
কর্ণফুলী গ্যাস কোম্পানিতে চাকরির সুযোগ
২৬ আগস্ট ২০২৩, ১২:২১ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৫৯ পিএম

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৭ ক্যাটাগরির পদে মোট ৯০ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা ৩ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৩, বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন।
১. পদের নাম: স্টোরকিপার
পদসংখ্যা: ৩
গ্রেড: ১২
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের অভিজ্ঞতা।
২. পদের নাম: ভান্ডার সহকারী
পদসংখ্যা: ১
গ্রেড: ১২
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের অভিজ্ঞতা।
৩. পদের নাম: রাজস্ব সহকারী
পদসংখ্যা: ৯
গ্রেড: ১২
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (বাণিজ্য) পাসসহ হিসাব/অডিট/অর্থ বিষয়ে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা।
৪. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ২
গ্রেড: ১২
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (বাণিজ্য) পাসসহ হিসাব/অডিট/অর্থ বিষয়ে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা।
৫. পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ৯
গ্রেড: ১২
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
যোগ্যতা: সার্ভে বিষয়ে ডিপ্লোমা। অথবা সার্ভে বিষয়ে কমপক্ষে ছয় মাস মেয়াদি অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাস, প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা।
৬. পদের নাম: পরিবহন সহকারী
পদসংখ্যা: ২
গ্রেড: ১২
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের অভিজ্ঞতা।
৭. পদের নাম: নির্মাণ পরিদর্শক
পদসংখ্যা: ২
গ্রেড: ১২
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
যোগ্যতা: সিভিল/স্থাপত্য/ইলেকট্রিক্যাল/অটোমোবাইল/ মেকানিক্যাল/কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা। অথবা সিভিল/স্থাপত্য/ইলেকট্রিক্যাল/ অটোমোবাইল/মেকানিক্যাল/কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাস মেয়াদি অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাস, প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা।
৮. পদের নাম: রেডিওগ্রাফার
পদসংখ্যা: ১
গ্রেড: ১২
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
যোগ্যতা: রেডিওলজি/মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা। অথবা রেডিওলজি/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল বিষয়ে কমপক্ষে ছয় মাস মেয়াদি অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাস, প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা।
৯. পদের নাম: ফোরম্যান
পদসংখ্যা: ২
গ্রেড: ১২
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
যোগ্যতা: অটোমেকানিক্যাল/মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ অটোমোবাইল/কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা। অথবা অটোমেকানিক্যাল/মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/অটোমোবাইল/কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাস মেয়াদি অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাস, প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা।
১০. পদের নাম: জিআইএস অপারেটর
পদসংখ্যা: ৪
গ্রেড: ১২
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
যোগ্যতা: কম্পিউটার/স্থাপত্য/সিভিল বিষয়ে ডিপ্লোমা। অথবা কম্পিউটার/স্থাপত্য/সিভিল বিষয়ে কমপক্ষে ছয় মাস মেয়াদি অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাস, প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা।
১১. পদের নাম: চিকিৎসা সহকারী
পদসংখ্যা: ১
গ্রেড: ১২
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর কাজের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইন মেডিসিন বা ডিপ্লোমা ইন সার্জারি (ডিএমডিএস) বিষয়ে চার বছর (এক বছর ইন্টার্নশিপসহ) মেয়াদি ডিপ্লোমা। অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর কাজের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি বিষয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা পাস বা স্বীকৃত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (এমএটিএস) থেকে তিন বছর মেয়াদি কোর্স, এক বছর ইন্টার্নশিপসহ ডিপ্লোমা।
১২. পদের নাম: বোরিং/বেন্ডিং/কমপ্রেসর অপারেটর কাম মেশিনিস্ট
পদসংখ্যা: ১
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান পাস ও স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল/অটোমেকানিক্যাল/ইলেকট্রিক্যাল বিষয়ে কমপক্ষে ছয় মাস মেয়াদি অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা।
১৩. পদের নাম: জেনারেটর অপারেটর
পদসংখ্যা: ২
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান পাস ও স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল/অটোমেকানিক্যাল/ইলেকট্রিক্যাল বিষয়ে কমপক্ষে ছয় মাস মেয়াদি অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা।
১৪. পদের নাম: ড্রাফটসম্যান
পদসংখ্যা: ২
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: ন্যূনতম এসএসসি বা সমমান পাস। স্বীকৃত ইনস্টিটিউট থেকে সার্ভে/সিভিল/স্থাপত্য বিষয়ে কমপক্ষে ছয় মাস মেয়াদি অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা।
১৫. পদের নাম: টেকনিশিয়ান
পদসংখ্যা: ৩২
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ওয়েল্ডিং/ অটোমোবাইল/প্লাম্বার বিষয়ে ডিপ্লোমা। অথবা সিভিল/মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ওয়েল্ডিং/অটোমোবাইল/প্লাম্বার বিষয়ে কমপক্ষে ছয় মাস মেয়াদি অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাস, প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা।
১৬. পদের নাম: ওয়েল্ডিং সুপারভাইজার
পদসংখ্যা: ১
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: মেকানিক্যাল/ওয়েল্ডিং বিষয়ে ডিপ্লোমা। অথবা মেকানিক্যাল বিষয়ে কমপক্ষে ছয় মাস মেয়াদি অনুমোদিত সার্টিফিকেট কোর্স পাস, প্রয়োজনীয় বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছর কাজের অভিজ্ঞতা।
১৭. পদের নাম: প্ল্যান্ট অপারেটর
পদসংখ্যা: ১৬
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছর কাজের অভিজ্ঞতাসহ স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ছয় মাস মেয়াদি অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্স পাস।
বয়সসীমা: ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ১৮ বছর ও ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
আবেদন ফি: ১ থেকে ১১ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও ১২ থেকে ১৭ নম্বর পদের জন্য ২০০ টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://kgdcl.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে https://kgdcl.gov.bd/sites/default/files/files/kgdcl.portal.gov.bd/notices/64797ade_92a9_4236_9b0b_dd15a4e4704a/2023-08-24-03-22-b023a7ba4faa181db788c56636c17366.pdf

রসায়নে নোবেল পুরস্কার পেলেন তিন মার্কিন বিজ্ঞানী
০৪ অক্টোবর ২০২৩, ০৪:২২ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৫৩ এএম

২০২৩ সালের জন্য রসায়নে নোবেল বিজয়ী হয়েছেন তিন মার্কিন বিজ্ঞানী। বুধবার (৪ অক্টোবর) এই পুরস্কারের জন্য বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে তাদের নাম ঘোষণা করে দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। বিজয়ীরা হলেন, মুঙ্গি জি বাওয়েন্দি, লুইস ই ব্রুস এবং অ্যালেক্সি আই একিমোভ।
নোবেল কমিটি ঘোষণায় বলেছে, কোয়ান্টাম ডটের আবিষ্কার, উন্নয়ন এবং ন্যানো ক্রিস্টাল প্রযুক্তি বা ন্যানোপার্টিকলের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে ভূমিকা রাখায় এই সম্মানজনক পুরষ্কারে ভূষিত করা হয়েছে তিন গবেষককে। তারা তিন জনই মার্কিন নাগরিক।
তবে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে এবারের নোবেল বিজয়ীদের নাম ফাঁস হয়ে যায়। এ নিয়ে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। কিন্তু বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেয় সংশ্লিষ্ট মহল। কিন্তু পৌনে ৪টায় ঘোষিত বিজয়ীদের নামের তালিকার সঙ্গে ফাঁস হওয়া তালিকা মিলে যায়। এ বিষয়ে নোবেল কমিটির তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সোমবার থেকে এই বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে চিকিৎসা ও পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম।
মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও সুইডেনের তিন বিজ্ঞানী। ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাদেরকে এই পুরস্কার দিয়েছে নোবেল কমিটি।
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ী তিন বিজ্ঞানী হলেন- পিয়েরে অ্যাগোস্টিনি (যুক্তরাষ্ট্র), ফেরেঙ্ক ক্রাউস (জার্মানি) এবং অ্যান ল'হুইলিয়ার (সুইডেন)।
এর আগে সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারে নোবেল পুরস্কার পেয়েছেন কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান। করোনার টিকা তৈরিতে অবদানের জন্য হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী যৌথভাবে এবারের চিকিৎসাবিজ্ঞানের নোবেল জিতে নিয়েছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা।
আগামীকাল ৬ অক্টোবর সাহিত্যে অবদান রাখায় ঘোষণা করা হবে নোবেলজয়ীর নাম। ৬ অক্টোবর শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।

কবি রাধাপদের ওপর হামলার মূল আসামি গ্রেপ্তার
০৪ অক্টোবর ২০২৩, ০৪:০৫ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৪৯ এএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্বশত্রুতার জেরে রাধাপদ রায় (৮২) নামের চারণকবিকে হামলার ঘটনায় মামলার মূল আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
তিনি বলেন, মাছ ধরাকে কেন্দ্র করে এবং পারিবারিক পূর্ব শত্রুতার জেরে কবি রাধাপদকে মারধরের ঘটনায় প্রধান আসামি রফিকুল ইসলামকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। অপর আসামি কদুর আলীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ সুপার আরও বলেন, এই বিষয়টি একান্তই ব্যক্তিগত। আপনারা সবাই জানেন, এটি পারিবারিক ঘটনা। কেউ কেউ এটিকে অন্যভাবে প্রচারণাও চালিয়েছে। ভুয়া তথ্য না ছড়ানোর জন্য সবাইকে বিনতি অনুরোধ করছি। আমরা কবির খোঁজ রাখছি সবসময়।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর সকালে রাধাপদ রায়ের নিজ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। রাধাপদ রায় নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারপাড় বটতলা গ্রামের বাসিন্দা। ওইদিন চিকিৎসার জন্য কবিকে নেওয়া হয় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় রাধাপদ রায়ের ছেলে শ্রী জুগল রায় পরদিন রোববার অভিযুক্তদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন।

রাষ্ট্রপতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলে খালেদা জিয়ার স্থায়ী জামিনের সুযোগ আছে: আইনমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৩, ০৩:৫৬ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৫০ এএম

রাষ্ট্রপতির কাছে নিজের দোষ স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাইলেই কেবল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্থায়ী জামিন পেতে পারেন বা বিদেশে যেতে পারেন বলে মন্তব্য করছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘যে কেউ সাংবিধানিকভাবে এই আবেদন করতে পারবেন।’
আজ বুধবার দুপুরে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, ‘সাজাপ্রাপ্ত যে কোনো আসামি তাঁর দণ্ড মওকুফের জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারেন।
নির্বাহী আদেশের বিষয়ে আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী শর্ত যুক্তভাবে খালেদা জিয়ার সাজা স্থগিত করে চিকিৎসার ব্যবস্থা করেছেন, সেটি দ্বিতীয়বার আর করার কোনো সুযোগ নেই।’
মির্জা ফখরুলের বক্তব্যের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুলনা করেছেন। শেখ হাসিনা ২০০৮ সালে নিঃশর্ত জামিনে ছিলেন বলেই বিদেশে চিকিৎসা নিতে পেরেছিলেন। তাকে শর্ত দিয়ে জামিন দেওয়া হয়নি। বেগম খালেদা জিয়া শর্ত সাপেক্ষে জামিনে বাসায় চিকিৎসা নিচ্ছেন।’
আইনমন্ত্রী বলেন, ‘শর্ত সাপেক্ষেই তার দণ্ড স্থগিত করে বাসায় চিকিৎসা নিচ্ছেন। এটা পুনরায় বিবেচনায় রাখার সুযোগ রাখা হয়নি। ফখরুলকে অসত্য মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন। বেগম জিয়ার রাজনৈতিক কোনো শর্ত দেওয়া হয়নি।’