বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

ছবি: সংগৃহীত
রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দ নগরে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় সবাইকে নেওয়া হয় আইসিইউতে।
দগ্ধরা হলেন—তোফাজ্জল মিয়া (৪৫), তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫), ও তাদের তিন মেয়ে তানজিলা (১১), মিথিলা (৭) এবং তানিশা (৪)। তারা সবাই ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। পরিবারের স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁও জেলার চিলা রং গ্রামে।
প্রতিবেশী মো. শরীফ গণমাধ্যমকে জানান, তোফাজ্জল মিয়া স্থানীয় একটি সিমেন্ট ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করেন। রাতে রান্নার প্রস্তুতির সময় চুলায় ম্যাচ জ্বালানোর মুহূর্তেই ঘরের জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। মুহূর্তেই পুরো ঘর আগুনে ভস্মীভূত হয়ে যায়, দগ্ধ হন পরিবারের সবাই।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, “দগ্ধ তোফাজ্জলের শরীরের ৮০ শতাংশ, স্ত্রী মঞ্জুরার ৬৭ শতাংশ, বড় মেয়ে তানজিলার ৬৬ শতাংশ, মিথিলার ৬০ শতাংশ ও ছোট মেয়ে তানিশার ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “দগ্ধের পরিমাণ খুব বেশি হওয়ায় প্রত্যেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।”
