সোমবার, ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

যুদ্ধক্ষেত্রে মানুষের বিকল্প রোবট কুকুর আনল চীন, চালাবে মেশিনগান

রোবট কুকুর। ছবি: সংগৃহীত

প্রযুক্তির কল্যাণে সময়ের সাথে পাল্লা দিয়ে মানবজাতির যুদ্ধপ্রযুক্তিও এগিয়ে চলেছে। প্রতিনিয়ত সামনে আসছে নতুন নতুন অস্ত্র আর কৌশল। প্রযুক্তি কতটা এগিয়ে গেছে তারই সর্বশেষ নমুনা দেখাল চীন। দেশটির বিজ্ঞানীরা এমন একটি রোবট কুকুর আবিষ্কার করেছেন, যা মেশিনগান চালাতে সক্ষম।

সম্প্রতি পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার সঙ্গে যৌথ মহড়ায় এই রোবট কুকুরের পরীক্ষা করেছে চীন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সাধারণত কুকুরকে প্রাণিকুলের মধ্যে মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলেই ভাবা হয়। এবার সেই বন্ধুর রোবটিক রূপকে যুদ্ধক্ষেত্রে মানুষের বিকল্প হিসেবে ব্যবহার করতে চলেছে চীন। দেশটি এমন একটি রোবট কুকুর তৈরি করেছে, যার পিঠে একটি অটোমেটিক রাইফেল বসানো হয়েছে। রোবট কুকুরটি সেই অটোমেটিক রাইফেল নিয়ন্ত্রণে সক্ষম।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির একটি ভিডিওতে চেন ওয়েই নামের একজন চীনা সৈনিক বলেছেন, ‘এটি আমাদের দূরবর্তী ও কঠিন যুদ্ধ অভিযানে নতুন সদস্য হিসাবে কাজ করতে পারে। এছাড়াও এটি সত্যিকার সেনা সদস্যদের প্রতিস্থাপন করতে পারে। সেই সাথে শত্রুকে চিহ্নিত করতে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।

চীন-কম্বোডিয়া ‘গোল্ডেন ড্রাগন ২০২৪’ অনুশীলনের সময় তৈরি করা দুই মিনিটের ভিডিওতে রোবট কুকুরটিকে একটি দূরবর্তী অপারেটরের নিয়ন্ত্রণে হাঁটা, লাফিয়ে, শুয়ে এবং পিছনের দিকে সরতে দেখায়। একটি মহড়ায়, রাইফেল-ফায়ারিং রোবট কুকুরটি একটি পদাতিক ইউনিটকে একটি সিমুলেটেড বিল্ডিংয়ে নিয়ে যায়।

ভিডিওটির শেষের অংশে দেখা যায়, রোবট কুকুরের পিঠে স্বয়ংক্রিয় রাইফেলের নীচে একটি ছয় পাখাযুক্ত এরিয়াল ড্রোন মাউন্ট করা ছিল। ভিডিওটি দেখে চীনের ‘বিচিত্র ধরনের বুদ্ধিমান মানবহীন সরঞ্জাম’ বলে আখ্যা দিয়েছেন অনেকে।

Header Ad
Header Ad

যমজ সন্তানের মা হয়েছেন অ্যাম্বার হার্ড, বাবার পরিচয় নিয়ে ধোঁয়াশা

অ্যাম্বার হার্ড। ছবি: সংগৃহীত

হলিউড তারকা অ্যাম্বার হার্ড মা হয়েছেন যমজ সন্তানের, তবে কে এই শিশুদের বাবা—তা নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। মা দিবসের দিন ইনস্টাগ্রামে নিজের নতুন জীবন পর্বের কথা জানান অ্যাম্বার। নতুন দুই সন্তানের নাম রেখেছেন অ্যাগনেস ও ওশান।

নিজের অনুভূতি জানিয়ে অ্যাম্বার বলেন, “আমি মাতৃত্বকে বেছে নিয়েছি নিজের শর্তে। বন্ধ্যাত্বের মতো চ্যালেঞ্জ অতিক্রম করে আজ এই জায়গায় পৌঁছানো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন।” তিনি আরও জানান, বহু বছর ধরে তিনি নিজের একটি পরিবার চেয়ে এসেছেন।

৩৯ বছর বয়সী এই অভিনেত্রী ২০২১ সালে কন্যা সন্তান উনাহ্‌-কে দত্তক নিয়েছিলেন। সে সময়ই নিজের গর্ভে সন্তান ধারণের সিদ্ধান্ত নেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল মায়েদের উদ্দেশে এক আবেগঘন বার্তায় অ্যাম্বার লেখেন, “আপনারা পৃথিবীর যেখানেই থাকুন না কেন, মাতৃত্বে পৌঁছানোর যাত্রাটা যেমনই হোক, আমি এবং আমার স্বপ্নের পরিবার আপনাদের সঙ্গে আজকের দিনটি উদযাপন করছি।”

অ্যাম্বার হার্ডের ব্যক্তিগত জীবন নানা কারণে আলোচনায় এসেছে। ২০১৫ সালে অভিনেতা জনি ডেপকে বিয়ে করলেও, পরের বছরই তাদের বিচ্ছেদ ঘটে। সেই সম্পর্ক ঘিরে ছিলো নির্যাতন ও মানহানির মামলার বিতর্ক। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র—দুই দেশেই উচ্চ-প্রোফাইল আইনি লড়াইয়ে জড়ান তারা। এসব মামলায় কখনো জয়, কখনো পরাজয় আসে দুই পক্ষের জন্যই।

ডেপের সঙ্গে বিচ্ছেদের পর হার্ডের সম্পর্কের গুঞ্জন উঠে প্রযুক্তি দুনিয়ার আলোচিত ব্যক্তিত্ব ইলন মাস্কের সঙ্গে। যদিও অ্যাম্বার তার যমজ সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি, তবে অনেকেই ধারণা করছেন, এই সন্তানের পিতৃত্বে হয়তো ইলন মাস্কই জড়িত।

Header Ad
Header Ad

শাহবাগ-যমুনার সামনে বসে যা তা বলা যাবে না: এ্যানি চৌধুরী

ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “শাহবাগ কিংবা যমুনার সামনে বসে যা খুশি তা বলা যাবে না। এটি একটি স্বাধীন দেশ—এখানে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য সহ্য করা যায় না।”

সোমবার (১২ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, “শাহবাগে নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত, যমুনায়ও হতে পারত। কিন্তু যদি জাতীয় সংগীত গাওয়ার সময় বাঁধা দেওয়া হয়, বিএনপিকে ‘ভুয়া ভুয়া’ বলা হয় কিংবা কেউ ‘গোলাম আজমের বাংলা’ বলে শ্লোগান দেয়—তাহলে তা মেনে নেওয়া যায় না। এসব বক্তব্য আমাদের মনে দাগ কাটে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি।”

তিনি আরও বলেন, “মানুষ এখন আর বারবার মিছিল-মিটিং পছন্দ করে না। তারা আন্দোলনে ক্লান্ত। মানুষ এখন দেশ গড়তে চায়, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। তাই আমাদের উচিত সবাইকে নিয়ে দেশ গড়ার কাজে যুক্ত হওয়া।”

বিএনপির রাজনৈতিক আদর্শ প্রসঙ্গে এ্যানি বলেন, “বিএনপিতে কখনোই ফ্যাসিবাদ ছিল না, একদলীয় শাসন ছিল না। আমরা সবাইকে নিয়ে দেশ চালিয়েছি, এখনো সবাইকে নিয়েই ভাবছি। তার প্রমাণ ৩১ দফা রূপরেখা।”

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. হাসিবুর রহমান, সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, অ্যাড. হাফিজুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান, জেলা কৃষক দলের সহ-সভাপতি বদরুল আলম শ্যামল, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আদনান সোহেল ও ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, র‍্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটি গঠন

ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

পুলিশ এখন থেকে সাধারণ অভিযানে মারণাস্ত্র ব্যবহার করতে পারবে না—এমন নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পুলিশের হাতে থাকবে শুধু রাইফেল; তবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা প্রয়োজনে মারণাস্ত্র ব্যবহার করতে পারবেন, কারণ তাদের কাজের ধরন ভিন্ন।

সোমবার (১২ মে) বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের নবম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

এই সভায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পুনর্গঠন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র‍্যাব থাকবে কি না, নাম বা ইউনিফর্ম পরিবর্তন হবে কি না—এইসব বিষয় নির্ধারণে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ।

তিনি আরও বলেন, “র‍্যাব কীভাবে অর্গানাইজড হবে, তার কাঠামো কী হবে—এসব বিষয়ে সুপারিশ দিতে এই কমিটি কাজ করবে।”

সভায় আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতিটি হাটে ১০০ আনসার মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি স্বেচ্ছাসেবকদেরও সক্রিয় রাখা হবে। ছিনতাই, প্রতারণা ও ‘মলম পার্টি’র দৌরাত্ম্য ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, গবাদি পশুর চাহিদা পূরণে দেশেই যথেষ্ট সরবরাহ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “বাইরে থেকে যেন অবৈধভাবে গবাদি পশু না আসে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি জানান, ৭ ও ৮ মে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০২ জন বাংলাদেশিকে সীমান্ত পেরিয়ে পুশ-ইন করেছে। এদের মধ্যে কেউ কেউ ১৫-২০ বছর আগে ভারতে গিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে তাদের নিজ এলাকায় ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সীমান্ত এলাকা থেকে ৩৯ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে পাঠানো হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যমজ সন্তানের মা হয়েছেন অ্যাম্বার হার্ড, বাবার পরিচয় নিয়ে ধোঁয়াশা
শাহবাগ-যমুনার সামনে বসে যা তা বলা যাবে না: এ্যানি চৌধুরী
পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, র‍্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটি গঠন
চুয়াডাঙ্গায় কিশোর রিশাদকে কুপিয়ে হত্যা, ঘাতক পলাতক
কঠিন সমীকরণ মিলিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
‘যুদ্ধবিরতির অনুরোধ ভারতই করেছে, পাকিস্তান করেনি’
টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ শন টেইট
চুয়াডাঙ্গায় কমেছে তাপমাত্রা, স্বস্তিতে জনজীবন
বুর্জ খলিফায় বেনজীরে স্ত্রীর ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি
ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার: আসিফ মাহমুদ
আ.লীগ নিষিদ্ধের উল্লাসে শাহবাগে নেতাদের নাম দিয়ে গরু-ছাগল জবাই
সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে মোদির জরুরি বৈঠক, উপস্থিত শীর্ষ কর্মকর্তারা
পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না শিশুর, অটোরিকশার ধাক্কায় সড়কেই ঝড়ল প্রাণ
রিয়াল মাদ্রিদের হেড কোচের দায়িত্ব পেলেন জাবি আলোনসো
সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নিষিদ্ধ
দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড
ভারতের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তানি বিমানবাহিনী
২২ মে থেকে বাজারে আসছে নওগাঁর আম (ভিডিও)