
জাতীয়
‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান

ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ ১০০ কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। যারা মারা গেছেন তাদের জন্য এককালীন ও মাসিক ভাতা দেওয়া হবে।

নাহিদ ইসলাম জানান, গণঅভ্যুত্থানে এখন পর্যন্ত পাওয়া তথ্যে ২০০০০ হাজার প্লাস আহত, আট শতাধিক নিহত হয়েছেন।খুব দ্রুতই ফাউন্ডেশন থেকে তাদের জরুরি আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং তাদের পরিবারের পুনর্বাসনে ব্যবস্থা নেয়া হবে।
জাতীয় নিয়ে আরও পড়ুন