এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে চতুর্থ দিনের মতো দেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায়কারি প্রতিষ্ঠান বেনাপোল কাস্টমস হাউজে চলছে ‘কলম বিরতি’। তবে চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারসহ আমদানি রপ্তানি বাণিজ্য রয়েছে স্বাভাবিক।
কাস্টমসে কর্ম বিরতির কারণে রোববার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলম বিরতির সময় কাস্টমস হাউজে কোন কাজ হচ্ছে না বলে নিশ্চিত করেছেন একজন রাজস্ব কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে ওই রাজস্ব কর্মকর্তা বলেন, ‘অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আমরা আছি এবং আমাদের পূর্ণাঙ্গ সমর্থন আছে।’
সরেজমিনে দেখা গেছে,কাস্টমস হাউজ খোলা আছে তবে অধিকাংশ টেবিলই খালি।কর্মকর্তারা বাইরে ঘোরাঘুরি করছেন।কিছু কর্মকর্তা আসনে থাকলেও কোন কাজ করছেন না।বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।কলম বিরতির কারণে নতুন করে কোন পণ্যের আইজিএম ইস্যু করা হচ্ছে না। আগের ইস্যু করা আইজিএমের পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে।বেলা ৩টা পর্যন্ত কলম বিরতি চলবে। তারপর কাস্টমস হাউজে কাজ শুরু হবে বলে ওই রাজস্ব কর্মকর্তারা জানিয়েছেন।
বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান বলেন,‘টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কলম বিরতিতে বেনাপোল কাস্টমস হাউজের কর্মকর্তাগণ সহমত প্রকাশ করে বুধবার থেকে কলম বিরতি পালন করে আসছে কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক আজ রোববার সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত বেনাপোল কাস্টম হাউজে কলম বিরতি পালিত হচ্ছে।’
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন,‘কাস্টমস এর কলম বিরতির কারণে শুল্কায়ন,পণ্য খালাস বিলম্বিত হচ্ছে। আমদানি রপ্তানিও কমে যাচ্ছে। আমদানি পণ্য সময়মতো ব্যবসায়ীরা পাচ্ছেন। তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।সরকারের রাজস্ব আদায়ও বাধাগ্রস্ত হচ্ছে।’
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্র্যাফিক) মামুন কবির তরফদার বলেন,‘কাস্টমস হাউসের কলম বিরতি সত্ত্বেও বেনাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। গতকাল শনিবার ভারত থেকে বেনাপোল বন্দরে ৩১৩ ট্রাক পণ্য আমদানি হয়েছে।এসময় ভারতে রপ্তানি হয়েছে ২২৮ট্রাক পণ্য।’