
জাতীয়
বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে আর্ট ক্যাম্প উদ্বোধন

বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আর্ট ক্যাম্প উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আর্ট ক্যাম্পে প্রয়াস স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা অংশগ্রহণ করে। এ ছাড়া খ্যাতিমান শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরইউ/এসএ/
জাতীয় নিয়ে আরও পড়ুন