ধর্ম

রমজানের মাসআলা-২৩

তারাবীহ নামাজ এক বা কয়েক রাকাত জামাতে না পেলে করণীয়


অধ্যক্ষ মুফতী মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী
প্রকাশ :২৪ এপ্রিল ২০২২, ১০:১১ পিএম

তারাবীহ নামাজ এক বা কয়েক রাকাত জামাতে না পেলে করণীয়

তারাবীহ নামাজ দুই রাকাত করে পড়া হয়। যদি কেউ জামাতে এক রাকাত পান তাহলে বাকি এক রাকাত ইমামের সালাম ফিরানোর পর মাসবুকের মতো, ফরজ নামাজের মতো একাকি পড়ে নিবেন (এই রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়তে পারবেন)।

তারাবীহ নামাজের দুই রাকাত বা ততোধিক রাকাত জামাতে না পেলে, জামাত শেষ হলে বাকি তারাবীহ একাকি পড়বেন (যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন)।

কোনো পুরুষ বা মহিলা যে কোনো কারণে সন্ধ্যা রাতে তারাবীহ সম্পূর্ণ বা আংশিক পড়তে না পারলে, সাহরির সময় যতক্ষণ থাকে এর মধ্যে যে কোনো সময় তারাবীহ নামাজ পড়তে পারবেন। এমন কি বিতির নামাজ পড়ার পরও তারাবীহ নামাজ পড়া যাবে। (ফাতাওয়া শামী)

এসএ/