রবিবার, ১৮ মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

বিজয় দিবস উপলক্ষ্যে ৩১ বার তোপধ্বনির প্রদর্শন

বিজয় দিবস-২০২৪ উপলক্ষে ৩১ বার তোপধ্বনি প্রদর্শন। ছবিঃ সংগৃহীত

মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

ঢাকা পুরাতন বিমান বন্দর এলাকায় (তেজগাঁও) বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ছয়টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে।

Header Ad
Header Ad

বেনাপোল কাস্টমস হাউজে কলম বিরতি অব্যাহত, স্বাভাবিক আমদানি-রপ্তানি

ছবি: ঢাকাপ্রকাশ

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে চতুর্থ দিনের মতো দেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায়কারি প্রতিষ্ঠান বেনাপোল কাস্টমস হাউজে চলছে ‘কলম বিরতি’। তবে চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারসহ আমদানি রপ্তানি বাণিজ্য রয়েছে স্বাভাবিক।

কাস্টমসে কর্ম বিরতির কারণে রোববার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলম বিরতির সময় কাস্টমস হাউজে কোন কাজ হচ্ছে না বলে নিশ্চিত করেছেন একজন রাজস্ব কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ওই রাজস্ব কর্মকর্তা বলেন, ‘অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আমরা আছি এবং আমাদের পূর্ণাঙ্গ সমর্থন আছে।’

সরেজমিনে দেখা গেছে,কাস্টমস হাউজ খোলা আছে তবে অধিকাংশ টেবিলই খালি।কর্মকর্তারা বাইরে ঘোরাঘুরি করছেন।কিছু কর্মকর্তা আসনে থাকলেও কোন কাজ করছেন না।বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।কলম বিরতির কারণে নতুন করে কোন পণ্যের আইজিএম ইস্যু করা হচ্ছে না। আগের ইস্যু করা আইজিএমের পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে।বেলা ৩টা পর্যন্ত কলম বিরতি চলবে। তারপর কাস্টমস হাউজে কাজ শুরু হবে বলে ওই রাজস্ব কর্মকর্তারা জানিয়েছেন।

বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান বলেন,‘টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কলম বিরতিতে বেনাপোল কাস্টমস হাউজের কর্মকর্তাগণ সহমত প্রকাশ করে বুধবার থেকে কলম বিরতি পালন করে আসছে কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক আজ রোববার সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত বেনাপোল কাস্টম হাউজে কলম বিরতি পালিত হচ্ছে।’

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন,‘কাস্টমস এর কলম বিরতির কারণে শুল্কায়ন,পণ্য খালাস বিলম্বিত হচ্ছে। আমদানি রপ্তানিও কমে যাচ্ছে। আমদানি পণ্য সময়মতো ব্যবসায়ীরা পাচ্ছেন। তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।সরকারের রাজস্ব আদায়ও বাধাগ্রস্ত হচ্ছে।’

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্র্যাফিক) মামুন কবির তরফদার বলেন,‘কাস্টমস হাউসের কলম বিরতি সত্ত্বেও বেনাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। গতকাল শনিবার ভারত থেকে বেনাপোল বন্দরে ৩১৩ ট্রাক পণ্য আমদানি হয়েছে।এসময় ভারতে রপ্তানি হয়েছে ২২৮ট্রাক পণ্য।’

Header Ad
Header Ad

ভারতে বিয়ের আসরে হৃদরোগে আক্রান্ত হয়ে বরের মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যের বাগালকোট জেলার জামখান্ডি শহরে বিয়ের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই পরিণত হলো চরম বেদনায়। মঙ্গলসূত্র পরানোর কয়েক মিনিটের মধ্যেই বর প্রবীণ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে মঞ্চেই লুটিয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ মে) প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ২৫ বছর বয়সী প্রবীণের এই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছেন দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং উপস্থিত অতিথিরা। বিয়ের রীতিনীতির আনুষ্ঠানিকতা চলাকালীন এমন হৃদয়বিদারক ঘটনা কেউ কল্পনাও করতে পারেননি।

বিয়েতে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই প্রবীণকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই ঘটনা নতুন নয় ভারতে। তরুণদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা দিন দিন বাড়ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্যপ্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার সময় ২৩ বছর বয়সী এক তরুণী হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্চেই মারা যান। আর গত বছরের ডিসেম্বরে উত্তরপ্রদেশের আলিগড়ে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্র দৌড়ের অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায়।

Header Ad
Header Ad

গাইবান্ধা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সা.সম্পাদক শাহীন

ছবি: ঢাকাপ্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাইবান্ধা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম—সাধারণ সম্পাদক শহীদুজ্জামান সরকার শাহীনকে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৭ মে) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক গাইবান্ধা জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন । তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে ছাত্রদলের সিনিয়র যুগ্ম—সাধারণ সম্পাদক শহীদুজ্জামান সরকার শাহীনকে গাইবান্ধা জেলা শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বেনাপোল কাস্টমস হাউজে কলম বিরতি অব্যাহত, স্বাভাবিক আমদানি-রপ্তানি
ভারতে বিয়ের আসরে হৃদরোগে আক্রান্ত হয়ে বরের মৃত্যু
গাইবান্ধা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সা.সম্পাদক শাহীন
সুড়ঙ্গ থেকে হামাস নেতা সিনওয়ারসহ সহযোগীদের মরদেহ উদ্ধার: রিপোর্ট
শাহজালাল বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক
আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব : সালমান মুক্তাদির
নতুন লুকে শাকিব খানের তাণ্ডব শুরু, জয়া আসছেন ভিন্ন চরিত্রে
দেশে ছোঁয়াচে ‘স্ক্যাবিস’ সংক্রমণ বাড়ছে, জেনে নিন সঠিক চিকিৎসা
শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু
ক্ষুদ্রঋণই ব্যাংকিংয়ের ভবিষ্যৎ : প্রধান উপদেষ্টা
ভারতের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশ টিকতে পারবে না: বিজেপি নেতা
ইশরাকের শপথ দাবিতে টানা চতুর্থ দিন নগরভবনের সামনে বিক্ষোভ
৩০৫৭ কবর খোঁড়া শয্যাশায়ী মনু মিয়ার ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা
ইমনের বিস্ফোরক সেঞ্চুরিতে বাংলাদেশের জয়
সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ জন হজযাত্রী, মৃত্যু আরও একজনের
এনসিপিতে যোগ দিলেন আ.লীগ নেতাসহ ২ শতাধিক ব্যবসায়ী
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মমিত ইসলাম
টি-টোয়েন্টিতে পারভেজ ইমনের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ১৯১
নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির
কুবিতে প্রথম ধাপের ভর্তি শেষ, আসন ফাঁকা ৩৯১