বাংলাদেশের জার্সিতে ফিরছেন ফাহমিদুল, ছাড়পত্র দিয়েছে ক্লাব

ফাহমিদুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ফেরার পথে আর কোনো বাধা রইল না ইতালিপ্রবাসী ফরোয়ার্ড ফাহমিদুল ইসলামের। আসন্ন সিঙ্গাপুর ম্যাচের জন্য তাকে ছাড়পত্র দিয়েছে তার ক্লাব ওলবিয়া কালাসিও।
৪ জুনের প্রস্তুতি ম্যাচেও তাকে পাওয়া যাবে বলে ক্লাবটির এক ফেসবুক পোস্টে জানানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ারে ফাহমিদুলের জন্য শুভকামনাও জানিয়েছে সিরি ডি’র এই ক্লাব।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর। কারণ এর আগেও ভারত সফরের সময় প্রাথমিক স্কোয়াডে জায়গা পেলেও মূল দলে রাখা হয়নি ফাহমিদুলকে, যা নিয়ে সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগ উঠেছিল, সিন্ডিকেটের কারণে জাতীয় দলে সুযোগ পাননি তিনি।
এমনকি বিষয়টি নিয়ে বাফুফে ভবনের সামনে প্রতিবাদে অংশ নেন অনেকে। পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পর্যন্ত হস্তক্ষেপ করেন এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনায় বসেন। এরপর ন্যাশনাল টিমস কমিটির বৈঠকেও বিষয়টি গুরুত্ব পায়।
ফলে আসন্ন ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ এবং তার আগে ৪ জুনের প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে এবার আগেভাগেই ফাহমিদুলকে চাইতে ওলবিয়া কালাসিওকে চিঠি পাঠায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ক্লাবটির সম্মতিতে সব জটিলতা কেটে যায়। এখন শুধু বাকি কোচ হাভিয়ের কাবরেরার চূড়ান্ত সিদ্ধান্ত। ৩১ মে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে অবশ্য উপস্থিত থাকবেন এই প্রতিভাবান ফরোয়ার্ড।
