সারাদেশ

বরিশালে ট্রাকচাপায় যুবক নিহত


প্রতিনিধি, বরিশাল
প্রকাশ :০৫ মার্চ ২০২২, ০৯:৪৪ এএম

বরিশালে ট্রাকচাপায় যুবক নিহত

বরিশালের গৌরনদী উপজেলায় ট্রাকচাপায় বিক্রম বেপারী নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (৫ মার্চ) দুপুরের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বাসষ্ট্যান্ডের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের কালাম বেপারীর ছেলে এবং গৌরনদী বাসষ্ট্যান্ডের জামাল হোসেনের মোটরসাইকেল গ্যারেজের মেকানিক ছিলেন তিনি।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

এসআইএইচ