মঙ্গলবার, ৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

কর ফাঁকিতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার: সিপিডি

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে কর ফাঁকি ও কর এড়ানোর কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

এর পরিমাণ ৫৫ হাজার ৮০০ কোটি টাকা থেকে ২ লাখ ৯২ হাজার ৫০০ কোটি টাকা পর্যন্ত রাজস্ব হতে পারে। এ ফাঁকি রোধ করতে পারলে ট্যাক্সের আওতা বৃদ্ধি ও কর অব্যাহতি দেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসা সম্ভব।

সোমবার (৩ এপ্রিল) করপোরেট খাতে কর স্বচ্ছতা: বাজেটে সরকারি আয়ের অভিঘাত’ শীর্ষক সংবাদ সম্মেলনে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এসব তথ্য তুলে ধরেন। রাজধানীর ধানমন্ডিতে সিপিডি অফিসে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনসহ অন্যরা।

গবেষণাটি যৌথভাবে সম্পন্ন করেছে সিপিডি ও খ্রিষ্টান এইড। ১২ জন অডিটরস ও রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই গবেষণা প্রতিবেদন তৈরি হয়েছে।

ড. গোলাম মোয়াজ্জেম বলেন, ‘কর ফাঁকি দিতে গিয়ে কোম্পানি তার প্রকৃত আয় কম দেখিয়ে থাকে। আর কর এড়াতে লিগ্যাল ফ্রেমের আওতায় সরকারের দেওয়া সুবিধা গ্রহণ করে থাকে। আমাদের দৃষ্টিতে এটা কর অস্বচ্ছতা। এভাবে কর ফাঁকি ও কর এড়ানোর কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। যার পরিমাণ ৫৫ হাজার ৮০০ কোটি টাকা থেকে ২ লাখ ৯২ হাজার ৫০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে। যা সরকার পেলে স্বাস্থ্যখাতের বাজেটে ২০০ শতাংশ বৃদ্ধি করা সম্ভব।’

কর ক্ষতি প্রসঙ্গে তিনি আরও বলেন, রাজস্ব কর্মকর্তা ও অডিটরদের সঙ্গে কথা বলে যে ইঙ্গিত পাওয়া গেছে তা হলো, কর ফাঁকি ও কর এড়ানোর মাত্রা ব্যাপক। ট্যাক্স লস যেটি হচ্ছে কর এড়ানোর জন্য সেটি ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত হতে পারে। আর কর লস যেটি হচ্ছে কর ফাঁকির জন্য সেটা ১৫ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত হতে পারে। কেউই বলেনি যে বাংলাদেশে কর ফাঁকি হচ্ছে না। তাই কর অব্যাহতি নির্দিষ্ট সময় ও লক্ষ্যভিত্তিক হওয়া উচিত। কর স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলক সাস্টেনেবল রিপোর্টিংয়ে যাওয়া দরকার।

সিপিডির গবেষণা পরিচালক বলেন, ৬৮ শতাংশ মানুষ করযোগ্য আয় করার পরও আয়কর দেন না। অর্থাৎ দুই-তৃতীয়াংশ মানুষ কর দেওয়ার যোগ্য হওয়ার পরেও কর দেয় না। অন্যদিকে জয়েন্ট স্টক কোম্পানিতে ২ লাখ ১৩ হাজার কোম্পানি রেজিস্ট্রার্ড হলেও রিটার্ন দাখিল করে মাত্র ৪৫ হাজার কোম্পানি।

তিনি আরও বলেন, বাংলাদেশে অপ্রাতিষ্ঠানিক খাতের আকার ৩০ শতাংশ। অপ্রাতিষ্ঠানিক খাতে করের পরিমাণ ছিল ২০১০ সালে ২২ হাজার কোটি টাকা, যা ২০২১ সালে বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার কোটি টাকা। এই টাকা যদি পাওয়া গেলে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় তিনগুণ বৃদ্ধি করা যেত।

ড. গোলাম মোয়াজ্জেম বলেন, ট্যাক্স জাস্টিস রিপোর্ট বলছে-কর ফাঁকি ও কর এড়ানোর মাধ্যমে বিশ্বে প্রতিবছর প্রায় ৪৮৩ বিলিয়ন (৪৮ কোটি ৩০ লাখ ) ডলার কর ক্ষতি হচ্ছে। যার মধ্যে মাল্টিন্যাশনাল কোম্পানির মাধ্যমে ৩১২ বিলিয়ন ডলার ও ব্যক্তি পর্যায়ের মাধ্যমে ১৭১ বিলিয়ন ডলার কর ক্ষতি হচ্ছে।

তিনি আরও বলেন, করপোরেট কর হার কমিয়ে কর জাল বাড়িয়ে ট্যাক্স আদায় করা দরকার। কারণ করহার বাড়ানোর ফলে প্রচুর কালোটাকা থেকে যাচ্ছে। বাংলাদেশে করপোরেট ট্যাক্সে রেট দক্ষিণ এশিয়ার ভেতরে সর্বোচ্চ। কিন্তু ট্যাক্স জিডিপি রেশিও (অনুপাত) আফগানিস্তানের পরে সর্বনিম্ন।

জেডএ/এমএমএ/

 

Header Ad
Header Ad

বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমতি পেলেন শমিত সোম

ফিফার অনুমতি পেলেন শমিত সোম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে জড়াতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমতি পেয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুন হোমগ্রাউন্ডে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই জাতীয় দলে অভিষেক হতে পারে এই উদীয়মান মিডফিল্ডারের।

চলতি মাসের ১ তারিখ কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পান শমিত। এরপর সোমবার (৫ মে) বাংলাদেশের পাসপোর্টও হাতে পান তিনি। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এবার আর কোনো বাধা রইল না তার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বে।

কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরির হয়ে অসাধারণ পারফরম্যান্স করে যাচ্ছেন শমিত। সদ্য অনুষ্ঠিত ম্যাচে ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে কাভালরি। সেই ম্যাচে অধিনায়কত্বের দায়িত্বে থাকা শমিত পুরো ৯০ মিনিট নিয়ন্ত্রণ করেছেন মাঝমাঠ।

 

শমিত সোম। ছবি: সংগৃহীত

যদিও কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি, তবুও তার অবদান ছিল দৃষ্টিনন্দন। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জায়গা করে নিয়েছেন সপ্তাহের সেরা একাদশে।

বাংলাদেশ ফুটবলের জন্য এটি একটি বড় সুখবর, কারণ দীর্ঘদিন পর প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে একজন প্রতিভাবান খেলোয়াড় জাতীয় দলে যুক্ত হতে যাচ্ছেন, যিনি আন্তর্জাতিক মানের পেশাদার ফুটবল খেলে আসছেন।

Header Ad
Header Ad

পাকিস্তানে গোলাগুলিতে সেনা সদস্যসহ নিহত ৯

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিনটি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক সেনা সদস্যসহ মোট ৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, গত শনিবার ও রবিবার উত্তর ওয়াজিরিস্তান, দক্ষিণ ওয়াজিরিস্তান, খাইবার ও বান্নু জেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায় সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গুলিবিনিময় হয়।

উত্তর ওয়াজিরিস্তানের মির আলী এলাকায় অভিযানে তিন সন্ত্রাসী, দক্ষিণ ওয়াজিরিস্তানে আরও দুই জন এবং খাইবার ও বান্নুতে তিন জন সন্ত্রাসী নিহত হন।

এই গুলিবিনিময়ের সময় শহীদ হন ৪০ বছর বয়সী সেনাসদস্য নায়েক মুজাহিদ খান, যিনি কোহাট জেলার বাসিন্দা।

অভিযান শেষে সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক। আইএসপিআর জানায়, নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সরকারের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল করার পর খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা ও সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

Header Ad
Header Ad

গুলিসহ এসআইয়ের পিস্তল চুরি, ক্লোজড চাঁদপুরে রাকিব

ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে সাব-ইন্সপেক্টর (এসআই) রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। একই সঙ্গে চুরি হয়েছে নগদ ১০ হাজার টাকা। এ ঘটনায় তাকে চাঁদপুর জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার উত্তরের একটি ভাড়া বাসায় একা থাকতেন এসআই রাকিব। সোমবার (৫ মে) দুপুরে তিনি থানায় গেলে, দুর্বৃত্তরা বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। বিকেলে ৪টার দিকে বাসায় ফিরে তিনি দরজা খোলা ও ঘরের মালামাল তছনছ দেখতে পান।

এসআই রাকিব জানান, ব্রিফকেসে রাখা তার সরকারি অস্ত্র, ম্যাগাজিন ও গুলি, সঙ্গে নগদ টাকা চুরি হয়েছে।

ঘটনার খবর পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, মুকুল চাকমা, পিবিআই ও সিআইডি কর্মকর্তাসহ একাধিক চৌকশ টিম ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার পর এসআই রাকিবকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। থানার পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি।

ওসি শাহ্ আলম বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে চুরি যাওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমতি পেলেন শমিত সোম
পাকিস্তানে গোলাগুলিতে সেনা সদস্যসহ নিহত ৯
গুলিসহ এসআইয়ের পিস্তল চুরি, ক্লোজড চাঁদপুরে রাকিব
মালয়েশিয়ায় অবৈধ অবস্থানের অভিযোগে ১১৪ বাংলাদেশি আটক
টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের, আহত ২
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শ্বশুরবাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর, আটক ৪
পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র
নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চাকুরি ফেরত পেতে পুলিশের চাকুরিচ্যুত এসআইদের আর্তনাদ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আকাশি বিলে টর্নেডো
মায়ের কোল থেকে শিশুকন্যাকে কেড়ে নিয়ে দেড় লাখ টাকায় বিক্রি করলেন বাবা (ভিডিও)
গুজরাটে প্রবল বৃষ্টিতে প্রাণ গেল ১৪ জনের, আহত অন্তত ১৬
দাবানলের পর এবার ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইসরায়েল (ভিডিও)
হিলিতে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত দিলেন খালেদা জিয়ার চিকিৎসক
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত, চেম্বার আদালতের আদেশ
টাঙ্গাইলে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩ কারবারিকে জেল জরিমানা
সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা জানা গেল
ফিরোজায় ফিরেই দেশবাসীকে ধন্যবাদ জানালেন খালেদা জিয়া
জিআই পণ্যের স্বীকৃতি পেল নওগাঁর নাক ফজলি আম