিসে চুরি করতে গিয়ে ৭ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে পড়ল ইয়েমেনের ছোড়া ব্যালিস্টিক মিসাইল
কাশ্মিরে হামলা মোদি সরকারের রাজনৈতিক কৌশল: অভিযোগ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
কপাল পুড়লো ভারতের, বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন
রাখাইনে মানবিক করিডর চালুর বিষয়ে কোনও চুক্তি হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
প্রাথমিক শিক্ষার উন্নতি না হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: গণশিক্ষা উপদেষ্টা