বৃহস্পতিবার, ২ মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১
Dhaka Prokash

চ্যালেঞ্জের মুখে পড়বে পাকিস্তানের নতুন সরকার

পাকিস্তানের ইতিহাসে এখন পর্যন্ত কোনো ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী পূর্ণ মেয়াদ পার করতে পারেননি। ইমরান খানও এর বাইরে নন। শনিবার (৯ এপ্রিল) মধ্যরাতে অনাস্থা ভোটে বিদায় নেওয়ার পর পাকিস্তানে ক্ষমতার পালাবদল নিশ্চিত হয়। এবারই প্রথম অনাস্থা ভোটে ক্ষমতা হারিয়েছেন কোনো প্রধানমন্ত্রী।

তীব্র রাজনৈতিক সংকটে পড়েছে পাকিস্তান। এমন অবস্থা এবারই প্রথম হয়নি। এর আগেও এমন অবস্থা তৈরি হয়েছিল। সেনাবাহিনীর হস্তক্ষেপে নির্বাচিতদের সরিয়ে দেওয়া হয়েছে। তবে তফাৎ হচ্ছে–এবার ভোটের মাধ্যমে হেরে গিয়ে, অর্থাৎ তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হলেন। এটি একদিক থেকে নতুন এক অভিজ্ঞতা; কিন্তু পাকিস্তানে এ ধরনের সংকট নতুন কিছু নয়। গণতন্ত্র সেখানে খুব ভালোভাবে শেকড় গাঁথতে পারেনি। কাজেই এসব সমস্যা যেমন ছিল আগামীতেও যে থাকবে না, সেটি বলা যায় না।

এখন নতুন করে সরকার গঠিত হচ্ছে। এ সরকারের চেহারা কেমন হবে, সেটি হলফ করে কিছু বলা যায় না। এ সরকারে সঙ্গী হয়েছে যে দুটি প্রধান পার্টি, তারা পরস্পরের বিরোধী। পরস্পরকে ক্ষমতা থেকে টেনে নামানোর প্রবণতা এদের ছিল এবং সেই নজিরও আছে। ইমরান খানকে নিয়ে ঘটনাটি হয়ত ভিন্ন আঙ্গিকে ঘটানো হয়েছে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। কিছু সময় গেলে বোঝা যাবে। দেখা যাক, কি দাঁড়ায়? তবে এ সরকারও যে খুব দীর্ঘস্থায়ী হবে তা বলা যায় না। হয়তো নতুন নির্বাচনের দিকেই যাবে নতুন সরকার। নির্বাচনে তখন দেখা যাবে কী দাঁড়ায়।

এ ধরনের পরিস্থিতিতে যে সরকারই আসুক না কেন, সেটি চ্যালেঞ্জিং হবেই। এটি অস্বাভাবিক নয়। পাকিস্তানের জন্য খুবই দুঃখজনক একটি বিষয় হলো–কোনো সরকারই মেয়াদকাল পূর্ণ করতে পারেনি। অন্যান্য শক্তি সবসময়ই এতে হস্তক্ষেপ করে। তার মধ্যে সেনাবাহিনী অন্যতম। ক্ষেত্র বিশেষে বিদেশিদের হস্তক্ষেপও রয়েছে। বিদেশি হস্তক্ষেপের জন্য বিদেশিদের দোষ দিয়ে লাভ নেই। অভ্যন্তরীণ রাজনীতিতে সুযোগ সৃষ্টি হয় বলেই, এরা হস্তক্ষেপ করতে পারে। নতুন সরকারও যে মেয়াদকাল পূর্ণ করবে তার কোনো নিশ্চয়তা নেই।

এখন বলা হচ্ছে যে, শ্রীলঙ্কাতে যে ক্রাইসিস হয়েছে, পাকিস্তানও সেদিকেই যাচ্ছে। এটি অস্বাভাবিক নয়। পাকিস্তান প্রচুর ঋণ নিয়েছে চীন থেকে। চীন তাদের পায়ের তলা থেকে মাটি সরিয়ে নেবে এমনটি হয়ত হবে না। শ্রীলঙ্কার সংকট আর পাকিস্তানের সংকট ভিন্নরকম। তবে আগে থেকেই সাবধানতা গ্রহণ করা উচিত।

আবার আমাদের দেশের জন্যও সংকটকে ভয়ের কারণ বলে আমি মনে করি না। তবে এ থেকে শিক্ষা নিয়ে সাবধানতা জরুরি। সরকারও বলছে, শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করা চলবে না। তবে বিষয় হচ্ছে–দশ বছর পর কী হবে সেটি বলা মুশকিল। বড় বড় প্রজেক্টগুলোর ক্ষেত্রে যেভাবে আমরা ঋণ অথবা সুদের হার বাড়িয়ে দিচ্ছি, প্রতি বছর আমাদের যে টাকা দিতে হতো, এখন তার চেয়ে অনেক বেশি টাকা দিতে হয়। এটি যদি এভাবে বাড়তেই থাকে সেটি ভবিষ্যতে চিন্তার বিষয় হবে। সেজন্য এখন থেকেই সাবধানতা কাম্য। তবে এসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। এখন থেকেই যদি আমরা সাবধান হই, তাহলে বিপদে পড়ব না। তবে যদি আত্মতৃপ্তিতে ভুগি তাহলে সেটি হবে বিপজ্জনক।

লেখক: সাবেক পররাষ্ট্রসচিব

এসএ/

Header Ad

ওমরাহ করতে সস্ত্রীক ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

ওমরাহ করতে সস্ত্রীক ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনে সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশ্য ঢাকা ছাড়লেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২ মে) বেলা সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে সৌদির উদ্দেশ্যে রওনা হন তারা।

মির্জা ফখরুলের একান্ত সহকারী ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পবিত্র ওমরাহ পালন করতে ম্যাডামসহ স্যার সৌদি আরব গেছেন। প্রথমে তারা সরাসরি মদিনায় যাচ্ছেন। সেখানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন এবং মসজিদে নববীতে নামাজ আদায় করবেন। এরপর মদিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র ওমরাহ পালনের আনুষ্ঠানিকতা শুরু করবেন তারা। কাবা শরিফ তাওয়াফ এবং সাফা-মারওয়া সায়ি করবেন, মসজিদুল হারামে নামাজ আদায় করবেন। আগামী ৮ মে বিএনপি মহাসচিব দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে বুধবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশানের বাসভবন ফিরোজায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাতে নিজের ও স্ত্রীর জন্য খালেদা জিয়ার কাছে দোয়া চান মির্জা ফখরুল। আর খালেদা জিয়াও শারীরিক সুস্থতার জন্য দোয়া চান।

সরকারি খাদ্য গুদামে হয়রানির অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

ছবি : ঢাকাপ্রকাশ

খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকারি খাদ্য গুদামে ধান দিতে গিয়ে কৃষক বা মিল মালিক কেউ যেন হয়রানি না হয় সেটা নিশ্চিত করা হবে। হয়রানির অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২ মে) নওগাঁ সার্কিট হাউস সম্মেলন কক্ষে বোরো সংগ্রহ অভিযান ২০২৪ সফল করার লক্ষ্যে নওগাঁ খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার আরো বলেন, চাল সরু ও চকচকে করতে পুষ্টির অংশ ছাটাই করে ফেলা হয়। এতে চাল চকচকে হলেও কার্বোহাইড্রেট ছাড়া কিছুই থাকেনা।এছাড়া পরিমানেও চাল কমে যায়। আগামী আমন মৌসুম থেকে পালিশ (ছাটাই) বিহীন চাল বাজারজাত করতে মিলারদের উদ্বুদ্ধ করা হচ্ছে। বাজারে পালিশ বিহীন চাল থাকলে ভোক্তারা সেদিকে আকৃষ্ট হবে বলেও উল্লেখ করেন তিনি।

বস্তায় ধানের দাম ও জাত লেখা বিষয়ে এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন,ইতোমধ্য কাজ শুরু হয়েছে। বাজারে বস্তার গায়ে দাম ও জাত আসতে শুরু করেছে। মিল মালিকদের কাছে ধানের জাতের নমুনাসহ নাম ও উদপাদিত চাল কেমন হবে তার নমুনা পাঠানো হয়েছে। মিল গেটে চালের দাম বস্তায় লেখা থাকলে খুচরা ব্যাবসায়ীরা দাম বাড়ানোর বিষয়ে মিল মালিকদের দোষারোপ করতে পারবেনা।

ধানের সংগ্রহ সফল হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসকল কারনে ধান সংগ্রহ সফল হয়না সেগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে আশা করা যায় এবছর চালের ন্যায় ধান সংগ্রহও সফল হবে।

বিগত বছর আমাদের দেশে চাল আমদানি করা হয়নি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপে কৃষিতে উৎপাদন বেড়েছে অনেক গুণ।এবছরও বোরোর বাম্পার ফলন হয়েছে বলে তিনি জানান।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো: গোলাম মওলা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক , আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রাজশাহী মো: জহিরুল ইসলাম খান।

এছাড়াও কৃষি বিভাগের উপপরিচালক মো: আবুল কালাম আজাদ,নওগাঁ অটো রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম বাবু, জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চোকদার বক্তব্য রাখেন।

মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে

মিল্টন সমাদ্দারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছবি: সংগৃহীত

ভুয়া মৃত্যু সনদ প্রদানের অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামলায় 'চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার' আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ মে) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর প্রতারণার আশ্রয় নিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে মৃত্যু সনদ তৈরি করার অভিযোগে করা মামলায় তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ রয়েছে। সে চিকিৎসক না হওয়া সত্ত্বেও মৃত্যু সনদ প্রদান করত। চক্রের সঙ্গে যারা জড়িত আছে তাদের শনাক্ত এবং ন্যায়বিচারের স্বার্থে সাত দিনের রিমান্ড প্রত্যাশা করছি।

এ সময় শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, চিকিৎসক হিসেবে মৃত্যু সনদ দিয়েছে এমন কোনো প্রমাণ নেই। মিল্টন সমাদ্দার এসএসসি পাস করল, না মাস্টার্স ডিগ্রি পাস করল সেটা ব্যাপার না। মিল্টন যদি রাস্তার পচাগলা দুস্থ মানুষদের সেবা করে, তাহলে কেন সে মানবতার ফেরিওয়ালা হবে না। মিল্টন সমাদ্দার ভালো কাজ করেছে, কিন্তু সে চক্ষুশূল হয়েছে। প্রতিহিংসার শিকার হয়েছে। হয়রানি ও উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে ফাঁসানো হয়েছে। এ মামলায় কোনোভাবে রিমান্ড হতে পারে না। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

টর্চার সেলে মানুষজনকে মারধর করার অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ৩টি মামলা হয়েছে। মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সী ছাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মানবপাচার আইনে তার বিরুদ্ধে তৃতীয় মামলাটি হয়েছে। তৃতীয় মামলার বাদী হলেন রাজধানীর জিগাতলার বাসিন্দা এম রাকিব (৩৫)।

জাল মৃত্যু সনদ তৈরির করার অভিযোগে তার বিরুদ্ধে প্রথম মামলাটি হয়। এরপর তার আশ্রমের টর্চার সেলে মানুষজনকে মারধর করার অভিযোগে আরও একটি মামলা হয়েছে। সর্বশেষ তার বিরুদ্ধে মানবপাচার আইনে আরও একটি মামলা হয়েছে। মানবপাচার আইনের মামলার বাদী হয়েছেন রাজধানীর জিগাতলার বাসিন্দা এম রাকিব।

মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জাল সনদ জালিয়াতির মামলা করেছে। লাশ দাফনের জন্য জালিয়াতি করে কাগজ তৈরির অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে ডিবি পুলিশ। এ সময়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, আমরা তাকে রিমান্ডে এনে অভিযোগের বিষয়গুলো তদন্ত করব। সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। মিল্টনকে রিমান্ড দেওয়ার সময় তার স্ত্রীকেও মুখোমুখি করা হবে। যদিও এ ঘটনায় তার স্ত্রীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

এর আগে বুধবার (১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সর্বশেষ সংবাদ

ওমরাহ করতে সস্ত্রীক ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল
সরকারি খাদ্য গুদামে হয়রানির অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
রোনালদোর পর সিকান্দার রাজাও সংবাদ সম্মেলনে কোমল পানীয়র বোতল সরালেন
রাঙামাটিতে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
ঢাবির সিনেট সদস্য হলেন গাইবান্ধা-৫ আসনের এমপি মাহমুদ হাসান
আরও কমলো এলপি গ্যাসের দাম
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
আগেই মিষ্টি কিনেছিলেন রিঙ্কুর বাবা, কিন্তু জায়গা হলো না বিশ্বকাপে
ইসরায়েলের সাথে সম্পর্কচ্ছেদ করল কলম্বিয়া
শনিবার থেকে খুলছে মাধ্যমিক স্কুল-কলেজ, রোববার প্রাথমিক
মামলা হলে মিল্টনের স্ত্রীকেও গ্রেপ্তার করা হবে: ডিবিপ্রধান
সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে
বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা, নেই স্মিথ-ম্যাকগার্ক
এশিয়ার সেরা ৩০০ তালিকায় নেই দেশের কোনো বিশ্ববিদ্যালয়
অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেলেন ড. ইউনূস
‘আওয়ামী লীগ কোনো ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি’
যুদ্ধকে ‘না’ বলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছি
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতকে নতুন প্রস্তাব পাকিস্তানের