রবিবার, ১১ মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

স্যামসাং ৪৪০ মেগাপিক্সেল সেন্সরের ফোন আনছে

Samsung Galaxy S23 Ultra গত ফেব্রুয়ারি মাসে ২০০ মেগাপিক্সেল হাই রেজোলিউশন ক্যামেরার সঙ্গে লঞ্চ হয়েছিল। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি তারপর এখনও পর্যন্ত আর কোনও স্মার্টফোনে ওই সেন্সরটি ব্যবহার করেনি। তবে এখন এক সূত্র দাবি করেছে যে, স্যামসাং আগামী বছর তিনটি নতুন ও অতি শক্তিশালী ক্যামেরা সেন্সর লঞ্চ করার প্ল্যান করছে, যার মধ্যে একটি সেগমেন্ট ফার্স্ট ৪৪০ মেগাপিক্সেলের।

বর্তমানে যেসব স্মার্টফোনগুলো বাজারে আছে, সেগুলোর ক্যামেরা সেন্সর ৫ মেগাপিক্সেল থেকে শুরু করে সর্বোচ্চ ২০০ মেগাপিক্সেল পর্যন্ত হয়ে থাকে। তবে এবার মানুষের চোখের সেন্সরের সমান সেন্সরের স্মার্টফোন আসছে বাজারে। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বাজারে আনছে ৪৪০ মেগাপিক্সেল সেন্সরের ফোন।

এটিই হতে চলেছে বিশ্বের প্রথম ৪৪০ মেগাপিক্সেল সেন্সরের ফোন। এর আগে স্যামসাং প্রথম ১০০ মেগাপিক্সেল সেন্সরের ফোন এনেছিল বাজারে। এরপর ২০২৩ সালের শুরুতেই ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ গ্যালাক্সি এস২৩ আল্ট্রা লঞ্চ করে সবাইকে চমক দিয়েছিল স্যামসাং। এবার শোনা যাচ্ছে, ১ ইঞ্চি ৪৪০ মেগাপিক্সেল ক্যামেরার উপর কাজ করছে সংস্থাটি। শুধু ৪৪০ মেগাপিক্সেল সেন্সর নয়, সঙ্গে ৩২০ ৪৪০ মেগাপিক্সেল সেন্সরের ফোনও আনছে তার।

এবার @Tech_Reve নামক টিপস্টার ইঙ্গিত দিয়েছেন যে স্যামসাং 440 মেগাপিক্সেলের নতুন ISOCELL ক্যামেরা সেন্সর বানানো শুরু করেছে। এই ISOCELL হল একাধিক সেন্সরের ফ্যামিলি প্যাক যা দক্ষিণ কোরিয়ার এই সংস্থাটি বানিয়ে থাকে। আর এই সেন্সর স্যামসাং-এর কাছ থেকে অন্য সংস্থাগুলি কেনে। এই সেন্সরগুলি স্মার্টফোন, কম্পিউটার এবং ডিজিটাল ক্যামেরায় ব্যবহার হয়ে থাকে।

টিপস্টারের দাবি অনুসারে, 50 মেগাপিক্সেলের ISOCELL 1.6 ইঞ্চি সেন্সর, 200 মেগাপিক্সেল ISOCELL HP7 0.6 ইঞ্চি সেন্সর এবং 440 মেগাপিক্সেল ISOCELL সেন্সর বানাচ্ছে স্যামসাং। এই 1 ইঞ্চি সেন্সরটি বহুল প্রচলিত Sony IMX989 সেন্সরকে টক্কর দিতে পারে। যা বর্তমানে অধিকাংশ প্রিমিয়াম স্মার্টফোনে ব্যবহার করা হয়ে থাকে।

Sony-এর সেন্সরকে আগামী দিনে প্রতিস্থাপন করতে পারে স্যামসাংয়ের সেন্সরটি বলেও শোনা যাচ্ছে। যদিও এই তথ্যে এখনও শিলমোহর দেয়নি দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। আলোচ্য 440 মেগাপিক্সেল ক্যামেরাটি স্মার্টফোন নয়তো অত্যাধুনিক কোনও গাড়িতে ব্যবহার করা হতে পারে বলে জল্পনা।

উল্লেখ্য বিষয় হল, উচ্চ রেজোলিউশন যুক্ত ক্যামেরা বানানোর ক্ষেত্রে ইচ্ছা প্রকাশ করেছে খোদ স্যামসাং-ই। সম্প্রতি তারা এক বিবৃতিতে জানিয়েছে, 600 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা বানাতে চায় তারা। 2020 সালে সংস্থা দাবি করে, তারা এমন এক ক্যামেরা বাজারে আনবে যা মানুষের চোখের সমান হবে। আর এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে 440 মেগাপিক্সেলের এই সেন্সর।

উল্লেখ্য, ২০০ মেগাপিক্সেলের HP7 সেন্সরটি প্রাথমিকভাবে Galaxy S25 Ultra-এর জন্য পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু এটির উচ্চ মূল্যের কারণে পরে সিদ্ধান্তটি বাতিল করা হয়েছে। তবে রিভেগনাস জানিয়েছেন যে, আরও বড় ৩২০ মেগাপিক্সেলের সেন্সরের ওপরও কাজ করছে স্যামসাং এবং খুব সম্ভবত এই সেন্সরটি Galaxy S26 Ultra-তে ব্যবহার করা হতে পারে। MediaTek Dimensity 9200 চিপসেট ৩২০ মেগাপিক্সেলের ক্যামেরা সাপোর্ট করতে সক্ষম এবং আসন্ন Qualcomm Snapdragon চিপও ৩২০ মেগাপিক্সেলের ক্যামেরা সমর্থন করতে পারে। সুতরাং, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরার পর ৩২০ মেগাপিক্সেলের সেন্সর স্যামসাংয়ের স্মার্টফোনে পরবর্তী বড় চমক হতে পারে।

Header Ad
Header Ad

যুদ্ধে ভারতের ৮৩ বিলিয়ন, পাকিস্তানের ৪ বিলিয়ন ডলার ক্ষতি

ছবি: সংগৃহীত

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক তীব্র উত্তেজনায় পরিণত হয়। ৭ মে রাতে ভারতের বিমান বাহিনী পাকিস্তানের ৯টি অবস্থানে হামলা চালিয়ে তার কোড নাম দেয় ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় বাহিনী তাদের ড্যাসল্ট রাফাল যুদ্ধবিমান ব্যবহার করে প্রায় ২৩ মিনিটের জন্য হামলা চালায়, যা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার লক্ষ্যে ছিল।

পাল্টা জবাবে পাকিস্তানও তাদের বিমান বাহিনী, সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিট ব্যবহার করে। ৭ মে থেকে ১০ মে পর্যন্ত ৮৭ ঘণ্টার মধ্যে, পাকিস্তান ভারতের ৩টি রাফাল যুদ্ধবিমান এবং ১২টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে। এই সময়ে উভয় দেশের অর্থনীতি এবং পুঁজিবাজারেও ব্যাপক ক্ষতি হয়েছে।

ভারতের ক্ষতির পরিসংখ্যান:

- ভারতীয় পুঁজিবাজারে প্রায় ৮৩ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

- বিমান চলাচল খাত প্রতিদিন ৮ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে।

- আইপিএল বন্ধ হয়ে ৫০ মিলিয়ন ডলার লোকসান হয়েছে।

- সামরিক খরচ বাবদ ১০০ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

- যুদ্ধবিমান হারানোর কারণে ৪০০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

- বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে আরও ২ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

পাকিস্তানের ক্ষতির পরিসংখ্যান:

- পাকিস্তান ৪ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে।

- পাকিস্তানের শেয়ারমার্কেট ৪.১ শতাংশ পতন ঘটিয়ে ২.৫ বিলিয়ন ডলার হারিয়েছে।

- বিমান পরিবহণ খাতে ২০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

- পিএসএল ক্রিকেট বন্ধ হয়ে ১০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

- সামরিক খরচ বাবদ ২৫ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

এই ৮৭ ঘণ্টার যুদ্ধ শুধু আকাশপথে সীমাবদ্ধ ছিল না, এর মাধ্যমে উভয় দেশের পুঁজিবাজারে ধস এবং অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। যুদ্ধের কারণে মুদ্রার অবমূল্যায়ন, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং বিদেশি বিনিয়োগের ক্ষতি হয়েছে, যা দুই দেশকেই ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেছে।

Header Ad
Header Ad

আসছে ঘূর্ণিঝড় 'শক্তি' আঘাত হানতে পারে যেসব অঞ্চলে

ছবি: সংগৃহীত

বিগত কয়েকদিনের তীব্র তাপদাহের মধ্যে দেশের অধিকাংশ অঞ্চল গরমের তীব্রতা অনুভব করছে, যার ফলে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৪২ ডিগ্রিতে। এই অবস্থায়, যখন জনজীবন অসহ্য হয়ে উঠেছে, তখন দেশের উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ।

রোববার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে তিনি জানিয়ে দিয়েছেন, বঙ্গোপসাগরে মে মাসের ২৩ থেকে ২৮ তারিখের মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তিনি জানান, এই ঘূর্ণিঝড়টির নাম হবে 'শক্তি', যা শ্রীলঙ্কার দেওয়া নাম।

মোস্তফা কামাল পলাশ আরও বলেন, ঘূর্ণিঝড় 'শক্তি' ২৪ থেকে ২৬ মে’র মধ্যে ভারতের ওড়িশা উপকূল এবং বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী এলাকায় আঘাত হানতে পারে। তবে বিশেষভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বিভাগের উপর দিয়ে এর স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা বেশি।

এর আগে, আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছিল যে, মে মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১ অথবা ২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

পলাশ বলেন, ঘূর্ণিঝড়ের প্রস্তুতি নিতে এখন থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদেরও সাবধান থাকতে হবে।

Header Ad
Header Ad

কাউন্টার অ্যাটাক ‘বুনইয়ানুম মারসুস’-এর সাফল্য উদযাপন করছে পাকিস্তান

ছবি: সংগৃহীত

ভারতের আগ্রাসনের জবাবে পরিচালিত পাকিস্তানের সাহসী সামরিক প্রতিরোধ ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’-এর সাফল্য উদযাপন করছে দেশটির জনগণ। রোববার (১১ মে) সারাদেশে ‘শোকরিয়া দিবস’ পালন করছে পাকিস্তান। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে বলেন, “মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়, সশস্ত্র বাহিনীর অতুলনীয় সাহসিকতার প্রতি শ্রদ্ধা এবং জাতির ঐক্য ও দৃঢ় মনোবলকে সম্মান জানাতেই এই দিবস পালন করা হচ্ছে।”

তিনি আরও বলেন, ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ ছিল শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী, সমন্বিত ও কার্যকর জবাব। এ অভিযানের মাধ্যমে পাকিস্তান কৌশলগত, কূটনৈতিক এবং সামরিক সব পর্যায়েই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। “মহান আল্লাহর কৃপায় আমরা সাফল্য ও সম্মান অর্জন করেছি,” বলেন তিনি।

শাহবাজ শরিফ তার বক্তব্যে আরো জানান, শত্রু পক্ষের একের পর এক উসকানিমূলক আচরণের পরও পাকিস্তান সর্বোচ্চ সংযম দেখিয়েছে এবং পূর্ণ প্রস্তুতির মাধ্যমে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী সকল নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে ও জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানান এবং বলেন, “জাতীয় নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় পাকিস্তান কখনো পিছিয়ে থাকবে না।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যুদ্ধে ভারতের ৮৩ বিলিয়ন, পাকিস্তানের ৪ বিলিয়ন ডলার ক্ষতি
আসছে ঘূর্ণিঝড় 'শক্তি' আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
কাউন্টার অ্যাটাক ‘বুনইয়ানুম মারসুস’-এর সাফল্য উদযাপন করছে পাকিস্তান
নওগাঁয় কালবৈশাখীর তাণ্ডবে যুবক নিহত
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ দেশে বিভক্তির সুযোগ নেই: আমীর খসরু
ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশের যুবারা
বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
একদিনে চার জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে নতি স্বীকার: তোপের মুখে মোদী
সংগঠন নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুমোদন
শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে ২১ তীর্থযাত্রীর মৃত্যু
আলোচনার টেবিলে ভারত-পাকিস্তান, গুরুত্ব পাচ্ছে সিন্ধু চুক্তি ও কাশ্মির ইস্যু
বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় চুয়াডাঙ্গা সীমান্তে ১৪ জন আটক
আ. লীগ নিষিদ্ধ চেয়ে প্রধান উপদেষ্টাকে বারবার পত্র দিয়েছে বিএনপি : মির্জা ফখরুল
টাঙ্গাইলে গ্রেফতার আতঙ্কে ভাইয়ের জানাজায় অংশ নেননি আ.লীগের দুই নেতা
বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু, ছেলে আহত
নতুন সংবিধান প্রণয়ন করতে অনেক সময় লাগবে: আসিফ নজরুল
রাজধানীতে বিদেশি অস্ত্র-বোমাসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার (ভিডিও)
আ.লীগের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয়ের দাবি নুরুল হক নুরের
লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে ছদ্মবেশে বিমানবন্দরে যান আবদুল হামিদ