মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

‘রঙ তুলিতে বঙ্গবন্ধু’ চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের জন্য ‘রঙ তুলিতে বঙ্গবন্ধু’ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ঢাকাপ্রকাশ। প্রতিযোগিতাটির ফলাফল ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (২৪ মার্চ) সকালে এ ফলাফল ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় প্রথম হয়েছে রাজধানীর ধানমন্ডি টিউটোরিয়ালের শিক্ষার্থী সাফওয়ান মুস্তফা, দ্বিতীয় হয়েছে টাঙ্গাইল বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাওনাক রাসেল নিধি এবং তৃতীয় হয়েছে গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুলের শিক্ষার্থী মো. নাফিস আব্দুল্লাহ জীয়ন।

সর্বোচ্চ ১২ বছর বয়সী শিশুদের জন্য আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতাটির বিষয় ছিল ‘বঙ্গবন্ধু’। অনলাইনভিত্তিক এ প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশ নেয়। প্রাপ্ত ছবি থেকে বিচারক প্যানেল ৩৮ টি ছবি বাছাই করে। এরপর সেসব ছবি ঢাকাপ্রকাশ-এর নিউজ পোর্টালে প্রকাশ করা হয়। ছবিগুলোর আউটরিচ (লাইক, কমেন্ট, শেয়ার) থেকে ৫০ শতাংশ নম্বর ও ছবি আঁকার দক্ষতা দেখে বিচারক প্যানেল তিন জনকে বিজয়ী ঘোষণা করেন।

ঢাকাপ্রকাশ-এর সহকারী সম্পাদক ও বিচারক প্যানেলের সদস্য ড. সারিয়া সুলতানা বলেন, ‌‘রঙ তুলিতে বঙ্গবন্ধু’ এই বিষয়ে সারা দেশ থেকে অসংখ্য কোমলমতী শিশুর অনেক সুন্দর চিত্রকর্ম পেয়েছি। বঙ্গবন্ধু ও শিশু দিবস নিয়ে তাদের ভাবনা চমৎকার ভাবে চিত্রের মাধ্যমে উঠে এসেছে। ভবিষ্যতে এসব শিশুরা আরও ভালো কাজ উপহার দেবে প্রত্যাশা করি।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক ও প্রতিযোগিতাটির বিচারক প্যানেলের আহ্বায়ক মোস্তফা কামাল বলেন, ‘রঙ তুলিতে বঙ্গবন্ধু’ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সারাদেশ থেকে অসংখ্য কোমলমতি শিশুর অনেক সুন্দর চিত্রকর্ম পেয়েছি। বঙ্গবন্ধুকে নিয়ে শিশুদের ভাবনা, শিশুদের অন্তরে বঙ্গবন্ধুকে অনুভব করার যে প্রচেষ্টা তা আমাকে বিমোহিত করেছে। এই শিশুরা বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের জীবন গড়ে তুলবে ও ভবিষ্যতে আমাদের শিশুরা আরও সুন্দর কাজ উপহার দেবে প্রত্যাশা করি’।

বিজয়ীদের আগামী ১ এপ্রিল বিকাল ৪টায় ঢাকাপ্রকাশ-এর কার্যালয়ে পুরস্কার দেওয়া হবে। বিজয়ীদের ঢাকাপ্রকাশ-এর কার্যালয়ে এসে পুরস্কার গ্রহন করার জন্য অনুরোধ করা হল।

প্রয়োজনে যোগাযোগ: ০১৭৭৯৪৭৫৭৯০

/এএস

পদ্মায় নিখোঁজ তিন কিশোরের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হওয়া তিন কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিহতরা হলো- পবা উপজেলার কাটাখালির বাখরা বাঁশ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা রেন্টুর ছেলে যুবরাজ (১২), নুর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৪), লিটনের ছেলে আরিফ (১৪)। তারা সবাই স্কুলশিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাত কিশোর একসঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমেছিল। এক পর্যায়ে তিনজন পানিতে তলিয়ে যায়। বাকি চারজন চেষ্টা করলেও কাউকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিনজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, পদ্মায় গোসলে নেমে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাড়তে পারে তাপমাত্রা

আবহাওয়া ভবন। ছবি সংগৃহীত

বাড়তে পারে তাপমাত্রা। সেইসঙ্গে চলতি মাসের শেষ সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি কিংবা গরম কমারও কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

চলমান তাপপ্রবাহের মধ্যেই গতকাল সোমবার (২২ এপ্রিল) আরও তিন দিনের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে তীব্র ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।’

চলতি মৌসুমে গত শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোরে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে গত কয়েক দিনে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তীব্র গরমের কারণে স্কুল-কলেজে সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আজ রাতেই দেখা মিলবে ‘গোলাপী’ চাঁদের

গোলাপি চাঁদ। ছবি: সংগৃহীত

বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতের আকাশে চাঁদের রঙ গোলাপী দেখা যাবে। মহাজাগতিক এই ঘটনাকে গোলাপী চাঁদ বা পূর্ণিমা বলা হয়। এদিন চাঁদ স্বাভাবিকের চেয়ে বেশি বড় ও উজ্জ্বল দেখায়।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, দেশটির স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে পূর্ণ গোলাপি চাঁদের দেখা মিলবে। অন্যদিকে ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ার অঞ্চলগুলোতে এই গোলাপি চাঁদ পূর্ণরূপে দেখার সুযোগ পাওয়া যাবে আগামীকাল বুধবার।

গোলাপি চাঁদ। ছবি: সংগৃহীত

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝবরাবর অবস্থান করে, তখনই পূর্ণ চাঁদ দেখা যায়। তবে নাম গোলাপি হলেও এপ্রিলের এই পূর্ণ চাঁদের রং কিন্তু পুরোপুরি গোলাপি নয়। কোথাও কোথাও কমলা রঙেও চাঁদটি দেখা যেতে পারে। রাত বাড়ার একপর্যায়ে চাঁদটি উজ্জ্বল সাদা রং ধারণ করবে। এছাড়া ধোঁয়াসহ আবহাওয়াগত নানা কারণে এই চাঁদ চোখে গোলাপি রঙে দেখা দেবে না। সাধারণত সোনালি রঙেই তা দেখা যাবে।

প্রতিবছর এপ্রিল মাসের পূর্ণিমার চাঁদকেই এই নাম দেওয়া হয়। আর এই বিশেষ পূর্ণিমাটি মার্চ মাসে চন্দ্রগ্রহণের ঠিক এক মাস পরে ঘটে। গোলাপি পূর্ণিমা পিঙ্ক মুন, সুপার মুন এবং প্যাসকেল মুনসহ অনেক নামে পরিচিত। এটি এমন একটি মহাজাগতিক ঘটনা, যখন চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি আসে। যার কারণে এই সময় চাঁদের আকার বড় ও উজ্জ্বল দেখায়।

সর্বশেষ সংবাদ

পদ্মায় নিখোঁজ তিন কিশোরের লাশ উদ্ধার
বাড়তে পারে তাপমাত্রা
আজ রাতেই দেখা মিলবে ‘গোলাপী’ চাঁদের
চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করলো ইসি
দুই মাসের মধ্যে বেনজীরের দুর্নীতি অনুসন্ধানের প্রতিবেদন দাখিলের নির্দেশ
টি-টুয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে ভারতীয় নারী দল
"বুবলী আগে থেকেই বিবাহিত, আছে সন্তানও"
হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা
রাজধানীতে তীব্র গরমে এক পথচারীর মৃত্যু
শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো
বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন সেই দেলোয়ার
দেশের বাজারে দাম কমলো স্বর্ণের
থানচি, রোয়াংছড়ি ও রুমা উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে
বৃষ্টির জন্য রাজধানীতে ইসতিসকার নামাজ আদায়
পদ্মায় গোসল করতে নেমে ৩ কিশোরের মৃত্যু
চুয়াডাঙ্গায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেলেন ১৪ হাজার ৫৫০ জন কৃষক
কাতারের আমিরের নামে ঢাকায় সড়ক ও পার্কের নামকরণ
ইসলাম গ্রহণ করেছেন বিখ্যাত ডাচ অভিনেতা ডনি রোয়েলভিঙ্ক
আপাতত বিয়ের প্ল্যান নেই, এনজয় করছি : জয়া আহসান
চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়