বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

এমবাপ্পেহীন ফ্রান্সকে রুখে দিলো নেদারল্যান্ডস

ছবি: সংগৃহীত

ভাবা হয়েছিল উত্তেজক ম্যাচ হবে। আদতে তা হয়ে দাঁড়াল নিরামিষ একটি ম্যাচ। শুক্রবার ইউরো কাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ফ্রান্স। নাকে চোটের কারণে খেলেননি কিলিয়ান এমবাপ্পে। তার অভাব গোটা ম্যাচেই অনুভব করল ফ্রান্স।

বেশ কিছু ভালো গোলের সুযোগ তৈরি করেছিল তারা। কিন্তু সঠিক স্ট্রাইকারের অভাবে দু’পয়েন্ট রেখে আসতে হলো মাঠেই। নেদারল্যান্ডসের একটি গোল বাতিল হলো অফসাইডের কারণে। যদিও তা থেকে আগামী দিনে বিতর্ক হতেই পারে।

ম্যাচের শুরুর সুযোগটি অবশ্য পায় নেদারল্যান্ডসই। প্রথম মিনিটেই ফ্রিমপংয়ের করা শটটা আলতো ছোঁয়ায় বাইরে পাঠিয়ে দেন ফ্রেঞ্চ গোলরক্ষক মাইক মাইগনান। এর তিন মিনিট বাদেই নেদারল্যান্ডসের গোলমুখে শট শানান ফ্রেঞ্চ অধিনায়ক আঁতোয়ান গ্রিজমান। কিন্তু দেয়াল হয়ে দাঁড়ান ভারব্রুগেন। দশ মিনিট বাদেই আবারও দুই সুযোগ আসে গ্রিজমানের সামনে। কিন্তু থুরামের কাছ থেকে বক্সের মধ্যে পাওয়া সহজ বলটা নিয়ন্ত্রণে রাখতেই ব্যর্থ হলেন তিনি। কয়েক সেকেন্ড বাদেই কান্তের কাছ থেকে পেয়ে যান আরও এক দারুণ পাস। এবারও বলটাকে গোলপোস্টের বাঁ দিক দিয়ে বাইরে পাঠালেন গ্রিজমান। মাত্র দশ মিনিটের মধ্যে তিনটা সহজ সুযোগ মিস। স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচে এমবাপ্পের নাকে পাওয়া চোটটা হয়তো তখন জ্বালা ধরাচ্ছিল দিদিয়ের দেশমের বুকে।

এর কিছুক্ষণ বাদেই ১৭তম মিনিটে ফ্রেঞ্চ রক্ষণে দারুণ এক আক্রমণ নেদারল্যান্ডসের। বাঁ প্রান্ত থেকে বক্সের কোণায় ঢুকে ডান পায়ে দারুণ এক বাঁকানো শট নেন গাকপো। বলটা প্রতিপক্ষের গোলবারের ডান দিকটার নিচের কোণাটা দিয়ে ঢুকতেই যাবে; তখনই মাইগনানের হাত। ক্লাসিক এই সেইভে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো ফ্রেঞ্চ শিবিরে।

এরপর আবারো বল দখলে রেখে আক্রমণ গোছানোর চেষ্টা ফ্রান্সের। কিন্তু এমবাপ্পের মতো তেড়েফুড়ে দৌঁড়ে যে ডাচ রক্ষণভাগ এলোমেলো করে দেবে সেরকম কেউ তো নেই আর। মাঝে গোলের সম্ভাবনা বলতে ২৮ তম মিনিটে থুরামের এক লক্ষ্যভ্রষ্ট শট। পুরো প্রথমার্ধে ৫৮ শতাংশ বল দখলে রেখেও গোল মিসের মহড়ায় শূন্য হাতেই মাঠ ছাড়তে হয় গ্রিজমান, ডেম্বেলে, থুরামদের। বরং ১৭ তম মিনিটে মাইগনানের ওই দারুণ সেইভটা না হলে লিড নিয়েই প্রথমার্ধ শেষ করতে পারতো কোম্যানের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে যেন আরও গোছালো ফ্রান্স। বল দখলে আরও মনযোগী, কিন্তু তৈরি করতে পারছিলো না কোনো ভালো সুযোগ; আর ফিনিশিং তো যাচ্ছেতাই। দ্বিতীয়ার্ধে প্রথম সুযোগটা আসে থুরামের কাছে, ৬০তম মিনিটে। কিন্তু রেবিওটের কাছ থেকে পাওয়া বলটা এবারও কাজে লাগাতে ব্যর্থ লিলিয়ান থুরামের উত্তরসূরী। তিন মিনিট বাদে ডাচ গোলমুখের কাছে আরেকটি সুযোগ মিস করেন শুয়ামেনি।

দুই মিনিট বাদেই ফ্রান্সের হয়ে আরেকটি অপূর্ব সুযোগ পান গ্রিজমান। কিন্তু গোলমুখের খুব কাছ থেকে নেওয়া তার নিচু শটটা দারুণ দক্ষতায় বাঁ পায়ে আটকে দেন ভারব্রুগেন।

ম্যাচের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্তটি এসে হাজির হয় ৬৯তম মিনিটে। ফ্রেঞ্চ ডি বক্সের সামান্য বাইরে থেকে পাওয়া একটি বলে জোরালো এক নিচু শট করেন ডাচ মিডফিল্ডার জাভি সিমন্স। মাইগনান পরাস্তও হন তাতে; ডান কোণা দিয়ে বল ঢুকে যায় ফ্রান্সের জালে। পুরো স্টেডিয়াম ফেটে পড়ে ডাচ সমর্থকদের জয়োধ্বনিতে। আর মাঠে সিমন্সকে ঘিরে বাঁধভাঙা উল্লাস ডাচ খেলোয়াড়দের। কিন্তু সব থেমে যায় সাইডলাইন থেকে রেফারির অফসাইডের পতাকা তোলাতে। ভিএআর দেখে বোঝা যায়, সিমন্স যখন শটটা নেন মাইগনানের পাশে দাঁড়িয়ে ছিলেন ডামফ্রিজ। আর তাই বলটা সেইভ করার জন্য ডাইভ দেওয়ার সুযোগ পাননি মাইগনান।

এরপর বাকি ২০ মিনিটে বলার মতো আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো পক্ষই। উল্টো শেষের দিকে লক্ষ্য করা যায়, যেন ড্র নিয়ে মাঠ ছাড়তে পারলেই খুশি দুদল। হয়তো আগ্রাসী খেলতে গিয়ে শেষ মূহুর্তে কোনো প্রতি আক্রমণে গোল খাওয়ার ঝুঁকি নিতে চাচ্ছিলো না কেউই। ফলে আসরের ২১তম ম্যাচে এসে প্রথম শূন্য-শূন্য (০-০) স্কোর দেখলো এবারের ইউরো।

অবশ্য ম্যাচের এই ফলাফলে লাভবান হয়েছে দুদলই। দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-এর প্রথম স্থানে অবস্থান করছে নেদারল্যান্ডস। আর সমান ম্যাচে একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফ্রান্স। গ্রুপপর্বে চার পয়েন্ট অর্জন করার পর বাদ পড়ার নজির নেই ইউরোর ইতিহাসে।

গ্রুপের শেষ ম্যাচে ফেভারিট ফ্রান্সের সামনে দুর্বল পোল্যান্ড। ফলে ম্যাচটা অনায়াসেই জেতার কথা তাদের। এমনকি ড্র হলেও সমস্যা নেই তেমন। আর শেষ ম্যাচে অস্ট্রিয়াকে সামনে পাচ্ছে নেদারল্যান্ডস। তাদেরও অনেকটা স্বস্তিতেই থাকার কথা। কারণ, ম্যাচটা ড্র করতে পারলেই শেষ ষোলোর টিকিট কাটা নিশ্চিত হয়ে যাবে ডাচদের।

Header Ad
Header Ad

ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা রাবি শিক্ষক, ভিডিও ভাইরাল

ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা রাবি শিক্ষক। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক সহযোগী অধ্যাপক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার ঘটনায় শিক্ষাঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

ঘটনাটি ঘটে রোববার (১২ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার সময়। শিক্ষার্থীদের দাবি, সেদিন বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের ৩০৭ নম্বর কক্ষে এক ছাত্রীকে নিয়ে প্রবেশ করেন ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহ। এরপর তিনি কক্ষের বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিছু শিক্ষার্থী কক্ষে গিয়ে দরজায় নক করেন। দীর্ঘ সময় পর দরজা খুলে দেওয়া হয়।

কক্ষে প্রবেশ করে তারা দেখেন, ছাত্রীটির হিজাব এবং ওড়না ছিল না। তার ব্যাগ, সেফটিপিনসহ বেশ কিছু ব্যক্তিগত সামগ্রী শিক্ষকের টেবিলে ছড়িয়ে ছিল। পাশে একটি বালিশও পড়ে থাকতে দেখা যায়। এ সময় কিছু শিক্ষার্থী মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, শিক্ষক নিজেই ওই ছাত্রীর মাথায় একটি রুমাল দিয়ে ঢাকার চেষ্টা করছেন। তখন শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, কেন তিনি রুমাল পরাচ্ছেন? উত্তরে হেদায়েত উল্লাহ বলেন, “সে মেয়ে মানুষ, তাই।”

জানা গেছে, ওই ছাত্রী ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রী এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। তিনি স্নাতকে (বিবিএ) ভালো ফলাফল অর্জন করেছিলেন এবং বর্তমানে স্নাতকোত্তরে (এমবিএ) অধ্যয়নরত।

অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হেদায়েত উল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’-এর সক্রিয় সদস্য। কোটা আন্দোলনের সময় ছাত্র আন্দোলনের বিরোধিতায় আওয়ামীপন্থী শিক্ষকদের নানা কর্মসূচিতে তার অংশগ্রহণ ছিল।

এ বিষয়ে জানতে একাধিকবার মোহাম্মদ হেদায়েত উল্লাহর মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ফাইন্যান্স বিভাগের বর্তমান সভাপতি অধ্যাপক মো. শিবলী সাদিক বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। তবে তার বিরুদ্ধে এর আগে এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ দিয়েছিল। তখন বিভাগের সাবেক সভাপতি বিষয়টি বসে মীমাংসা করে দিয়েছিলেন।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, “আমি এ বিষয়ে অবগত নই। কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, “আমি ঘটনাটি শুনেছি, তবে এখনো বিস্তারিত জানি না। আমি খোঁজ নিচ্ছি এবং বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।”

Header Ad
Header Ad

ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত ১০

ছবি: সংগৃহীত

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় আসাম রাইফেলসের সঙ্গে সংঘর্ষে ১০ জন সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে। বুধবার (১৪ মে) ভোরে সীমান্তঘেঁষা নিউ সমতল গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী।

পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড এক্স (প্রাক্তন টুইটার) পোস্টে জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পিয়ার কর্পসের অধীনস্থ আসাম রাইফেলস ইউনিট এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। এতে ঘটনাস্থলেই ১০ জন বন্দুকধারী নিহত হন।

বন্দুকধারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সন্দেহজনক সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। অপারেশন এখনও চলমান রয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এই অঞ্চলটি মিয়ানমার সীমান্তঘেঁষা হওয়ায় দীর্ঘদিন ধরেই সেখানে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিঁদুর’ চালায়। পাল্টা জবাবে পাকিস্তানও সীমান্তে হামলা চালায়। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

Header Ad
Header Ad

রংপুরের পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

নিহত সিহাব মিয়া। ছবি: ঢাকাপ্রকাশ

রংপুরের মিঠাপুকুরে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিহাব মিয়া (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তারা সবাই পেশায় ইলেকট্রিক মিস্ত্রী বলে জানা গেছে।

বুধবার (১৪ মে) দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিহাব মিয়া মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের জালাদিপুর গ্রামের বাসিন্দা মজনু মিয়ার ছেলে। আহতদের মধ্যে একজনের নাম মনিরুজ্জামান, তিনি একই ইউনিয়নের পাগলারহাট জালাদিপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। অন্যজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

দুর্ঘটনায় আহত দুজন। ছবি: ঢাকাপ্রকাশ

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে ঢাকা থেকে রংপুরগামী একটি মাছ বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর একজন, সিহাব, ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর দুইজনকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পরপরই পিকআপটি পালিয়ে যায়।

বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং যান চলাচল স্বাভাবিক করি।” তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক পিকআপটি শনাক্তে কাজ চলছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা রাবি শিক্ষক, ভিডিও ভাইরাল
ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত ১০
রংপুরের পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ, অভিযুক্তকে খুঁজছে পুলিশ
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি
আমরা ভারতের বিরুদ্ধে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: শেহবাজ শরিফ
পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ নার্সিং শিক্ষার্থীরা, শাহবাগে যান চলাচল শুরু
অভিযানে ক্ষতিগ্রস্ত ৩ রিকশাচালককে দেড় লাখ টাকা অনুদান, পাবেন চাকরিও
বিশ্বের ‘সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট’ হোসে মুজিকা মারা গেছেন
পিএসএলে দল পেলেন সাকিব আল হাসান!
বিজিবির অভিযানে মেহেরপুর সীমান্তে ৯৪ লাখ টাকার স্বর্ণসহ আটক ২
আ.লীগ সরকারের করা চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব: দুদক
আইপিএলে ডাক পেলেন মোস্তাফিজ, বিসিবি জানে না কিছুই!
টাঙ্গাইলে জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক, থানায় ১২৯ জিডি
ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে
আত্মপক্ষের সুযোগ হারালেন টিউলিপ সিদ্দিক
১ মাস না যেতেই পাল্টে গেল ডেসটিনির রফিকুলের দলের নাম
অশ্লীলতার অভিযোগে ৬ অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল থেকে রেইড: আসিফ মাহমুদ
ইসরায়েলের বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলা (ভিডিও)