বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ শন টেইট

শন টেইট। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং বিভাগে নতুন কোচ হিসেবে যুক্ত হলেন অস্ট্রেলিয়ার সাবেক গতিময় পেসার শন টেইট। সোমবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার আন্দ্রে অ্যাডামসের অধীনে কাজ করছিলেন পেসাররা। তবে দুই পক্ষের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি। অ্যাডামস মাত্র দুই মাস আগেই, ২০২৪ সালের মার্চে পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।
এদিকে, নতুন কোচ শন টেইটের সঙ্গে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি করেছে বোর্ড। চলতি মাসেই তিনি দলের সঙ্গে ক্যাম্পে যোগ দেবেন। ৪২ বছর বয়সী টেইট এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান জাতীয় দলে একই ভূমিকায় কাজ করেছেন।
শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয়, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও কোচ হিসেবে অভিজ্ঞতা সমৃদ্ধ টেইট। বিপিএল, বিগ ব্যাশ ও পিএসএলে বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। সর্বশেষ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচ হিসেবে দলের ফাইনাল পর্যন্ত যাত্রায় নেতৃত্ব দেন।
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত টেইট বলেন, “এটা দারুণ এক সময় বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এখানে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে, এবং আমি এই যাত্রার অংশ হতে মুখিয়ে আছি। আন্তর্জাতিক ক্রিকেটে সবাই ফল চায়, আর আমার লক্ষ্য থাকবে পেসারদের দিয়ে সেই জয়ের পথ তৈরি করা।”
টেইট ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে পরিচিত। তিনি অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ২০০৭ সালের বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
উল্লেখ্য, টেইটের নিয়োগের আগে পাকিস্তানের সাবেক পেসার ওমর গুলের সঙ্গে আলোচনা চলছিল বিসিবির। গুল নিজেও জানিয়েছেন, বোর্ডের সঙ্গে তার প্রাথমিক কথা হয়েছিল, তবে শেষ পর্যন্ত সমঝোতা হয়নি।
