দেশে ফিরেছেন ৩৫ হাজার ৩৮৯ জন হাজি
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত ৯৭টি ফিরতি হজ ফ্লাইটে ৩৫ হাজার ৩৮৯ জন হাজি দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমান এয়ারলাইনসের ৫০টি ও সৌদি এয়ারলাইনসের ৪২টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৫টি বিমানে হাজিরা দেশে ফিরেছেন।
শুক্রবার (২৯ জুলাই) হজ বুলেটিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গত ১৪ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসাকেন্দ্র থেকে ৩২ হাজার ৮৫০ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
হজ বুলেটিনে আরও বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় শেষ পর্যায়ে আসা সব হাজি এখন মদিনায় অবস্থান করছেন।
কেএম/এসএন
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)