সারাদেশ

ফুলবাড়ীতে পরিবেশ ও নদী রক্ষায় স্বপ্নসিঁড়ির বর্জ্য অপসারণ


প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ :০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৯ এএম

ফুলবাড়ীতে পরিবেশ ও নদী রক্ষায় স্বপ্নসিঁড়ির বর্জ্য অপসারণ

‘সচেতন হোন, পরিবেশ বাঁচান, নদীতে প্লাস্টিক দ্রব্য না ফেলি, নদী রক্ষায় এগিয়ে আসি’ এ প্রতিপাদ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীর ধরলা নদী হতে প্লাস্টিক বর্জ্য অপসারণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ফুলবাড়ী ‘স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে উপজেলার শেখ হাসিনা ধরলা সেতুর পশ্চিম ও উত্তর দিকে ধরলার তীরবর্তী এলাকায় পরিবেশ সৌন্দর্য ও নদী বাঁচাতে প্লাস্টিক দ্রব্যাদিসহ সব বর্জ্য অপসারণ করা হয়েছে।

এ সময় স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার দাতা সদস্য ও প্রধান উপদেষ্টা ফজলুল হক ত্রিপুল, সভাপতি মোশারফ মন্ডল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কার্যকারী সদস্য দীপক কুমার রায় ও আশিকুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আলমগীর কবির লিমনসহ স্বপ্নসিঁড়ি সংগঠনটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টায় ধরলা নদীর পরিবেশ সৌন্দর্য রক্ষার্থে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার দাতা সদস্য ও প্রধান উপদেষ্টা ফজলুল হক ত্রিপুল ও সভাপতি মোশারফ মন্ডল জানান, দীর্ঘ ৫ থেকে ৬ বছর ধরে স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা নামের সংগঠনটি বাল্যবিবাহ, মাদক প্রতিরোধ, স্বেচ্ছায় রক্তের গ্রুপ নির্ণয়, অসুস্থ রোগীকে রক্ত প্রদান করা, দুস্থদের মাঝে পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এসি/এমএসপি