সৌদি আরবের মাটিতে ট্রাম্প, স্বাগত জানালেন যুবরাজ সালমান

ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে তিন দিনের সফরের অংশ হিসেবে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে সৌদির স্থানীয় সময় অনুযায়ী তিনি রিয়াদ টারম্যাক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
বিমানবন্দরের কার্পেট বিছানো পথে দুই নেতাকে একসঙ্গে হেঁটে যেতে দেখা যায়, যেখানে উপস্থিত ছিলেন সৌদি সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে এক আনুষ্ঠানিক কক্ষে ট্রাম্প ও যুবরাজ সালমানকে আলাপরত অবস্থায় দেখা যায়, তবে কী বিষয়ে আলোচনা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট এই সফরের অংশ হিসেবে রিয়াদে একাধিক বৈঠক করবেন এবং পরে কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম মধ্যপ্রাচ্য সফর।
ট্রাম্পের এ সফরে সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির সম্ভাবনার পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি, সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং সন্ত্রাসবিরোধী যৌথ লড়াই নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এই সফর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
