বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ আজ, ৩ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা

‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ আজ। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (ন্যাশনাল সিটিজেনস পার্টি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্রায় তিন লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ ঠিক হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করবে।

এদিকে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্রায় তিন লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউতে উত্তর পাশের লেনে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং সংসদ ভবনের দক্ষিণ গেটের সামনে প্রস্তুত করা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের মূল মঞ্চ।

নতুন দলের আহ্বায়ক পদে থাকছেন নাহিদ ইসলাম, আর সদস্যসচিব হিসেবে থাকছেন আখতার হোসেন। গতকাল বৃহস্পতিবার বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ সভায় এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে তারা দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় শীর্ষ নেতা হিসেবে নির্বাচিত হন। এ ছাড়া হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত নেতাকর্মী এবং আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রবাসী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়া গণঅভ্যুত্থানে অবদান রাখা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ, যারা জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল, তারাও এতে অংশ নেবেন।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে পবিত্র কোরআন এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপরে জুলাই বিদ্রোহের শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের বক্তব্য থাকবে। এ ছাড়া, জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে একটি তথ্যচিত্রও দেখানো হবে। জাতীয় নাগরিক পার্টির পূর্ণাঙ্গ কমিটি ১৫১ সদস্যের পতে পারে। তবে, শুক্রবার আংশিক কমিটি ঘোষণা করা হবে। এতে নাহিদ ইসলাম আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্য সচিব হচ্ছেন। এ ছাড়া, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সমন্বয়ক পদে হান্নান মাসুদের নাম চূড়ান্ত হয়েছে।

এদিকে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ করা হয়েছে।

Header Ad
Header Ad

মুফতি স্বামীর বিরুদ্ধে হ্যাপির মামলা, ৯ বিয়ে ও নির্যাতনের অভিযোগ

স্বামী মুফতি তালহা ইসলামের সঙ্গে সাবেক মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। ছবি: সংগৃহীত

জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আলোচনায় আসা সাবেক মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি আবারও শিরোনামে। তবে এবার কারণ ভিন্ন—স্বামী মুফতি তালহা ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন তিনি।

সোমবার (১৩ মে) রাজধানীর একটি থানায় মামলা দায়েরের পর বুধবার (১৫ মে) এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান হ্যাপির আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস।

সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে হ্যাপি বলেন, “এতদিন চুপ ছিলাম শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে। কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই আজ মুখ খুলতে বাধ্য হয়েছি।” তিনি আরও জানান, “আমার স্বামী তালহা ইসলাম আমার ওপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। কথায় কথায় মারধর করতেন। এমনকি সন্তানকেও ছাড়েননি।”

 নাজনীন আক্তার হ্যাপি। ছবি: সংগৃহীত

হ্যাপির আইনজীবী জানান, সাত বছর আগে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট আলেম মুফতি শহিদুল ইসলামের ছেলে তালহা ইসলামের সঙ্গে হ্যাপির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামীর আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন হ্যাপি। তিনি বলেন, “তালহা ইসলামের নারীদের প্রতি আগ্রহ সীমাহীন। সম্পর্কের একপর্যায়ে তিনি একাধিক নারীর সঙ্গে স্বল্পমেয়াদী বিয়েতে জড়িয়েছেন। এখন পর্যন্ত তার ৯টি বিয়ের প্রমাণ রয়েছে।”

এছাড়া, যৌতুকের দাবিতে হ্যাপিকে প্রায়ই শারীরিক নির্যাতনের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে হ্যাপি অভিযোগ করে বলেন, “তালাক চাইলে আমাকে বলা হয়, এক কোটি টাকা দিয়ে যেতে হবে কিংবা সন্তানকে আজীবনের জন্য দিয়ে যেতে হবে। এতটাই নির্মম মানসিক চাপ ছিল যে বারবার নির্যাতন সহ্য করতে হয়েছে।”

মামলা করার পর থেকেই হ্যাপি ও তার সন্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তিনি জানান, “মামলার পরপরই তালহা লোকজন নিয়ে আমার বাসায় এসে ব্যবসার ৫০-৬০ লাখ টাকার মালামাল নিয়ে গেছেন। এখন মামলা তুলে নিতে নানা হুমকি দিচ্ছেন।”

তালহা ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। একটি সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন।

২০১৩ সালে ‘কিছু আশা কিছু ভালোবাসা’ চলচ্চিত্র দিয়ে শোবিজে পা রাখেন হ্যাপি। তবে ২০১৪ সালে জাতীয় ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে তুমুল আলোচনায় আসেন তিনি।

রুবেল সেই সময় দাবি করেন, তিনি ব্ল্যাকমেলের শিকার হয়েছেন। পরে আদালতেও অভিযোগের প্রমাণ মেলেনি। বিশ্বকাপের আগে জামিনে মুক্তি পেয়ে খেলেন রুবেল। পরে হ্যাপি নিজেই অভিযোগ তুলে নেন এবং ক্ষমা করে দেন। এরপর হ্যাপি পর্দার জগৎ ছেড়ে ইসলামি অনুশাসন অনুযায়ী জীবন শুরু করেন। তিনি নিজের ফেসবুক থেকেও শোবিজের সব ছবি ও কনটেন্ট সরিয়ে নেন।

Header Ad
Header Ad

সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ আছে: রিজভী

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে।’

বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হল ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

এ সময় রিজভী বলেন, ‘সাম্যকে হত্যার পেছনে কী কারণ ছিল, কী অন্যায় করেছিল সাম্য? পুলিশ গ্রেপ্তার করেছেন তিনজনকে, তারা ভবঘুরে। আমার তো মনে হয় এর মধ্যে রাজনৈতিক কারণ আছে। রাজনৈতিক কারণ না থাকলে সাম্যর মতো একজনকে কে হত্যা করবে? ভবঘুরেরা তাকে কেন হত্যা করবে?’

রিজভী বলেন, জাতীয় সংগীতের বিরোধী যারা তাদের বিপক্ষে সাম্যের অবস্থান ছিল তাই কী তাকে হত্যা করা হলো? শিক্ষাঙ্গনে কেন রক্ত ঝরবে৷ ক্যাম্পাসে কেন রক্ত ঝরবে? একাধিক প্রশ্ন রাখেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে রিজভী বলেন, ঢাবি ভিসির কাছে সাম্য হত্যার বিচার চাইতে গিয়েছিলেন শিক্ষার্থীরা। কিন্তু তিনি তুইতাকারি করেছেন, বিরক্ত হয়েছেন তাদের কথা শুনে। জাতীয়তাবাদের দর্শনে যারা রাজনীতি করেন তাদের পছন্দ করেন না ভিসি। ঢাবি ভিসি ও প্রক্টর একটি রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাসী। আপনাদের মাথায় যে দর্শন তা প্রতিষ্ঠিত করতে কাজ করছেন ভিসি বলেও অভিযোগ করেন তিনি।

শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনা নিয়ে রিজভী বলেন, ‘আমি পুলিশ বিভাগকে বলব, ভালো করে খোঁজ নিয়ে দেখুন। মানুষ কিন্তু সব বিষয় সহজভাবে নেয় না।’

Header Ad
Header Ad

মেট্রোরেলে ২৪ পদে ১২০ জনের চাকরির সুযোগ

ছবি: সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি ২৪ পদে ১২০ কর্মী নিয়োগে ২৯ এপ্রিল প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ মে সকাল ১১টা থেকে শুরু হয়েছে। যা চলবে আগামী ৪ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৫০,৬০০ টাকা (গ্রেড-৯)।
আবেদনের যোগ্যতা: যে কোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৫০,৬০০ টাকা (গ্রেড-৯)।
আবেদনের যোগ্যতা: যে কোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এস্টেট/লিগ্যাল)।

পদসংখ্যা: ২টি।
মূল বেতন: ৫০,৬০০ টাকা (গ্রেড-৯)।
আবেদনের যোগ্যতা: সম্মানসহ এলএলবি অথবা এলএলএম ডিগ্রি থাকতে হবে।

৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৫০,৬০০ টাকা (গ্রেড-৯)।
আবেদনের যোগ্যতা: যে কোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

৫. পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা।

পদসংখ্যা: ৩টি।
মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৬. পদের নাম: অর্থ কর্মকর্তা।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: বিবিএ ডিগ্রি থাকতে হবে।

৭. পদের নাম: জুনিয়র রাজস্ব কর্মকর্তা।

পদসংখ্যা: ২টি।
মূল বেতন: ২৫,৯৯০ টাকা (গ্রেড-১২)।
আবেদনের যোগ্যতা: বিবিএ ডিগ্রি থাকতে হবে।

৮. পদের নাম: অর্থ সহকারী।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ২১,৩৯০ টাকা (গ্রেড-১৬)।
আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৯. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)।

পদসংখ্যা: ৫টি।
মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিকস টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

১০. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন)।

পদসংখ্যা: ৬টি।
মূল বেতন: ৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/টেলিকমিউনিকেশন টেকনোলজি/ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

১১. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস প্ল্যানিং/ট্রেনিং/বাজেট)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং/পাওয়ার টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

১২. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস স্পেশাল)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং/পাওয়ার টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

১৩. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস এয়ারকন)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং/পাওয়ার টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

১৪. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস ডোর)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং/পাওয়ার টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

১৫. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস বগি)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং/পাওয়ার টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

১৬. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস নিউম্যাটিকস)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং/পাওয়ার টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

১৭. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (পি-ওয়ে)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং/পাওয়ার টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

১৮. পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (প্রকিউরমেন্ট)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ৩৬,৮০০ টাকা (গ্রেড-১০)।
আবেদনের যোগ্যতা: ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা মেকানিক্যাল টেকনোলজি অথবা সিভিল টেকনোলজিতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

১৯. পদের নাম: জুনিয়র মার্কেটিং অফিসার।

পদসংখ্যা: ২টি।
মূল বেতন: ২৫,৯৯০ টাকা (গ্রেড-১২)।
আবেদনের যোগ্যতা: বিবিএ ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।

২০. পদের নাম: পেশ ইমাম।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ২৩,৪৬০ টাকা (গ্রেড-১৪)।
আবেদনের যোগ্যতা: কামিল ডিগ্রি/দাওরায়ে হাদিস পাস হতে হবে।

২১. পদের নাম: মুয়াজ্জিন।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ২১,৩৯০ টাকা (গ্রেড-১৬)।
আবেদনের যোগ্যতা: আলিম অথবা সমমানের কওমী শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে।

২২. পদের নাম: সেমি স্কিলড মেইনটেইনার।

পদসংখ্যা: ৮০টি।
মূল বেতন: ২১,৩৯০ টাকা (গ্রেড-১৬)।
আবেদনের যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) ইন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স/ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ ইলেকট্রিক্যালওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স/রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং/ইলেকট্রনিকস কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন/অটোমোটিভ/অটোমোবাইল/ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি/বিল্ডিং মেইনটেন্যান্স অ্যান্ড কনস্ট্রাকশন/ওয়েল্ডিং ও ফেবরিকেশন অথবা এইচএসসি (বিজ্ঞান)।

২৩. পদের নাম: সেমি স্কিলড মেশিন অপারেটর (রোলিং স্টক)।

পদসংখ্যা: ৪টি।
মূল বেতন: ২১,৩৯০ টাকা (গ্রেড-১৬)।
আবেদনের যোগ্যতা: এসএসসি অথবা এসএসসি (ভোকেশনাল) ডিগ্রি থাকতে হবে।

২৪. পদের নাম: সেমি স্কিলড ড্রাইভার (সিএমভি)।

পদসংখ্যা: ১টি।
মূল বেতন: ২১,৩৯০ টাকা (গ্রেড-১৬)।
আবেদনের যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) ইন অটোমোবাইল/ মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স অথবা এসএসসি (বিজ্ঞান) ডিগ্রি থাকতে হবে।

প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): ১৮-৩২ বছর (১ মে ২০২৫ তারিখে)। এসএসসি বা সমমানের পরীক্ষার সনদপত্রের জন্ম তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে। ক্রমিক নম্বর ২১-এ বর্ণিত পেশ ইমাম পদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১-৬ এবং ৯-১৮ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৭ ও ১৯ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৮ ও ২০-২৪ নম্বর পদের জন্য ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ৪ জুন ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মুফতি স্বামীর বিরুদ্ধে হ্যাপির মামলা, ৯ বিয়ে ও নির্যাতনের অভিযোগ
সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ আছে: রিজভী
মেট্রোরেলে ২৪ পদে ১২০ জনের চাকরির সুযোগ
৫ হাজারেরও বেশি পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠালো সৌদি আরব
সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো ডিএসসিসি
চুরির টাকায় ফ্রিজ-আলমারি কিনে ধরা খেল কেয়ারটেকার
সাকিবকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা করল বিএসইসি
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক বিডিআরের ২৭ জওয়ান
বেনাপোল কাস্টমসে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি, স্বাভাবিক আমদানি-রপ্তানি
ইন্টারনেট সেবায় বিভ্রাট, গ্রামীণফোনের কাছে ব্যাখ্যা চাইল বিটিআরসি
পূর্ণদিবস ধর্মঘট ঘোষণা, ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা
সান্ডা কী? এটি খাওয়া কি হারাম না হালাল, কী বলে ইসলাম
টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও
সাম্যকে নিয়ে একটি গুপ্ত সংগঠন বিভ্রান্তি ছড়াচ্ছে : ছাত্রদল সভাপতি
টিকটকে লাইভ করার সময় তরুণীকে গুলি করে হত্যা
জুলাই থেকে ২০ শতাংশ কমছে ইন্টারনেটের দাম: ফয়েজ আহমদ
চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের আম সংগ্রহ উৎসবের উদ্বোধন
ময়মনসিংহ-১১ আসনের সাবেক এমপি কাজিম উদ্দিন গ্রেপ্তার
কোনও অবস্থাতেই মোদীকে বিশ্বাস করা যাবে না: ইমরান খান
এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জিতল বোলোগনা