সোমবার, ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Dhaka Prokash

রমজানের মাসআলা-২৯

টাকা দিয়ে বা ভাড়াটিয়া লোক দিয়ে ইতিকাফ করানো

আজকাল কোনো কোনো মসজিদে দেখা যায় ইমাম, মুয়াজ্জিন, খাদিমরা ইতিকাফ করছেন না; মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি ও সদস্যরাও ইতিকাফ করছেন না; এমনকি স্থানীয় মুসল্লিদের কেউই ইতিকাফ করছেন না; বরং ভাড়াটিয়া কাউকে এনে কিছু টাকা পয়সা দিয়ে ইতিকাফ করান। এতে ইতিকাফের লক্ষ্য অর্জন হয় না।

এটি আত্মপ্রতারণা ও প্রবঞ্চনার শামিল। হ্যাঁ, যে কেউ যে কোনো মসজিদে ইতিকাফ করতে পারেন এবং যে কাউকে যে কেউ হাদিয়া বা উপঢৌকন দিতে পারেন। একজন পরহেজগার লোককে সম্মানিত করা বা সহযোগিতা করাতে দোষ নেই; কিন্তু এটি যেন ইবাদতের উদ্দেশ্যকে ব্যাহত না করে। (মাজমুআ ফাতাওয়া)

এসএ/

Header Ad
Header Ad

ইশরাক-তাবিথদের কাছ থেকে টাকা নিয়ে ছাত্রনেতাদের বাসা ভাড়া দিয়েছি: নুরুল হক

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে বিএনপি ও ছাত্রদলের সঙ্গে ঘনিষ্ঠতা এবং আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, বিএনপি নেতাদের কাছ থেকে অর্থ সহায়তা নিয়ে ছাত্রনেতাদের থাকার ব্যবস্থা করেছেন তিনি নিজেই।

নুর বলেন, “ইশরাক ভাই, তাবিথ ভাইদের কাছ থেকে পয়সা নিয়ে এদের (ছাত্রনেতাদের) বাসা ভাড়া দিয়েছি। বিএনপির নেতাদের এই আন্দোলনের মধ্যে বলেছি — আমি তো জানি, এই নেতাদের ডিভাইস চেঞ্জ করা, নতুন ডিভাইস কেনার টাকাটা সালাহউদ্দিন ভাই এখানে পাঠিয়েছিলো।”

তিনি আরও বলেন, “বরকতউল্লাহ বুলু পলাতক, আরেকজনকে দিয়ে পাঠাচ্ছে। নতুন ডিভাইস কেনা লাগবে — ওই টাকাটাও পর্যন্ত পাঠিয়ে দিয়েছে।”

নুরুল হক নুর টকশোতে দাবি করেন, “তারেক রহমানের সাথে আলাপ করে এই আন্দোলনে কিভাবে ছাত্রদল, যুবদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার দিন ছাত্রদল যেন ব্যাংকারের মতো দাঁড়িয়ে থাকে — ওইদিনই ছাত্রলীগকে বিতাড়িত করতে হবে — এই সমস্ত ফর্মুলা আমরা দিয়েছি।”

তিনি এও উল্লেখ করেন, “আজকে মাস্টারমাইন্ড বা এই সমস্ত মানুষের নাম তো তারা জীবনেও নিবে না।”

আলোচনার এক পর্যায়ে নুর বলেন, “একবার বলেছিলাম, মালয়েশিয়াতে আমাদের ছাত্র তরুণদেরকে মামলা দিয়েছিল, যারা অ্যাম্বাসেডর — সেই অ্যাম্বাসেডর এখনো আছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এখনো যারা বিদেশি মিশনে আছে, দেশের মধ্যে স্মরণ হয়নি।”

তিনি আরও অভিযোগ করেন, “দেশের দশ বিভাগের যারা বিভাগীয় কমিশনার — তারা এই সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। কিন্তু কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

নুরুল হক নুর বলেন, “দুইজন উপদেষ্টার কথা শুনে বেয়াক্কেল হলাম, এজন্য যে তারা বলছে, ‘ওদেরকে দিয়ে ভালো কাজ করানো যায়।”

Header Ad
Header Ad

হঠাৎ জাপান ছাড়ার হিড়িক, জাপান সফর বাতিল করেছেন অনেকেই

ছবি: সংগৃহীত

জাপানে ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কায় দেশটি ছাড়ছেন অনেক পর্যটক এবং আতঙ্কিত কিছু স্থানীয় বাসিন্দা। পূর্ব এশিয়ার পর্যটকদের মধ্যে এই ভীতির মাত্রা এতটাই বেড়েছে যে, অনেকে জাপান সফর বাতিল করেছেন, কেউবা স্থগিত রেখেছেন। আর এই ভয়ের পেছনে রয়েছে একটি জনপ্রিয় মাঙ্গা, কিছু আলোচিত ভবিষ্যদ্বাণী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা।

আলোচিত জাপানি মাঙ্গা শিল্পী রিয়ো তাতসুকির ১৯৯৯ সালে প্রকাশিত বই ‘দ্য ফিউচার আই স’–এ ২০১১ সালের মার্চে একটি 'মহা দুর্যোগ'-এর পূর্বাভাস দেওয়া হয়েছিল। কাকতালীয়ভাবে ওই সময়েই ঘটে তোহোকু অঞ্চলের ৯.০ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প, যা জাপানের ইতিহাসে অন্যতম ভয়াবহ।

২০২১ সালে প্রকাশিত ওই মাঙ্গার ‘পূর্ণাঙ্গ সংস্করণ’-এ বলা হয়, “পরবর্তী বড় ভূমিকম্প ২০২৫ সালের জুলাইয়ে আসবে।” এরপর থেকেই বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

জাপান ও হংকংয়ের কিছু আত্মঘোষিত ভবিষ্যৎদ্রষ্টা ও ফেং শুই বিশেষজ্ঞরাও ২০২৫ সালের দিকে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা প্রকাশ করেন। তাদের কথাও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, আর এই জল্পনাকে ঘিরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চীন, হংকং, থাইল্যান্ড এবং ভিয়েতনামের পর্যটকদের মধ্যে।

হংকংয়ের একটি ট্রাভেল এজেন্সি WWPKG-এর ব্যবস্থাপনা পরিচালক সি এন ইউয়েন জানান, “ইস্টার ছুটিতে জাপানে ভ্রমণসংক্রান্ত বুকিং ৫০ শতাংশ কমে গেছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

চীন ও হংকং জাপানের অন্যতম প্রধান পর্যটক-উৎস দেশ। এদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় জাপানের পর্যটন খাত ব্যাপক চাপের মুখে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই গুজব শুধু আতঙ্কই বাড়াচ্ছে না, বরং জাপানের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।

জাপান সরকার ২০২৫ সালের জুলাইয়ে কোনো নির্দিষ্ট ভূমিকম্পের আশঙ্কা প্রকাশ করেনি। তবে জানুয়ারিতে তারা জানিয়েছিল, আগামী ৩০ বছরের মধ্যে নানকাই ট্রাফ এলাকায় একটি ৮.০ মাত্রার ভূমিকম্পের ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে।

তবে ভূকম্পবিদরা বলছেন, নির্দিষ্ট সময় ধরে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া বিজ্ঞানসম্মত নয়। অনেকেই এমন গুজব ও কল্পনার ভিত্তিতে আতঙ্ক ছড়ানোকে ‘বিপজ্জনক অপপ্রচার’ হিসেবে দেখছেন।

বর্তমানে TikTok, X (সাবেক টুইটার), ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে জাপানে না যাওয়ার অনুরোধ, প্রস্তুতির পরামর্শ এবং মাঙ্গার ‘ভবিষ্যদ্বাণী’ বিশ্লেষণ। কেউ কেউ ভিডিও বানিয়ে দাবি করছেন, জুলাই মাসে বড় দুর্যোগ আসছে।

ভূমিকম্পপ্রবণ অঞ্চল ‘রিং অফ ফায়ার’-এর অন্তর্ভুক্ত জাপান এমন দুর্যোগের আশঙ্কায় পূর্বেও বহুবার পড়েছে। তবে এবারের আতঙ্কের ভিত্তি একটি মাঙ্গা কমিক এবং কিছু অনুমাননির্ভর বক্তব্য।

বিশ্লেষকদের মতে, “এই ধরনের গুজব ও জনমনে তৈরি হওয়া ভয় শুধু পর্যটনে নয়, আন্তর্জাতিক আস্থা ও বিনিয়োগেও প্রভাব ফেলতে পারে।” এখন দেখার বিষয়, ২০২৫ সালের জুলাইয়ে আদৌ কোনো ঘটনা ঘটে কিনা, নাকি এটি হয়ে থাকে আরেকটি ‘কাকতালীয় গুজব’ মাত্র।

Header Ad
Header Ad

অভিনেতা চঞ্চলের সঙ্গে ছবি, ক্ষমা চাইলেন ইশরাক হোসেন

ইশরাক হোসেন এবং চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

সম্প্রতি বিআইএফএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেনের এক কর্মসূচিতে অংশগ্রহণ এবং সেখানে অভিনেতা চঞ্চল চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেওয়াকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় সোমবার (১৯ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন জানান, গত ১৬ মে তিনি একটি স্বনামধন্য স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন। তবে কারা কারা সেখানে উপস্থিত থাকবেন বা তিনি কাকে পুরস্কার তুলে দেবেন—তা তিনি আগে থেকে জানতেন না।

পোস্টে ইশরাক বলেন, “অনুষ্ঠানে আমার অজান্তে একজন অতি বিতর্কিত ব্যক্তির সঙ্গে ছবি তোলা হয়েছে। আমি তাকে চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কেও অবগত ছিলাম না। ২০১৫ সালে আমি দেশের বাইরে থাকায় সে সময়ের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আমার জানা ছিল না, এটা আমার সীমাবদ্ধতা। ছবিটি প্রকাশের পর অনেক প্রিয় সহযোদ্ধা ও ভাইয়ের মনে আঘাত লেগেছে—আমি আন্তরিকভাবে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি।”

উল্লেখ্য, যাকে নিয়ে এই বিতর্ক—অভিনেতা চঞ্চল চৌধুরী—সম্প্রতি বিআইএফএ অ্যাওয়ার্ডে পুরস্কার গ্রহণ করেছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বলে বিবেচিত এই অভিনেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে বিএনপি সমর্থিত বিভিন্ন মহল থেকে দাবি করা হয়। বিগত সরকারপতনের পর তিনি কিছুটা আড়ালে থাকলেও এবার আবার আলোচনায় আসেন।

একই দিনে বিকেলে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে ইশরাক হোসেন অন্তর্বর্তী সরকারের কিছু সদস্যের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। তিনি লিখেছেন, “মেয়র ফেওর কিছু না। এই অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তি ক্ষমতার লোভে চিরস্থায়ী হতে চায়। তারা নিরপেক্ষতার ভান করে আসলে এক পক্ষের হয়ে কাজ করছে।”

তিনি আরও বলেন, “এই সরকার ও তাদের সহযোগীরা ঢাকায় বিএনপির মেয়রপ্রার্থী আটকানোর মাধ্যমে বুঝিয়ে দিয়েছে আগামী জাতীয় নির্বাচনে তারা কী ভূমিকা পালন করতে যাচ্ছে। তারা শুধু নিরপেক্ষতা বিসর্জন দেয়নি, বরং একটি দলের প্রতিনিধির মতো আচরণ করছে।”

ইশরাক তার পোস্টে নির্বাচন কমিশন, প্রশাসন এবং আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি লেখেন, “এই চক্র হাইকোর্টে হস্তক্ষেপ করেছে, বিচারকদের হুমকি দিয়েছে এবং আমলাতন্ত্রকে ব্যবহার করে দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগণ একদিন এদের আসল রূপ জানতে পারবে।”

ফেসবুক পোস্টের শেষাংশে ইশরাক হোসেন লেখেন, “আমি গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের সংগ্রামে শেষ পর্যন্ত থাকব। হয় বিজয় নিশ্চিত করব, না হয় আল্লাহর নির্ধারিত স্থানে চিরশান্তিতে শায়িত হব—এক চুলও ছাড় দেওয়া হবে না।”

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইশরাক-তাবিথদের কাছ থেকে টাকা নিয়ে ছাত্রনেতাদের বাসা ভাড়া দিয়েছি: নুরুল হক
হঠাৎ জাপান ছাড়ার হিড়িক, জাপান সফর বাতিল করেছেন অনেকেই
অভিনেতা চঞ্চলের সঙ্গে ছবি, ক্ষমা চাইলেন ইশরাক হোসেন
গোটা গাজা দখলের ঘোষণা নেতানিয়াহুর, ব্যাপক স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল
ক্ষমা চাইতে হাসনাতকে এক সপ্তাহের আলটিমেটাম কুমিল্লা জেলা বিএনপির
সাড়ে ১০ হাজারেরও বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত
দাবি আদায় করবো, না-হয় মাটির নিচে শায়িত হবো: ইশরাক
১ লাখ ৩০ হাজার ৭৫৯ কোটি টাকার সম্পদ জব্দ করেছে সরকার: প্রেস সচিব
বিরামপুরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
যমুনায় শুরু হয়েছে তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ!
একযোগে ১৭ পুলিশ সুপারকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব
নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা এনসিপির প্রধান কর্তব্য: নাহিদ ইসলাম
আদমদীঘিতে চলন্ত ট্রেনের দরজা দিয়ে বাবাকে ফেলে দেয়ার অভিযোগ ছেলের (ভিডিও)
ভারতের আম নিল না আমেরিকা, বিমানবন্দরে পচছে কোটি কোটি টাকার আম!
বদলে গেলো নাম, ধানমন্ডি ২৭ এখন 'শহীদ ফারহান ফাইয়াজ' সড়ক
ফার্স্ট সিকিউরিটি থেকে ১১০০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা
নির্বাচনের দাবিতে ফের মাঠে নামার হুঁশিয়ারি ১২ দলীয় জোটের
পলাতকদের অর্থ জব্দ, লুটের টাকা গরিবের কল্যাণে ব্যবহার হবে: গভর্নর
৬০ ভাগ তরুণ-তরুণী ভুগছেন ‘টেক্সট নেক’-এ, জানুন কারণ ও করণীয়
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দখলমুক্ত হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগার