সারাদেশ

বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী চক্র আটক


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ :১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৬ এএম

বিজিবি'র অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী চক্র আটক

পুটখালী সীমান্ত থেকে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩.৮৯১ কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি'র খুলনা ব্যাটালিয়ন। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

আটককৃতরা হলেন, মো. লিটন হোসেন ও মো. হাফিজুর রহমান।

বিজিবি জানায়, দীর্ঘদিন ধরে তারা এসব অপরাধের সাথে যুক্ত। এসময় তাদের হেফাজত থেকে ৩.৮৯১ কেজি (৩৩৩.৫৯০ ভরি) ওজনের ২০টি সোনার বার, ১টি মোটর সাইকেল, ৩টি মোবাইল এবং নগদ ৬ হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে খুলনা বিজিবি-২১ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মনজুর-ই-এলাহী জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি'র খুলনা ব্যাটালিয়ন জানতে পারে, যশোরের পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। ওই তথ্যের ভিত্তিতে পুটখালী বিওপি’র একটি দল বেনাপোল পোর্টের বালুন্ডা কেষ্টপুর গ্রামের সড়ক অবরোধ করে তল্লাশি অভিযান পরিচালনা করেপাচারকারীদলের সদস্যকে আটক করে।

এমএইচ/কেএফ/